![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসেনা কেউ একা
এ ধরনির বুকে সাথি হয়, আসা নয় মৃত্যু
তাই আমি একা নই, ছিলাম না একা, কখনওও থাকবোনা
বিক্ষিপ্ত প্রলয়ের ঘূর্ণিপাকে
নিকষ কালো আধারে এলাম যখন তখনও সাথে বেঁচে থকার বাসনা ।
রুদ্ধবাতাসে আধার ঘরের সীমানা পেরিয়ে
ভাসমান আমি বিরাজ করছি
অফুরন্ত স্বপ্নময় পৃথিবীতে, অক্লান্ত খাটুনি আর বেঁচে থাকার সামগ্রী নিয়ে
এসব শুধুই বিমূর্ত চেতনা ।
চির নৈকট্যের বন্ধুটি মোর, আশ্বাসের সাম্পান হোঁচট খেয়ে থেমে যায়
মৃত্যুর বিভীষিকা ডাক শুধালে আমায়
নই একা, ছিলাম না কোনো জনমে, আমি তুমি সবাই একই নিয়মে ।।
২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৬
বিচিত্র জিসান বলেছেন: অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪২
খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।