![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি দৈনিক পত্রিকার জন্য ইউনিক নাম দরকার। নামটি হতে হবে- সুন্দর, আকর্ষণীয়, অর্থবহ এবং সহজে উচ্চারণযোগ্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গল্প বা যাবতীয় রচনা থেকে এক শব্দের নাম হলে ভালো হয়।
‘নির্বাচিত নাম’ প্রদানকারীকে যথাযথ সম্মানী/পুরস্কৃত করা হবে।
১৩ ই মে, ২০২৩ দুপুর ১২:১৮
বিদ্রোহী নজরুলের উত্তরসূরী বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই মে, ২০২৩ সকাল ১১:৫০
গেঁয়ো ভূত বলেছেন: আমার পছন্দ "ধুমকেতু।
১৩ ই মে, ২০২৩ দুপুর ১২:১৯
বিদ্রোহী নজরুলের উত্তরসূরী বলেছেন: ধন্যবাদ। এটা পছন্দের। তবে এ নামে খুব সম্ভবত পাওয়া যাবে না। কেননা কাজী নজরুলের পত্রিকা ছিল এটা।
৩| ১৩ ই মে, ২০২৩ দুপুর ১২:১১
শায়মা বলেছেন: দৈনিক পত্রিকার জন্য সবচেয়ে সুন্দর নাম দৈনিক।
তারপর প্রত্যহ
তারপর রোজ রোজ
এমন কিছু হতে পারে.....
১৩ ই মে, ২০২৩ দুপুর ১২:১৯
বিদ্রোহী নজরুলের উত্তরসূরী বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই মে, ২০২৩ দুপুর ১২:৩১
মিরোরডডল বলেছেন:
প্রতিধ্বনি
দৈনিক পত্রিকা কি করে?
নাগরিক জীবনের চিত্র তুলে ধরে।
সংবাদপত্রে নাগরিকদের চাওয়া-পাওয়া অধিকারের কথা প্রতিধ্বনিত হয়।
১৩ ই মে, ২০২৩ দুপুর ১২:৪১
বিদ্রোহী নজরুলের উত্তরসূরী বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই মে, ২০২৩ বিকাল ৩:৪০
যুবায়ের আহমেদ বলেছেন: “দৈনিক লিখবোই” অথবা “লিখবোই প্রতিদিন”। অন্যরকম মনে হতে পারে। তবে এখন এতো এতে নামের পত্রিকার মাঝে এই নামটি মনযোগ কাড়তে পারে পাঠকের। কারন পত্রিকাতে তো লেখাই হয়। তাই “লিখবোই প্রতিদিন”। ধন্যবাদ।
৬| ১৩ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৯
নতুন নকিব বলেছেন:
প্রথমেই আপনাদের এমন একটি উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাফল্যপূর্ণ অগ্রযাত্রা প্রত্যাশা করছি। একটি দৈনিক পত্রিকার জন্য নতুন নাম হিসেবে নিচের নামগুলো থেকে কোনোটি বিবেচনা করা যেতে পারে কি না, দয়া করে দেখলে কৃতজ্ঞ হবো-
১। জয়ধ্বনি, অর্থ - জয়, জয়জয়কার, জয়ধ্বনি করা, জয়ধ্বনি, আনন্দ বা সমর্থন জ্ঞাপক, অভিবন্দনা, অভিনন্দিত করা, উচ্চ প্রশংসাধ্বনি, উচ্চরবে প্রশংসা করা, উচ্চরবে সংবর্ধনা করা, আনন্দধ্বনি, (বিদায়-মাভৈঃ – কাজী নজরুল ইসলাম)
২। দুরন্ত, অর্থ - 1 অশান্ত, দামাল (দুরন্ত শিশু); 2 ভীষণ, দুর্দম (দুরন্ত সাহস); 3 উগ্র (দুরন্ত ক্রোধ); 4 প্রতিকার বা প্রতিবিধান কষ্টসাধ্য এমন (দুরন্ত ব্যাধি); 5 প্রবল ('বসন্তের দুরন্ত বাতাসে': রবীন্দ্র); 6 প্রচণ্ড তাপপূর্ণ (দুরন্ত রোদ)। [সং. দুর্ + অন্ত]। ̃ পনা বি. দুষ্টুমি; দুর্দান্ত আচরণ, অবাধ্যতা, দৌরাত্ম্য (চির-বিদ্রোহী – কাজী নজরুল ইসলাম)
৩। দামাল, অর্থ - দুর্দান্ত, ছট্ফটে, অতি দুরন্ত বা অশান্ত (চির-বিদ্রোহী – কাজী নজরুল ইসলাম)
৪। আশার আলো/ আশার আলোক, 'আশা' অর্থ - আকাঙ্খা বা ভরসা এবং 'আলোক' অর্থ - দীপ্তি, জ্যোতি, প্রভা, কিরণ; দীপ (বিশ্বাস ও আশা – কাজী নজরুল ইসলাম)
এ ছাড়া, আমার প্রোফাইলের নামের প্রথমাংশ যুক্ত করে একটি নামও না দিলে কেমন হয়। সে কারণে দু'একটি নাম প্রস্তাব করছি। নিজের নামটা সবার কাছেই তো প্রিয় থাকে, তাই না!
৫। নতুনের কেতন
৬। নতুনের আহবান
অবশ্য, নিচের নাম দু'টিও আমার কাছে ভালো লাগছে। দেখার অনুরোধ থাকছে।
৭। নয়া জামানা (এই শব্দটি জাতীয় কবির কোনো একটি কবিতায় ব্যবহৃত হয়েছে)।
৮। আমার কথা।
অনেক অনেক শুভকামনা।
৭| ১৩ ই মে, ২০২৩ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: ১। আগমনী
২। অভিযান
৩। বিদ্রোহী
৪। জাগো
৫। জাগরণী
৬। যুগের আলো
৭। মুক্তি
৮। মুক্ত পিঞ্জর
৯। নবাগত
১০। নবযুগ
১১। পথের দিশা
১২। সাম্যবাদী
১২। শেষের ডাক
৮| ১৩ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
খায়রুল আহসান বলেছেন: আমার কিছু সাজেশন:
তূর্য
প্রত্যুষ
উল্লাস
নয়ন
দামামা
ধ্রুবতারা
অগ্রপথিক
নবকল্লোল
৯| ১৩ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫২
অর্ক বলেছেন: বিস্মিত হলাম দেখে। পত্রিকার নাম ঠিক করতে পারছেন না! এজন্য এখানেও বিজ্ঞাপন দিতে হলো! প্রকৃতই নজরুলের যোগ্য উত্তরসূরী আপনারা ও যারা হাতির মগজ খাটিয়ে নাম সাজেস্ট করেছেন। ধন্য হলাম দেখে বুঝে। দারুণ!
১০| ১৩ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: দৈনিক নবযুগ, দৈনিক নব আলো, সাম্য বণী, দৈনিক নব কেতন, দৈনিক কল্লোল, দৈনিক সাম্যবাদী সংবাদ, দৈনিক সৃষ্টি সুখের উল্লাস, সময়ের গান, নির্ভীক আলো, দৈনিক দুরন্ত গতি।
১১| ১৩ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: দর্পন
১২| ১৩ ই মে, ২০২৩ রাত ৯:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ‘দৈনিক সাম্যবাদী’ রাখতে পারেন। কারণ নজরুল সাম্যবাদী চেতনার মানুষ ছিলেন।
১৩| ১৩ ই মে, ২০২৩ রাত ১০:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
নতুন একটি দৈনিক পত্রিকা বের হতে যাচ্ছে জেনে ভাল লাগল ।
নাম দেয়ার লক্ষে এটা বাংলা না ইংরেজী দৈনিক হবে
সে সাথে এটা কি জাতীয় কিংবা আঞ্চলিক হবে জানতে পারলে
ভাল হতো এবং সে অনুযায়ী যুতসই নাম প্রস্তাবনা আসতো
বলে মনে হয় ।
যাহোক, কাজী নজরুল ইসলামের একটি কবিতার নাম থেকে
আমি দৈনিক পত্রিকাটির নাম
সংকল্প
হিসাবে প্রস্তাব করছি ।
এ নামটি কেন প্রস্তব করছি তা তাঁর কবিতাটি পাঠ করলে কিছুটা বুঝা যাবে ।
সংকল্প
- কাজী নজরুল ইসলাম
থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,-
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।।
কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বরগ পানে।
জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,
কেমন করে আঞ্ছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলেসাগর উথলে ওঠে জোয়ার বানে।
কেমন করে মথলে পাথার লক্ষী ওঠেন পাতাল ফুঁড়ে,
কিসের অভিযানে মানুষ চলছে হিমালয় চুড়ে।
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কিসের আশায়;
হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরেঃ
শুনবো আমি, ইঙ্গিত কোন 'মঙ্গল' হতে আসছে উড়ে।।
কোন বেদনার টিকিট কেটে চন্ডু-খোর এ চীনের জাতি
এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় ওঠল মাতি।
আয়ার্ল্যান্ড আজ কেমন করে
স্বাধীন হতে চলছে ওরেঃ
তুরষ্ক ভাই কেমন করে কাঁটল শিকল রাতারাতি!
কেমন করে মাঝ গগনে নিবল গ্রীসের সূর্য-বাতি।।
রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-
আকাশ বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটেঃ
পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়েঃ
বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।।
...........।
দৈনিকটি হাতে নিয়ে যেন মনে হয় দুনিয়ার চলমান তাবত
ঘটে যাওয়া, ঘটমান আর ঘটিতব্য বিষয়াবলী আপন হাতের
মুঠোই নিয়ে দেখছি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৪| ১৪ ই মে, ২০২৩ রাত ১:০১
জ্যাক স্মিথ বলেছেন: একটা পত্রিকা চালু করতে, কেমন ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়? আয় রোজগার কেমন হয়? একটা পত্রিকার ইনকামের মূল সোর্সগুলো কি কি?
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২৩ সকাল ১১:৪৯
খাঁজা বাবা বলেছেন: অগ্নিবীণা, নির্ঝর, শিখা