![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবি,আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী।
উম্মত আমি গুনাহগার
(সুন্ধু ভৈরবী- কার্ফা)
উম্মত আমি গুনাহগার
তবু ভয় নাহি রে আমার
আহমদ আমার নবী
যিনি খোদ হাবিব খোদার।।
যাঁহার উম্মত হতে চাহে সকল নবী,
তাহারি দামন ধরি' পুলসিরাত হব পার।।
কাঁদিবে রোজ হাশরে সবে
যবে নাফসি ইয়া নাফসি রবে,
ইয়া উম্মতী বলে একা কাঁদিবেন আমার মোখতার।।
কাঁদিবেন সাথে মা ফাতিমা ধরিয়া আরশ আল্লার
হোসায়েনের খুনের বদলায় মাফী চাই পাপী সবাকার।।
দোযখ হয়েছে হারাম যে দিন পড়েছি কালেমা,
যেদিন হয়েছি আমি কোরানের নিশান- বর্দার।।
২| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
মিঃ অলিম্পিক বলেছেন: নাইচুন....
৩| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০২
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি খুব সুন্দর হয়েছে ।
তবে মনে একটি বিষয় খটকা লাগে , জাতিয় কবি কাজী নজরুল ইসলাম একজনই যিনি বিদ্রুহী কবি নজরূল হিসাবে সমধিক পরিচিত , তার নাম ও ছবি আমাদের একজন ব্লগার ভাই এর সাথে হুবাহুব মিলে গেল । এরকম নঝির এখনো চোখে তেমন পরেনি ।
যাহোক বিধাতা তার নামটি ও ছবিটি আপনার সাথে মিলিয়ে দিয়েছেন । আমাদের বিদ্রুহী কবি নজরুল হয়তবা খুশীই হবেন মানুষ তাকে নীজের মধ্যে ধারণ করায় অথবা মানবের মাঝে নীজ নামে ও রূপে বেচে থাকার জন্য ।
ধন্যবাদ ভাল থাকুন ।
৪| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসাধারণ লিখা, হে কবি।
শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন লেখনি কবি হে। কাব্যটি বাস্তবতার সাথে মিল রেখে খুব রোমান্টিক হয়েছে। খুব ভালো লাগল।