নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী সাত্যিক

বিদ্রোহী সাত্যিক › বিস্তারিত পোস্টঃ

তবে মুক্তি কোথায় ???

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১

কুকুর শৃগাল হায়নার হাতে আজ বন্দী বাংলাদেশ;
লাখো শহীদের স্বপ্নগুলোকে ওরা
ভেঙ্গেচুড়ে করেছে নিঃশ্বেষ।
রক্ত দিয়েছিল ঐ শহীদেরা অধিকারের জন্য,
বিলিয়েছ জীবন অকাতরে মুক্তির জন্য,
খুইয়েছে সম্ভ্রম কতশত নারী মুক্তির জন্য।
তবে মুক্তি কোথায় ???


স্বজন হারানো আত্মবেদনা যুক্ত বিষাক্ত হাওয়া,
বয়ে চলেছে আজ বাংলার দ্রাঘিমায়।
লাশের পোড়া গন্ধে মানবতার শ্বাস বন্ধ প্রায়।
তবে মুক্তি কোথায় ???

আজ গুম খুনের মহাউৎসব বসেছে এই বাংলায়;
পথে ঘাটে মোড়ে মোড়ে অস্ত্র উচিয়ে পুলিশ পাহারায়।
তবে মুক্তি কোথায় ???

নীতি আদর্শ ভুলে গিয়ে ওরা
নেমেছে চেতনা ব্যবসায়;
ন্যায়ের টুটি চেপে ধরেছে মেরেছে
ওরা সত্যের মাথা খায়।
তবে মুক্তি কোথায় ???

বিচারহীন এনকাউন্টারে মরে থাকে পরে
আজ কত লাশ রাস্তায়;
বোমাবাজদের না ধরে ওরা
বার্ণ ইউনিটে আসন বাড়ায়।
তবে মুক্তি কোথায় ???

অর্থনীতিকে ওরা পঙ্গু করেছে বেধেছে শিকল পায়;
বাণিজ্যের চাকা এক পা এগুলে সজ তিন পা পিছায়।
তবে মুক্তি কোথায় ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.