নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্রোহী সাত্যিক

বিদ্রোহী সাত্যিক › বিস্তারিত পোস্টঃ

"শোনগো ভালোবাসি তোমায়"

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২২

তোমাকে আমার অনেক ভালো লাগে।
ভালো লাগে তোমার মিশকালো চুল,
ভালো লাগে তোমার ঐ মায়া হরিণী চোখ;
ভালো লাগে তোমার কোমল পায়ে হেটে চলা।

আমি তোমাকে আমার বা-পাজরের
হৃৎপিন্ডের ভেতর রাখতে চাই।
তোমাকে নিয়ে জোছনা দেখতে চাই;
ঘুরতে চাই তারার হাটে।

মেয়েটিকে কথাগুলো বলতে গিয়ে
বার বার ফিরে আসে ছেলেটি।
কি যেন অজানা ভয় তাড়া করে ছেলেটিকে।

ছেলেটি ও মেয়েটি,
তারা একই ক্লাসে পড়ে।
প্রথম যেদিন মেয়েটিকে দেখেছিল,
নির্বাক তারকারাজির মত
পলকহীন দৃষ্টিতে চেয়েছিল ছেলেটি।
জীবনানন্দের মত তার মনে হয়েছিল-
হাজার বছর ধরে আমি দেখিতেছি তারে।
রবীন্দ্রনাথের মতো তারও মনে হয়েছিল,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
সেই চেনা চাহনিতে আজও
চেয়ে থাকে ছেলেটি।
হয়নি বলা সেই মনের কথাটি,
শোনগো ভালোবাসি তোমায়।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৪

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: অসাধারণ কাব্য প্রতিভা।

তাকে ভাসিয়ে রাখতে চাই আমার আকাশে,যেভাবে ভাসছে ঐ মেঘগুলো শূন্য আকাশে।

২| ০৬ ই মে, ২০১৬ সকাল ৯:২৫

বিদ্রোহী সাত্যিক বলেছেন: আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.