নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসেন ক্যাচাল পরিহার করি।

রণক্লান্ত

রাজাকার বা ভাজাকার .. উভয়েই চ্রম বিরক্তিকর ক্যাচালসৃষ্টিকারী প্রানী.. এদের থেকে দূরে..

রণক্লান্ত › বিস্তারিত পোস্টঃ

ভাইজান, গোলটা কি দিবেন??? :| :| :P :P

০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৪৫

সেদিন নেদারল্যান্ডের পক্ষে পরিসংখ্যাগত একটা প্রেডিকশন করেছিলাম :|। আজ নেদারল্যান্ডের ব্রাজিলের সাথে খেলা দেখে মাঝে মাঝেই হাসি পাচ্ছে :)



ব্রাজিলের পেনাল্টিবক্সে মাঝে মাঝে বল নিয়ে নেদারল্যান্ডের খেলোয়াড়েরা এমন ভাবে দাঁড়িয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এরপর কি করতে হবে সেই লেসন তাদের দেয়াই হয়নি। মনে হচ্ছে তারা কারো আসার অপেক্ষায় আছে।

তাদের এভাবে দাঁড়ানো দেখে বেশ ক'দিন টিভিতে প্রচারিত একটা এ্যাড মনে পড়ল।



গোলে শট নেবে নেবে ভাব করে একজন খেলোয়াড় দাঁড়িয়ে আছে। সে ইতিমধ্যে গোলকীপারকেও পরাজিত করেছে। কিন্তু সে গোল দিচ্ছেনা কারণ চিত্র সাংবাদিক তখনো পৌঁছায়নি /:) /:) । সে পথে জ্যামে আটকানো। এখন তার অপেক্ষায় প্লেয়ার, গোলকীপার সবাই স্টিল হয়ে গেছে.কখন সে আসবে, ক্যামেরা রেডী করবে, তারপর প্লয়ার বলটা জালে ঠেলে দেবে :-B B-)) .. অনেক্ষন পরে শুয়ে থাকে থেকে শেষে গোলকীপার অধৈর্য্য হয়ে খেলোয়াড়কে বলছে, " ভাইজান, গোলটা কি দিবেন?""

=p~ =p~



এইটাই হল লাতিন আমেরিকা বনাম ইউরোপিয়ান ফুটবল দেখার জ্বালা। শর্টপাস ভার্সেস লং পাস এ খেলার ছন্দই হারিয়ে যায় মাঝে মাঝে।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৪৮

জিকসেস বলেছেন: নেদারল্যান্ড মাঝখান দিয়ে খালি ঢুকার ধান্ধায় আছে। উইং উইস করেনা ক্যান!!

০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৪৯

রণক্লান্ত বলেছেন: আমি নেদারল্যান্ডের খেলা দেইখা রীতিমতন তাজ্জব হই যাইতেসি !!!

২| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৪৯

(অ)ভদ্র ছেলে বলেছেন: সত্যিই তাই মনে হচ্ছে।
একটু আগে রোবেন ব্রাজিলের ডি-বক্সের মাঝে বলটা নিয়া কি করবে ভাইবা না পাইয়া দাঁড়াইয়া ছিলো। দেইখা হাসি পাইলো...

০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫৫

রণক্লান্ত বলেছেন: সেইটা দেইখাই তো পুস্টাইলাম। :)

৩| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫০

আঁতেল বলেছেন: ভাইরে পারলে কি আর বাদ রাখে? সবাই যদি সব পারে তাহলে ব্রাজিল আর ব্রাজিল কেন?

৪| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫১

ব্যঞ্জনবর্ন বলেছেন: Click This Link

আগামিকাল দেখমুআনে কেমন পাদেন!!

০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫৭

রণক্লান্ত বলেছেন: এই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে,বিস্তারিত জানতে পোস্টটির লেখকের সাথে যোগাযোগ করুন ।

এছাড়া আপনি এই লিংকে ক্লিক করে এই মুহুর্তেই সেই ব্লগে যেতে পারবেন।

অথবা আপনি এখানে ক্লিক করে প্রথম পাতায় যেতে পারবেন।
----------------------------------------------

৫| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫২

রাসেল৬৯ বলেছেন: লেখক বলেছেন:ব্রাজিলের পেনাল্টিবক্সে মাঝে মাঝে বল নিয়ে নেদারল্যান্ডের খেলোয়াড়েরা এমন ভাবে দাঁড়িয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এরপর কি করতে হবে সেই লেসন তাদের দেয়াই হয়নি। মনে হচ্ছে তারা কারো আসার অপেক্ষায় আছে।

কারন তারা ব্রাজিল এর বিপক্ষে খেলছে ।

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:০০

রণক্লান্ত বলেছেন: সেটা তো একটা কারণ অবশ্যই.. তবে বিষয়টা সেই সাথে ঐ লং শর্ট এর ঝামেলাও :)

৬| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫২

আহমদ আবদুল হালিম বলেছেন: আপনার লেখা পড়ে মজা পাইলাম ।

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:০২

রণক্লান্ত বলেছেন: :)

৭| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫৩

শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: ওয়াল্ড কাপে খেলতে আসবে আর ব্রাজিলের কাছ থেকে বিদায় নেবে এটাই ডাচদের নিয়তি ............. (আহারে ... ...) :(( :(( :(( :(( :((

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:০৩

রণক্লান্ত বলেছেন: :|| :||

৮| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫৬

টেকিবাবা বলেছেন: ফন পার্সিকে যত তাড়াতাড়ি মাঠ থেকে উঠিয়ে নিবে নেদারল্যান্ডের ততই মঙ্গল হবে। তবে মনে হয় না এই ম্যাচে নেদারল্যান্ড গোল করতে পারবে। তাদের খেলা দেখে মনে উদ্দেশ্যহীন হচ্ছে, তারা জানেনা যে তারা কি চায়!!! দেখা যাক পরের ৪৫মিনিটে কি দেখায়। তবে ব্রাজিলের খেলা ভালো লাগছে, মনে হয় তারা আরও গোল দিতে পারবে।

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:০৪

রণক্লান্ত বলেছেন: এক্সাক্টলি এটাই আমার ভাষ্য। ধন্যবাদ। :)

৯| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫৮

সৌরদীপ্ত বলেছেন: ব্রাজিল আরো গোল দিতে পারে, ডাচদের খেলা হতাশাজনক। আসল খেলা আগামীকাল।

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:১২

রণক্লান্ত বলেছেন: খেলা ঘুরল... :)

১০| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫৯

চুপিচুপি বলেছেন: ১ গোল ...অপেক্ষা করুন ...............আরো হবে..

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:১০

রণক্লান্ত বলেছেন: আসলেই আরেকটা হল তবে ...... :)

১১| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫৯

ত্রিভুজ বলেছেন: ব্রাজিলের ভাগ্য ভালো যে বেছে বেছে সব অগা-মগা দলগুলোর সাথে খেলা পড়ে... আর্জেন্টিনার কপাল খারাপ, কাল জার্মানীর সাথে খেলা। আল্লাহ জানে িক হবে...

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:১৮

রণক্লান্ত বলেছেন: কপাল খারাপ কেন ভাই? আর্জেন্টিনা কি ভাল খেলেনা। কপাল তো জার্মানিরও খারাপ হইতারে। :)

১২| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৫৯

তাজুল ইসলাম মুন্না বলেছেন: বিয়াফক বিনুদন... ;)



হেরা মনেহয় ঘাস খাইয়া চার নম্বর হইছে। কিক করে একেকটা গোলের ধারে-কাছেও যায়না... :D :D :D

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:২১

রণক্লান্ত বলেছেন: হেহ হেহ মুন্না, একখান দিসে তো!!!!

১৩| ০২ রা জুলাই, ২০১০ রাত ৯:০৬

দুখী মানব বলেছেন: সত্যিই তাই /:)

১৪| ০২ রা জুলাই, ২০১০ রাত ৯:০৮

বালক বন্ধু বলেছেন: আজকের ম্যাচটা আরো ভাল হবে ভেবেছিলাম। কিন্তু কি খেলা দেখছি। ব্রাজিলের খেলাও বেশি ভাল লাগতেছেনা।

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:২২

রণক্লান্ত বলেছেন: খোদ পেলে এই ব্রাজিলের সমালোচনায় মুখর। আর কার কথা বলি.. নন্দন হারিয়ে গেছে।

১৫| ০২ রা জুলাই, ২০১০ রাত ৯:১৬

দুখী মানব বলেছেন: গোওওওল

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:২৪

রণক্লান্ত বলেছেন: গোওওওল দুই দুইখান.....

১৬| ০২ রা জুলাই, ২০১০ রাত ৯:২২

রিফাত হোসেন বলেছেন: গোলটা দিয়েছে ।

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:২৬

রণক্লান্ত বলেছেন: গোওওওল দুই দুইখান..... :)

১৭| ০২ রা জুলাই, ২০১০ রাত ৯:২৩

দুখী মানব বলেছেন: আর একটা গোওওল

০২ রা জুলাই, ২০১০ রাত ৯:২৬

রণক্লান্ত বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.