নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বিসর্জন

০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

পতনের সূখ জ্বালায়
প্রথম কুমারত্ব বিসর্জনের ক্ষনে
নির্বোধ সূখ বিভোলতায় মোহাবিষ্ট
বিজয়ের আনন্দে লুকোনো পরাজয় গ্লানি বুঝিনি।

ঝর্ণার গতি আর উচ্ছলতা যেমন
বন্ধনহীন কেবলই চলার প্রেষনা
যৌবনে মানুষ্ও –তাড়না গতিময়
নদী মোহনায়; মানুষ মৃত্যুতে রুপান্তরী এক কাহিনী।

শত সহস্র সংগমে ক্লান্ত মন
উন্মোচনের সেই ক্ষণ খুঁজে হয়রান
যাপিত জীবন, সকল মোহাবিষ্টতা
প্রথমার স্মৃতি কাতরতা বৈ-নয়, তবু আর মেলেনি।

পুন: কুমার হবো বলে বৈরাগ্যে
যুগ-যুগান্ত সাধনেও ফেরেনি সেই ক্ষণ
যুপকাষ্ঠে পৃথক স্বত্ত্বা ফেরেনা স্ব-রুপে
দৈবে প্রাণসঞ্চার হলেওবা, দাগ রয়ে যায় ভাবিনি।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! আত্ম জ্বালা।

কিছুকিছু ভুলের মাশুল অনন্তকাল দিয়েও শেষ হয় না....

অনেক অনেক ভালো লাগা রইল কবিতা, কথামালায়

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া :)

হুম।
শুভেচ্ছা অফুরান

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় ভালো লাগা রইলো++++



শুভ কামনা রইলো,ভাই।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন :)

ভাললাগা আর প্লাস কৃতজ্ঞতা

৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: বৈরাগ্যে পুনরায় কুমার হওয়ার চেষ্টা করে মনকে জ্বালিয়ে কোন লাভ আছে বলে আমি মনে করি না, কবিতা ও কবির জন্য রেখে গেলাম ভালোলাগা ও ভালোবাসা।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদা মনের সাদা কথা চিরমান্য :)

যাপিত জীবন, সকল মোহাবিষ্টতা
প্রথমার স্মৃতি কাতরতা বৈ-নয়, - ঐ আর কি!!

অনেক অনেক শুভেচ্ছা

৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন:

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও ...

উমমম.. থ্যাংকস ফর এ কাপ অফ টি :)

কৃতজ্ঞতা অশেষ

৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে, ভালো লাগা রইলো।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ভাললাগা টুকু অনুপ্রাণ হয়ে রইল

শুভেচ্ছা অন্তহীন

৬| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! আত্ম জ্বালা।

কিছুকিছু ভুলের মাশুল অনন্তকাল দিয়েও শেষ হয় না....


কবিতায় ভালোলাগা রইল

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল

শুভকামনা অর্হনিশ...

৭| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

কাছের-মানুষ বলেছেন: চমৎকার কবি।
কবিতায় ভাল লাগা রইল অনেক।

+++++

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক

ভাল লাগা আর প্লাসে ধন্যবাদ

শুভেচ্ছা অন্তহীন

৮| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

কথাকথিকেথিকথন বলেছেন:



ভাবের গভীরতার প্রকাশ চমৎকার । ভাল লেগেছে ।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

নিজকে খুঁজেত গিয়ে এরকম নানা সিড়ি পেরুেত হয় :)

তাই আপনাদের করকমলে শেয়ার করি :)

ভাল লেগেছে জেনে ভাল লাগল :)
শুভেচ্ছা অফুরান

৯| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

মলাসইলমুইনা বলেছেন: জাস্ট ওয়ান্ট টু সে ওয়ান সিঙ্গেল ওয়ার্ড "কবিতা দুর্ধর্ষ " !

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ ব্রো

দুর্ধষ মন্তব্যে ;) হা হা হা
অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অন্তহীন

১০| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন ধন্যবাদ সুমন দা :)

ছোট্ট কথা অনেক অনুপ্রেরণা । শুভেচ্ছা

১১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:




কেন ফিরে চান এসব চক্র ভেঙে! কবিতায় শুধুই মুগ্ধতা... আমি এমনি বলিনা আমাদের ভাবনার যেখানে ইতি ভিগু ভাইয়ের কবিতার শুরু সে প্রান্তে....

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়া, এমন বলে কেন যে লজ্জ্বায় ফেলে দেন ;)
আপনাদের পিছু পিছুই তো অধমের পথ চলা

অনেক অনেক অনুপ্রেরণা হয়ে রইলেন। শুভেচ্ছা অন্তহীন।

১২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: প্রথমার স্মৃতি কাতরতা মোবারক !!!

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

শুভেচ্ছা অন্তহীন

১৩| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথম কুমারত্ব বিসর্জনের ক্ষনে
নির্বোধ সূখ বিভোলতায় মোহাবিষ্ট-

অনেকে বুঝতেই পারেনা কখন , কি ভাবে তার কুমারত্ব হারিয়ে গেছে।

কবিতায় ++

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আসেলই তাই।

ভাললাগায় ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন

১৪| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪

রাতু০১ বলেছেন: ভাললাগা +

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অফুরান।

১৫| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: দৈবে প্রাণসঞ্চার হলেওবা, দাগ রয়ে যায় ভাবিনি!

কবিতায় ভালো লাগা, বিশেষ করে শেষ লাইনে!

শুভেচ্ছা!

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললাগা এবং শেষ লাইেনর বিশেষত্ব অনুভবে ধন্যবাদ অনেক অনেক

শুভেচ্ছা আর শুভকামনা অশেষ :)

১৬| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো।
যা হয়ে গেছে তা নিয়ে আর আক্ষেপ কেন

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)
সবাই কুমারীত্বের আক্ষেপে হয়রান কিনা, তাই নিজের দিকে তাকানোর ছোট্ট চেষ্টা ;)

প্রথমের আক্ষেপ কি চাইলেই ভোলা যায় ;) হা হা হা

ধন্যবাদ অনেক অনেক, শুভেচ্ছা অফুরান

১৭| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


পড়ার সময়, মনে হয় কবিতা পড়ছি, পরে ভুলে গেছি কি ছিল কবিতায়!

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভুলে যাওয়ার এই রোগটির বৈজ্ঞানিক নাম ডিমনেশিয়া। ডিমেনশিয়া একাধিক উপসর্গের মাধ্যমে প্রকাশিত হতে পারে।

আপনি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন ভ্রাত :

শুভকামনা রইল

১৮| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬

তারেক ফাহিম বলেছেন: কিছু ভুলের জন্য মানু সারা জীবন কাঁদে।

কবিতা পাঠে ভালো লাগা জানিয়ে গেলাম।

ভিন্ড ভাই এই ধরনের ভাবনা কোথা থেকে আসে?

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
কথা সত্য।
ভাললাগায় আপ্লুত

আপনারে খুঁজতে গিয়ে পরে পাওয়া ভাবনা বলতে পারেন, ভায়া :)

ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান।

১৯| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




চাঁদেরও কলঙ্ক থাকে । প্রথম কুমারত্ব বিসর্জনের কিছু কলঙ্ক থাকনা স্মৃতিকাতর হয়ে । স্বরূপে ফিরে এলেও সে কলঙ্কের দাগ রয়েই যায় স্মৃতির এখানে ওখানে । একবার ঢিল চুঁড়ে দিলে ফেরানো যায়না তারে আর....................

নিভৃত দহনের কবিতা এবং কলঙ্কিত চাঁদের মতোই সুন্দর।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বরাবরের মতোই অসাধারন মন্তব্য প্রিয় আহেমদ জি এস :)

অনেক অনেক ধন্যবাদ

নিভৃত দহনের কবিতা এবং কলঙ্কিত চাঁদের মতোই সুন্দর।- মুগ্ধতা ছুঁয়ে রইল হৃদয়ে :)

কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অন্তহীন

২০| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,


কারেকশান - চুঁড়ে < ছুঁড়ে

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক খুঁেজো পেলাম না! অন্য কোন পোষ্টের কি!!!!

২১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

জেন রসি বলেছেন:
মানুষ নিজে যে ইতিহাস সৃষ্টি করে তার কাছে ফিরে যাওয়া বিপদজনক।

কেমন আছেন?


১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন বাণী :)

আপনােদর শুভকামনা নিয়ে ভালই আছি ভায়া। আপনি ভাল তো?

শুভেচ্ছা অফুরান

২২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: বিজয়ের আনন্দে লুকোনো পরাজয় গ্লানি বুঝিনি - বিলম্বিত আত্মোপলব্ধিই এ কবিতার জন্ম দিয়েছে।
আমার আগের মন্তব্যটা (জেন রসি এর) ভাল লেগেছে।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেকে খুঁজতে গিয়ে উল্টো পথে হাটতে গিয়ে... খূঁজে পাওয়া অনুভব ;)

হুম। জেন রসি ভায়ার মন্তব্য ষ্পেশাল বটে।

শুভেচ্ছা প্রিয় সিনিয়র :)

২৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

জাহিদ অনিক বলেছেন: বিজয়ের আনন্দে লুকোনো পরাজয় গ্লানি বুঝিনি। - আপনার কবিতার কয়েকটা লাইন খুব ভাবায়।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আপনার ভাবনা মানে সত্যি কিছু একটা! জেনে প্রীত হলাম :)

শুভেচ্ছা অন্তহীন

২৪| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রথমবারে চিন্তায় সবাই চিন্তিত থাকে :P


কেমন আছেন কবিসাহেব?

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

সেযে দ্বিতীয়বার আর মেলেনা বলেই ;)

শুকিরয়া ভ্রাতা। আপনি ভাল আছেন তো?

আপনার মহাকাব্যের কি খবর?

২৫| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর করে লিছেছেন ।
ভাবছি এমন করে যদি একদিন বিসর্জন হতে পারতাম যখন সকলি কাঁদবে মোর লাগি ।
এখন যে অবস্থায় আছি বিসর্জন হলে জগত বলবে আপদ একটা গেছে চলি !!!

অনেক অনেক শুভেচ্ছা রইল

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি যে বলেন-
আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করুন।
আপনি ভাবতেও পারছেন না- কত জনায় কাঁদবে আপনার জন্য।

যে বলে আপদ সেই জাতির বিপদ :P

অন্তহীন শুভকামনা জনম জনম

২৬| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

নীলপরি বলেছেন: যুপকাষ্ঠে পৃথক স্বত্ত্বা ফেরেনা স্ব-রুপে
দৈবে প্রাণসঞ্চার হলেওবা, দাগ রয়ে যায় ভাবিনি।


প্রকাশের কি অপূর্ব চমকানি
বিস্ময়ও থমকে দাঁড়ায় একটুখানি !

কবিতায় ++++++++

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্যের ঝলকানী
মুগ্ধ এ মনখানি :)

অনেক অনেক শুভ কামনা :)

২৭| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

আখেনাটেন বলেছেন: কবির মনে বৈরাগ্যের লক্ষণ পরিলক্ষিত হচ্ছে মনে হচ্ছে।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

প্রথম বিসর্জনের বৈরাগ্যই বটে ;) হা হা হা

অনেক ধন্যবাদ ভ্রাতা
শুভেচ্ছা অফুরান

২৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: অন্যবধ্য হয়েছে কাব্যে +++++++++++++++

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা :)

মন্তব্য অনুপ্রাণ হয়ে রইল। শুভেচ্ছা অনিমেষ।

২৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: ভুল বানান গুলো ঠিক করে নিলে ভাল হবে। আমাদের পাঠকদেরও চোখের আরাম হয়। আমি একটা ধরিয়ে দিচ্ছি - সুখ। সূখ নয়।
ভালো থাকবেন।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

বাংলা আকাদেমীর জমানায় অল বানান রাইট ;) :P হা হা হা (ফান)

নজরে আনায় কৃতজ্ঞতা। ঠিক করে দিচ্ছি...

শুভকামনা অফুরান। ভাল থাকুন সবসময়।

৩০| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩০

শায়মা বলেছেন: সংস্ক্বতজ্ঞ কবিতা! :)

১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

কুমারীত্বের সংস্কৃতিকে একটু টুইষ্ট দিলাম আর কি :)

শুভকামনা অনন্ত

৩১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৪

শায়মা বলেছেন: আমিও লিখবোনে ।


হঠাৎ আমার পন্ডিৎ হবার শখ জাগছে!


বাংলা ভাষার পন্ডিৎ!


মালটিতে লিখবো নাকি সেটা ভাবছি ! :)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
স্বাগতম। পন্ডিতি লেখা পড়ে দন্ত হারােনার উপক্রম :P

হা হা হা

চলুক লেখা সব আইডি থেকেই :)

৩২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: ছোট্ট একটা কবিতা লেখার চেষ্টা করেছি, আমার লেখাতো প্রথম পাতায় আসেনা, তাই আমন্ত্রণ রইল আমার ছোট্ট ব্লগনীড়ে...

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। দেখে এলাম।
দারু গীত কাব্য। ভাল লেগেছে।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.