নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সখা-সখি অনুভবে

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪



ঘুড়ির স্বপ্নেই বাঁধা সকল জীবন
সৃষ্টি তত্ত্বেই আমিও- চেয়েছিলুম আকাশ ছুঁতে
মেঘ পরীর স্বপ্নে নীলিমার রঙে চোখ রাঙাতে
বারবার সূতো কেটে যায়! ভাগ্য না নিয়তি
খুঁজতে নেমেই গেলুম-আগে নাটাই চিনতে।

শুন্যতাতো বস্তুর অস্তিত্বকেই বোঝার আভরন
মহাকালের কি দারুন আয়োজন!
তারই কোন কার্যকারণে আশৈশব দূরন্তপনায়
কেবলই প্রশ্ন আর কিযে সন্ধান!

সূখ-দু:খ এক মাষ্ট ইনগ্রেডিয়েন্ট
মিশে যায় জীবনের আপেক্ষিকতায় কত রংঙে কত রুপে
ব্যাস জীবন তখন এক অপূর্ণ অশেষ প্রশ্নের আঁকর
হয়তো বিধাতাই চেয়েছে এমন!

যখন হৃদয় সখা-সখি অনুভবে সুধীর
মন অনুভবের অতলান্তে নিত্য ডুবারু
সীমারেখার প্রশ্নই অবান্তর-
অসীমের সন্ধানে যে পথ চলা
তাতে থাকতে নেই লংঘনের ডর ।

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:


গুরু, কবিতা পুরাই ‘‘সায়েন্স ফিকশন’’ হয়ে গেছে। =p~ :)

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাঠকেশ্বর কাব্য ভবন্তু ;)

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অন্তহীন :)

২| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুঁজতে(ই) নেমেই, আভারণ হবে কি?, রংয়ে- রঙে(লেখা যেত)

একটা সুর আছে। সহজলভ্য হলেও দীর্ঘস্থায়ী

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাঠকেশ্বর কাব্য ভবন্তু ;)

তীক্ষ্ণ নজরে কৃতজ্ঞতা। দ্বৈত ই প্রত্যয়ে একটাকে বিদেয়ই দিচ্ছি ;)
আভরণই মনে হল যুৎসই :)
ঙ-তে ব্যঞ্জনাটা বেশ ভালই লাগে

অনকে অনকে ধন্যবাদ । এমনি ভালবাসায় সিক্ত হোক সকল বেলা :)

৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

নীলপরি বলেছেন: যখন হৃদয় সখা-সখি অনুভবে সুধীর
অনুভবের অতলান্তে নিত্য ডুবারু
সীমারেখার প্রশ্নই অবান্তর-
অসীমের সন্ধানে যে পথ চলা
তাতে থাকতে নেই লংঘনের ডর ।
--

এই লাইন গুলো বারবার পড়তে বাধ্য হলাম । অসাধারণ । +++++++

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে আপ্লুত হলাম :)

ভাললাগাটুকু ছুঁয়ে রইল অনুপ্রাণে-

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা অফুরান।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!

:)

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

থ্যাংকু বইনা :)

৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

কাটপিস বলেছেন: যখন হৃদয় সখা-সখি অনুভবে সুধীর
মন অনুভবের অতলান্তে নিত্য ডুবারু
সীমারেখার প্রশ্নই অবান্তর-
অসীমের সন্ধানে যে পথ চলা
তাতে থাকতে নেই লংঘনের ডর ।

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অফুরান

৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: জানেনই তো কবিতা বুজি না, তবে শুভ কামনার কমতি কিন্তু নাই।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদা মনের মানুষের শূভকামনাতো সবচে বড় পাওয়া :)

অনেক অনেক ধণ্যবাদ প্রিয় বাংলার বতুতা :)

শুভেচ্ছা অফুরান

৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্রাভো.. ব্রাভো...। কী লিখলেন ভাই!

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে প্রীত হলাম :)

অনেক অনেক ‍শুভকামনা

৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন:

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

শীত সন্ধ্যায় ধৌঁয়া ওঠা চা/কফি!!!
অনেক অনেক কৃতজ্ঞতা ভায়া :)

৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসীমের সন্ধানে যে পথ চলা
তাতে থাকতে নেই লংঘনের ডর ।
সুন্দর।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

চেষ্টা দুর্নিবার- যতটুকু যাওয়া যায় :)

শুভেচ্ছা অন্তহীন

১০| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

ঋতো আহমেদ বলেছেন: ভালো লিখেছেন। ছিলুম গেলুম ভাষা টা নজর কাড়ছে। কিছু টাইপো আছে। খেয়াল করবেন। ++

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঋেতা আহমেদ :)

ধন্যবাদ নজরে আনায়। কৃতজ্ঞতা অসীম।

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১১| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



জীবনটাই আসলে ঘুড়ির মতো । কখনও আকাশকে ছুঁতে চায় , কখনও গোত্তা খেয়ে পড়ে । নাটাইটা যদি যদি জীবনের হেতে থাকতো !!!!
নাটাইটা যে রয়েছে নিয়তি নামের এক মহাকালের খামখেয়ালী হাতে ! তাইতো কবি বিলাপ করেছেন এই বলে ---
খেলিছো এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে ,
........................
........................
শুন্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙিছো গড়িছো নিতি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে ......................

মোটামুটি লেগেছে । বক্তব্যে ধারাবাহিকতা মনে হয় ঘুড়ির মতোই লাট খেয়ে গেছে । আরও মনযোগ দিতে পারতেন , বিশেষ করে শব্দ বাছাইয়ে ।
শুভেচ্ছান্তে ।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাঠকেশ্বর কাব্য ভবন্তু ;)
আপনার দারুন মন্তব্য যে কোন লেখকের জন্য আশীর্বাদ।
অনেক অনেক ধন্যবাদ

হুম সেই অসীম সন্ধানে তাই নির্ভয় হবারই আরাধনার ভাবনা।
নিজেকেই নিজে শানিত করার প্রত্যয়।

মতামত শিরোধার্য করে নিলাম :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

১২| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,


দুঃখিত । "যদি" শব্দটি দুবার এসেছে আর "হাত" টি পিছলে গিয়ে "হেতে" হয়ে গেছে ।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কি-বোর্ডে যদি দুষ্টুমি করে কি আর করবেন ;) হা হা হা

ইটস ওকে। শুভেচ্ছা আবােরা

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬

সোহানী বলেছেন: বিশ্বাস করেন মাত্রই এরকম কিছু চিন্তা করছিলাম..... আর ছবিটা অসাধারন। তাই লিখা+ছবিতে ++++

৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও !

কি দারুন ব্যাপার :)

মহাকালের দারুন একটা এভারেজ স্কেচ দাড়িয়ে যায় মাঝে মাঝে-
যেখানে অনেকের ভাবনা, চেহারা, স্বপ্ন, ভাবনা দারুন রকম মিলে যায়! অনুভব করি কেবলই।

একটু ন্যানো বা দশমিক ভিন্নতায় কত মিলিয়ন বিলিয়ন ভিন্নতা। সৃষ্টির কি অপার গুঞ্জরণ :)

প্লাসে মুগ্ধ এবং কৃতজ্ঞ
শুভকামনা অফুরান

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৬

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল....

৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উম্মে সায়মা :)


কৃতজ্ঞতা আর শুভকামনা অশেষ :)

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

ধ্রুবক আলো বলেছেন: দারুন, খুব সুন্দর হয়েছে কবিতা +++

৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

মন্তব্য আর প্লােন অনুপ্রাণীত :)

শুভেচ্ছা শুভকামনা অন্তহীন।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

জেন রসি বলেছেন: ঘুড়ি আছে। নাটাই আছে। উড়ার ইচ্ছাও আছে। তবে মানুষের সাথে মানুষ ঘুড়ি কাটাকাটি খেলা খেলে। এই খেলা মানুষ আর প্রকৃতিও খেলে একে অপরের সাথে।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই খেলা মানুষ আর প্রকৃতিও খেলে একে অপরের সাথে। ..

দারুন ধরেছেন ;)

আগম-নিগমে সাঁইজি কত ইশারা দিয়ে গেলেন! বুঝলো ক'জনা!
:)

শুভেচ্ছা অন্তহীন

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

যূথচ্যুত বলেছেন: অনুভবের কবিতা। চিন্তার খোরাক।


শুন্যতাতো বস্তুর অস্তিত্বকেই বোঝার আভরন

আহ! কতদিন পর কোন বাংলা লেখায় কাউকে আভরণ শব্দটা ব্যবহার করতে দেখলাম। 8-|
ইয়ে, লেটেস্ট বানান কি 'আভরন'?

০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

ভাবনাকে ছুঁতে পেরেছে জেনে প্রীত বোধ করছি।

'আভরণ' শব্দের অর্থ কি? ক. অলংকার খ.আচ্ছাদন গ.রমনীয় ঘ.অনবরত
এরকমইতো ছিল জানি। অবশ্য বাংলা একাডেমি থাকতে ভরসা কোথায় ;) ???

অনেক অনেক শুভকামনা :)

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: বাহ কমু না বেশ কমু বুঝবার পারতেছিনা ভৃগুদা!!:)


ধুর!:)

দুইটাই একসাথে কইয়া গেলাম!!!;)


++

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যক কনফিউশনে ডাবল প্রাপ্তি ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া।
ডাবল অনুভব আর ডাবল প্লাসে ধন্যবাদ ও কৃতজ্ঞতা

শুভকামনা অফুরান

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

জাহিদ অনিক বলেছেন: ছবিটা অনেক ভাবাচ্ছে !

পালতোলা নৌকা ঘুড্ডির মত উড়ে যাচ্ছে, নাটাই ধরে অর্ধেক পানিতে নিমজ্জিত চেয়ারে বসে আছে সাদা কাপড়ের মেয়ে !

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাব্যের ভাবার্থ মিলিয়ে খুঁজতে খুঁজতেই মিলে গেল ছবিটা। :)
ব্যাস লাগিয়ে দিলুম।

আপনার ভাবনায় ছবি নির্বাচন নিয়ে তৃপ্তি বোধ করতেই পারি;) নাকি বলেন :)

অনেক অনকে ধণ্যবাদ ভ্রাতা

শুভকামনা অনন্ত

২১| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: "অসীমের সন্ধানে যে পথ চলা,
তাতে থাকতে নেই লংঘনের ডর"
- কবিতার সমাপ্তিটা সুন্দর হয়েছে। + +
নাটাই চেনার ভাবনাটা ভাল লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ দা সিনিয়র :)

শেকড় সন্ধানে জন্ম থেকে জ্বলছি :)
ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা । শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.