নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

শিশুতোষ মনস্তত্ব: বিজ্ঞানবাক্স, কিছু ভাবনা

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

"প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চয়তায় চাই সুষ্ঠূ শিক্ষাব্যবস্থা"। আমাদের সামহোয়ার ইনের এ বছরের প্রতিপাদ্য- সময়ের বাস্তবতাকেই যেন প্রতিফলিত করেছে। শিক্ষা ব্যবস্থার ঢালাও ক্রমাবনতি, মানহীন পাসের হার বৃদ্ধি এবং এই প্রজন্মের ভবিষ্যত নিয়ে শংকিত সকল সুধিজন। মুখস্ত বিদ্যার বদলে সৃজনশলিতার প্রকৃত বিকাশে জ্ঞান শুধু পুথিগত বিদ্যায় নেই। চাই আনন্দময় শেখার মাধ্যম। অথচ চলমান সময়ে স্কুল, কোচিং আর একগাদা বইয়ের ভীরে শিশুর মেধা যেন ক্রমশ চাপা পড়ে যাচ্ছে।
শহুরে শিশুরা আছে আরো ব্যাপক মাত্রার কষ্টে! না আছে খোলা মাঠ! না আছে প্রকৃতির পাঠশালা! না বিদ্যায়তনগুলোর যুগোপযোগী শিক্ষা!ফ্লাট, স্কুল, কোচিং এর আটপৌড়ে ঘেরাটোপে বন্দী জীবন, জীবনবোধ। সৃজনশীলতা যেন জানালা দিয়ে দেখা একটুকরো অধরা খোলা আকাশ!


এমন ক্রান্তিকালে আবার আশার আলোও দেখতে পাই ভিন্ন দৃষ্টিতে। একটা প্রজন্ম প্রচন্ড রকম বিজ্ঞানুরাগী এবং প্রকৃত জ্ঞানানুসন্ধানী।একদল শিশুকে দেখেছি অনলাইনে ভিডিও দেখে দেখে আপনমনেই তারা “অরিগামী” চর্চা করে চলেছে। কাগজ দিয়ে গড়ে তুলছে মনের আনন্দে নানা শিল্পকর্ম। তাদের ক্ষুদ্র সাহস আর সামর্থে তারা এগিয়ে চলছে নিরন্তর। তাদের শুধু পরিচর্যার প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যথেষ্ট সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী বিষয় হলেও তাদের মানসিকতাকে উপযুক্ত করে গড়ে তোলার এখনই সময়। শিশুকালে যে শিক্ষা লাভ করে তার ছায়া, প্রভাব সারাজীবন রয়ে যায়। তাই শৈশবেই যদি প্রকৃত জিগিষা জাগিয়ে তোলা যায় তারাই হবে ভবিষ্যতের জ্ঞানের কান্ডারী।


শিশুরা অনুকরণ প্রিয়। শিশুরা প্রচন্ড কৌতুহলী। তাদের চারপাশ থেকেই তারা তাদের জ্ঞান তৃষ্ণা নিবারনের চেষ্টা করে। তাই তাদের জন্য চাই সেইরকম অনুকুল পরিবেশ। যাতে তারা সত্য, সঠিক এবং প্রকৃত জ্ঞানন্বষনের সুযোগ পায়। তৃষ্ণার্ত এইরকমই এক কিশোরের অনুরোধে অনলাইনে খুঁজতে লাগলাম আনন্দময় বিজ্ঞান শেখার কোন আয়োজন আছে কিনা?
গুগল সন্ধান দিল বিজ্ঞান বক্সের। রকমারী, ফেসবুক, ইউটিউব মিলে অনুসন্ধানের পর মনে হল এক সোনালী ভবিষ্যত যেন দেখতে পেলাম বিজ্ঞান বক্সে। দারুন ইনোভেটিভ শিশুতোষ আয়োজনে শিশুদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার এক গুপ্ত খনির সন্ধান পেলাম যেন। খেলতে খেলতে বিজ্ঞানের চেতনা নিয়ে বেড়ে ওঠার এক দারুন শুভারম্ভ। ক্লিকের পর ক্লিক! যেন নিজেই শিশু হয়ে গেছি! সত্যি মনে হল এ যেন শিশু-কিশোরদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলার এক পরশপাথর! দারুন কৌতুহলে খুঁজে পেলাম এ পর্যন্ত মোট ৫টি অন্যরকম বিজ্ঞান বাক্স বের হয়েছে। যেন জ্ঞানের পাঁচ মহাজগত!

এতে রয়েছে এমন কিছু দারুণ যন্ত্রপাতি এবং ভিডিও টিউটোরিয়াল, যা ব্যবহার করে শিশুরা নিজেদেরকে ভাবতে পারবে ক্ষুদে বিজ্ঞানী, অনুভব করতে পারবে বিজ্ঞানের সৌন্দর্য। বিজ্ঞানবক্স ব্যবহারের ভিডিও দেখতে দেখতে মনে হয়- আহ যদি আমাদের সময় এমন পেতাম!


কি কি করা যায় এই বিজ্ঞান বাক্স দিয়ে ? আরো ক্লিক, আরো ক্লিক! যে ৫টি বক্স আছে তাতে ইনোভেটিভ বিজ্ঞান চর্চায় যে বিষয়গুলো খূঁজে পেলাম যা নিয়ে প্রাথমিক আয়োজন সাজানো হয়েছে তা হলো, আলোর ঝলক, তড়িৎ তান্ডব আর চুম্বকের চমক, রসায়ন রহস্য, অদ্ভুত মাপজোখ। আলোর ঝলকে পেরিস্কোপ দিয়ে দৃষ্টিসীমার বাইরের জিনিস দেখা, ফানি চশমার মাধ্যমে নতুন আলো দেখার নতুন উপায়! ঘরের ভেতর বা ছাদে রঙধনু তৈরী করা, ইত্যাদি দারুন মজার সব পরীক্ষা! ছবি দিয়ে খূব সহজেই বোঝানোর চেষ্টাও ভাল লাগল!
তড়িৎ তাণ্ডবে ফল-সব্জি দিয়ে ব্যাটারি বানানো, তাপ দিয়ে আলো জ্বালানো, ম্যাজিক মোটর প্রভৃতি। এমনই চমৎকার সব এক্সপেরিমেন্ট নিয়েই তৈরি বিজ্ঞানবাক্সের এক্সপেরিমেন্ট বক্সগুলো। ব্লগে কেউ যদি বাচ্চাদের জন্য এটি কিনে ব্যবহার করে থাকেন-তারা এ বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা শেয়ার করলে সকলেই জানতে পারব।

শিশুদের মন কাদামাটির মতো। এই সময়ে সে যা শিখবে সেটাই ভবিষ্যতে তার চিন্তার স্ট্রাকচার হয়ে রবে। একটি বিজ্ঞানমনস্ক এবং কৌতুহলী প্রজন্ম গড়তে অন্যরকম বিজ্ঞানবাক্স অগ্রণী ভূমিকা পালন করবে বলেই দৃঢ় ভাবে মনে হল।এছাড়াও শিশু কিশোরদের আনন্দময় বিজ্ঞান শেখার কোন অনলাইন অফলাইন মাধ্যম কারো জানা থাকলে জানানোর অনুরোধ রইল

ভাবছি সামনে কারো জন্মদিনের দাওয়াত পেলে উপহার হিসেবে অন্যরকম বিজ্ঞানবাক্সই গিফট দেব। যাতে আনন্দের সাথে থাকবে জ্ঞানের উৎস।আশা করি সবচে সুন্দর বিস্ময়কর হাসিটা আমার জন্যেই তোলা থাকবে।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০

محمد فسيح الاسلام বলেছেন:

كم هي التكلفة؟
(বিজ্ঞানবাক্সটি'র মূল্য কত?)

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আরবী নামের ভাই ;)

নীচে হাসান ভাইয়ের মন্তব্যে দেখুন :)

শুভেচ্ছা সতত

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

হাসান মাহবুব বলেছেন: আরবী নামের ভাই, ৫টি বিজ্ঞানবাক্স আছে।
চুম্বকের চমক ৯৭১ টাকা
রসায়ন রহস্য ৮৭১ টাকা
তড়িৎ তাণ্ডব ৮২১ টাকা
অদ্ভুত মাপজোখ ৭৯০ টাকা
এবং আলোর ঝলক ৬৫২ টাকা।
আমার কাছে ৫টিই আছে। আপনি যার জন্যে নিতে চাচ্ছেন, তার বয়স কত?

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হামা ভাই :)
ওয়াও! আপনি দেখি এ বিষয়ে ওস্তাদ! :P

আমিতো হালকা পাতলা কিছূ তথ্য পেয়েছি! আপনার কষ্ট না হলে বিস্তারিত জানাতে পারেন!
আমারতো বটেই অন্য আগ্রহীদেরও কাজে আসতে পারে!

আচ্ছা ! এটার কি বয়স সীমা আছে? বড় আগ্রহীরা কি হতাশ হবে?


শুভেচ্ছা অফুরান


৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

তারেক_মাহমুদ বলেছেন: শিশুদের জন্য দারুণ জিনিষ মনে হচ্ছে

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আমারো তাই মনে হল।
বাচ্চাদের হাল দেখলে ভয় লাগে মাঝে মাঝে! তারা কিভাবে ট্যাকল করবে।!

কাল একজন বলছিল- তার বাচ্চাকে নিয়ে সিলেট গেছে ঘূরতে। ধানক্ষেত দেখে তার ৮ ষ্ট্যান্ডার্ড পড়ুয়া মেয়ে বলছে - এটা ধান ঘাস!
পাশের ভদ্রলোক নাকি ফোনে কথা বলা বন্ধ করে যা করে তাকিয়ে ছিল- অনেক ক্ষন!

এই বাস্তবতায় বেড়ে উঠছে একটা বিশাল জেনারেশন! ভাবতে পারেন????

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সালমান এখনো এগুলো নিয়ে খেলার মতো বড়ো হয়নি।
সুন্দর পোস্ট।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
সালমানের জন্য শুভকামনা!

বড় হইলে জন্মদিনের পাওনা রইল :)

অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

محمد فسيح الاسلام বলেছেন: با تشکر از شما، آقای برگی و آقای مهباب .... آیا شما یک وب سایت رسمی از جایی که می توانم آدرس تماس شما را دریافت کنم، دارم؟ ..... آیا شما از امکانات تحویل خانه استفاده می کنید؟

(Thank you, Mr. Bhrigu and Mr. Mahbub....Do you have any official website from where I could get your contact address?.....Do you have home delivery facility?)

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি ৬ নং মন্তব্যে আপনার উত্তর পেয়ে গেছেন?

শুভেচ্ছা

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

হাসান মাহবুব বলেছেন: জ্বী আপনি এই লিংক থেকে সরাসরি অর্ডার করতে পারবেন। হোম ডেলিভারিও পাবেন। আর যেকোন জিজ্ঞাসায় ০১৮৪৭১০৩১০২ নাম্বারে কল করুন।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই :)

আশাকরি আগ্রহিদের কাজে লাগবে

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯

আবু মুছা আল আজাদ বলেছেন: চুম্বকের চমক ৯৭১ টাকা
রসায়ন রহস্য ৮৭১ টাকা
তড়িৎ তাণ্ডব ৮২১ টাকা
অদ্ভুত মাপজোখ ৭৯০ টাকা
এবং আলোর ঝলক ৬৫২ টা বইগুলো কি ফ্রি পিডিএফ ভার্সন পাওয়া যাবে?

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হামা ভাই ওস্তাদ এই বিষয়ের :)
আশা করি আপনার মাধ্যমে আমরাও জানতে পারব :)

হামা ভায়ার দৃষ্টি আকর্ষন করছি - -

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
স্টিকি করা যেতে পারে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা রইল

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩০

আমি চির-দুরন্ত বলেছেন: হামা ভাই ওস্তাদ এই বিষয়ের। ভালোই। ভৃগু স্যার কে ধন্যবাদ দেশের সবথেকে বিপজ্জনক অধপতন নিয়ে আলোচনা করার জন্য।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
একজন শিশু মানে একটা ভবিষ্যত প্রজন্ম! একের পর এক প্রশ্ন ফাস, ৫ম চশ্রেনীর ছাত্র যখন অনলাইনে প্রশ্ন খোজে তখন প্রচন্ড শংকিত হই!
৮ম শ্রেনির ছাত্র-ছাত্রি যখন ফেসবুকে ফাস হয়ার প্রশ্নের অপেক্ষায় রাত জেগে থাকে -আতংকিত হই
সৃজনশিলতার নামে যে লেজে গোবরে করা হল- মাঝখান থেকে ৫-৭টা জেনেরেশন এক অসিম শুন্যতায় পড়ে গেল!

জিপিএ ৫ সঙ্খ্যায় বাড়ল বটে -জ্ঞানের মান কমে গেল!

আপনাকেও ধন্যবাদ স্যার, অনুভব করায়।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮

শকুন দৃিষ্ট বলেছেন: একটা জাতিকে পরিকল্পনা করে ধ্বংস করার কাজে যদি ষ্ক্র‌াচ থেকে কোন প্রোগ্রাম হাতে নেয়া হয় তাহলে প্রথম যে জায়গাটায় আঘাত আসে তা হল সেই জাতির শিশুদের উপর আঘাত। আপনার লেখায় ঠিক সেই পয়েন্টগুলোই উঠে এসেছে। ধন্যবাদ ব্রো! এমন সুন্দর উপস্থাপনার জন্য। এই লেখায় দ্বিমত করার মত কোন শব্দ খুঁজে পেলাম না।

এই পোস্টটি স্টিকি হওয়ার দাবী রাখে!

ওয়েলডান ভৃগুভাই! ++++++

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

কৃতজ্ঞতা অন্তহীন।

শুভেচ্ছা অফুরান :)

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৭

সুমন কর বলেছেন: হা_মা ভাইয়ের কাছ থেকেই এ বিষয়ে প্রথম শুনেছিলাম এবং একটা ভিডিও দেখেছিলাম। আপনার লেখাটি দারুণ হয়েছে।
বিজ্ঞানবাক্স বাচ্চাদের জন্য চমৎকার একটি উপহার।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

হামা ভাই অনেক ভাল জানেন। এবং সত্যি আমিও উনার কাছ থেকেই প্রচন্ড আগ্রাহন্বিত হয়েছি।
সকলের ভাললাগায় এগিয়ে যাক জাতি এক স্বপ্ন প্রজন্মের পথে :)

শুভেচ্ছা সুমন দা’

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৬

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ বিগু।

মুখস্থ বিদ্যার রোবটিক যুগে এ একটি দারুন আলোর দিশারী। অাশা করি সব বাবা মায়েরা একটু হলেও এদিকে তাকাবে, একটু সন্তানদের সত্যিকারের শিক্ষামুখী হবে।

হামা ভাইয়ের একটি নিজস্ব লিখা হলে ভালো হয়। অনেকের কৈাতুহল এর উত্তর পেয়ে যাবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ভাল বলেছেন।
সবার আগে অভিভাবকদের স্বপ্ন বদলাতে হবে। অিন্ধ প্রতিযোগীতার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু চাকুরে তৈরী নয়। শুধূ কেরানী তৈরী নয়, নেকটািই বাঁধা ক্রীতদাসের স্বপ্ন ভুলে প্রকৃত শিক্ষায় সন্তানকে শিক্ষিত করার চেতনা লালন করতে হবে।

হুম, নিশ্চয়ই হামা ভাই আরো বিস্তারিত লিখবেন, আশা করছি।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

শায়মা বলেছেন: চুম্বকের চমক ৯৭১ টাকা


সবচেয়ে সবচেয়ে মজার! আমার ছোটবেলাতেও চুম্বক ছিলো এক আশ্চর্য্য রহস্য!


আমার স্কুলেই আমি প্রথম এই বিজ্ঞান বাক্সের কথা জেনেছিলাম তারপর হামার কাছে।

অনেক অনেক ভালো লাগা ভাইয়া!

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আহা চুম্বকের সেই যাদুতে কি বিস্ময়ের ঘোর ছিল শৈশবে!
কাগজের উপরে লোহার কনা! নীচে চুম্বক নড়লে চড়লে কাগজের উপরের কনা গুলোর নৃত্য :)

হুম। হামা ভাইকে ধন্যবাদ ! নেটে ঘেটে যা পেয়েছি তারচে বেশি জানলাম উনার কাছ থেকে!

কিশোর কিশোরীদের জ্হানের উন্ষেম হোক প্রকৃত সৃজনশীলতায় :)


রেমো যে চুম্বকের স্থান নিয়ে নিল- তাতে তো পুরা জাতি চিন্তিত ;) :P
হা হা হা
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

শায়মা বলেছেন: হা হা রিমো তো নিজেই একজন চুম্বক!!!! :)

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো দেখছি!

সেইরাম চুম্বক ;) একেবারে বিয়েও সেরে ফেলল!!

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩

জাহিদ অনিক বলেছেন:


অন্যরকম বিজ্ঞানবাক্সের ব্যাপারে শুনেছি খুব;
দেখি নাই।

পোষ্টএর চিন্তা চেতনা ভাবনা ভালো লাগলো কবি।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ অনিক ভায়া :)

হুম আমিও সেই আগ্রহ থেকেই প্রাপ্ত অভিজ্ঞতা সম-সাময়িক বাস্তবতার প্রেক্ষাপটে তুলে ধরার চেষ্টা করলাম!

আমাদের গতানুগতিক শিক্ষানীতি- আবার তা নিয়ে তুঘলকি কান্ড, কয়েকটা জেনারেশন রীতিমত ক্রাশড!
সৃজনশীলতার নামে তাদের এক অন্ধকারে ফেলা হয়েছে। না হয়েছে মূখস্ত! না প্রকৃত সৃজনশীলতার বিকাশ!
এ থেকে মুক্তি পেতে যেমন চাই সরকারী সিদ্ধান্ত, তারচে বেশি চাই আমাদের অভিভাবকদের পরিবর্তন!
গৎবাঁধা ক্লার্ক বানানোর যে চেতনায় অন্ধ হয়ে যেভাবে শিশুদের চাপ দেন -তা থেকে মুক্তি!

বিজ্ঞানমনস্ক প্রকৃত সুস্থ সামাজিক চেতনার বিকাশই পারবে এ পরিবর্তন আনতে!

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

আনু মোল্লাহ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই।

আমার ঘরে যেসব বাচ্চাকাচ্চা আছে তাদের বয়স যথাক্রমে; ১৪, ১৩, ৯, ৬, ৫ এবং ১.৫০। তাদের কার জন্য কোনটা প্রযোজ্য?

শুভেচ্ছা নিন।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

১.৫ দেখে মজা পেলাম :)

আপনি এক সেট নিলেই মনে হয় সমস্যার সমাধান ;) কারণ সদস্য ৫! ১.৫ শুধু দর্শক :P
হাহাহা

আর বিস্তারিত জানতে ৬ নং মন্তব্যে ঘরের নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত পাবেন!

এক বিজ্ঞানময় প্রজন্মের প্রতি অগ্রিম অভিনন্দন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.