নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

নদী ও নারী: কবির ভাবনা থেকে আইনের বাস্তবতায়

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২

ও নদীরে,
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ - -

কিংবা
এই পদ্মা, এই মেঘনা, এই হাজারো নদীর অববাহিকায়.
এখানে রমণীগুলো নদীর মতন. নদীও নারীর মত কথা কয়.
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে,.
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোঁটে। আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।

নদী আর নারী। কত কাব্য, কত কথা, কত শিল্প সাহিত্য, চিত্রশিল্প এ নিয়ে। কবিদের কল্পনায় সমার্থকতায় পুর্ণ স্বত্তার অস্তিত্ব নিয়ে চলেছে নদী আর নারী।


আবার কখনো নদীকে উদ্দেশ্য করে ঝড়েছে কবির আক্ষেপ :

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন?
নৈতিকতার স্খলন দেখেও –
মানবতার পতন দেখেও-
নির্লজ্জ অলস ভাবে বইছ কেন?

কবিদের কল্পনা ছেড়ে নদী এবার আইনত ব্যক্তি স্বত্তা হিসেবে স্বীকৃিত পেল। (কবিরা বাহবা নিতেই পারে? নাকি বলেন?)
গতকাল হাইেকাের্টর এক যুগান্তকারী রায়ে নদ-নদীকে স্বতন্ত্র ব্যক্তি স্বত্তা হিসেবে রায় ঘোষিত হল। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার নির্দেশনা ও প্রতিরোধমূলক ব্যবস্থাসহ সিদ্ধান্ত জানিয়ে রায় ঘোষণা শেষ করেন। তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা করে জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ-নদী-খালের আইনগত অভিভাবক ঘোষণা করছেন হাইকোর্ট। দেশের সব নদ-নদী-খাল-জলাশয় ও সমুদ্র সৈকতের সুরক্ষা এবং তার বহুমুখী উন্নয়নে জাতীয় নদী রক্ষা কমিশন বাধ্য থাকবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত


ছবি: তুরাগ
বিশ্বে অবশ্য এর আগেই আরো তিনটি নদ-নদীকে জীবন্ত স্বত্ত্বা হিসেবে ঘোষনা করা হয়েছে। যারা হলো নিউজিল্যােন্ডর ওয়াংনুই, ভারতে গঙ্গা ও যমুনা। এবার সাথে যুক্ত হলো বাংলাদেশের তুরাগ।


ছবি: নিউজিল্যােন্ডর ওয়াংনুই

The Uttarakhand High Court has declared the Ganga and Yamuna rivers as "living entities".
The landmark judgment that came on Monday is the first of its kind in India- and second in the world- and this is what it essentially means.
The rivers, two of the most sacred in India, will now have the same legal rights as a human being.

প্রকৃতির জন্য আইনি অধিকার কি কি?
আইনগত অধিকারগুলি মানবাধিকারের মতো নয়, এবং তাই "আইনী ব্যক্তি" অপরিহার্যভাবে একজন মানুষ হতে হবে এমন নয়। উদাহরণস্বরূপ কর্পোরেশনগুলির কথা বলা যায়। আইনের পরিভাষায় সংস্থাগুলি তার পরিচালকদের এবং শেয়ারহোল্ডারদের থেকে পৃথক
স্বত্ত্বা হিসাবে আচরণ করার জন্য আইন পরিভাষায় "আইনী ব্যক্তি" হিসাবে বিবেচিত হয়।

ছবি: গঙ্গা

প্রকৃতি আইনি অধিকার প্রদান মানে আইনটি "প্রকৃতি" একটি আইনী ব্যক্তি হিসাবে দেখতে পারে, এইভাবে সেগুলি তৈরি করতে পারে যা পরে প্রয়োগ করা যেতে পারে। আইনগত অধিকার (যা প্রায়শই মামলা করতে এবং মামলা করার ক্ষমতা হিসাবে বিবেচিত হয়) ধারণা নিয়ে আইনি অধিকারগুলি ফোকাস করে, যা "প্রকৃতি "কে তার অধিকারের সুরক্ষার জন্য আদালতে যেতে সক্ষম করে। আইনী ব্যক্তিত্বের মধ্যে প্রবেশাধিকার এবং চুক্তি প্রবর্তন, এবং সম্পত্তির অধিকার রাখার অধিকার অন্তর্ভুক্ত রয়েছে।

ছবি: যমুনা

নদী মাতৃক বাংলাদেশ এক সময় বাংলাদেশের পরিচিতর ব্রান্ড লাইন ছিল। রচনা লিখতে গেলেই অবধারিত ভাবে এসে যেত লাইনগুলো। কিন্তু আজ সীমান্তের ওপারে বাঁধা, নিজেদের নদীগুলোর উপর যথেচ্ছাচার, নদীর সমন্বিত সংরক্ষন ও ব্যবহারের অভাব, উন্নয়নের সাথে নদী সুরক্ষার ব্যবস্থার যথাযথ প্রয়োগ না হওয়া ইত্যাদি সব মিলিয়ে নদীও ক্রমশ: হয়ে যাচ্ছে দর্শনীয় বস্তু। বুড়িগঙ্গার দু:খের কথা সকলেই অবহিত। যতই দিন যাচ্ছে এর সাথে ক্রমশ যুক্ত হচ্ছে আরো আরো নদীর নাম। দখলদারদের দৌরাত্ব, নদী ভরাট, সীমাহীন বালু উত্তোলন, কল-কারাখানার দুষন, ট্যানারী শিল্প সহ অন্যান্য সকল রাসায়নিক বর্জ্যের ভাগারে পরিণত করা হয়েছে/হচ্ছে নদীকে।


ছবি: মৃতপ্রায় বুড়িগঙ্গা

হুমিকর মূখে : তুরাগ

এই যুগান্তকারী রায়ের ফলে নদীর এই দুর্দশা কিছুটা লাঘব হবে বলেই আশা করা যায় । এবং সময় থাকতে এখনই আরো কঠোর উদ্যোগের মাধ্যমে নদীকে তার স্বকীয় স্বত্তায় বাঁচিয়ে রাখতে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। আদালতের রায়ের প্রতি সকলেই শ্রদ্ধাশীল থাকবেন আশা করি। একজন মানুষকে মারলে তার ক্ষতি করলে যেমন তার বিচারিক ভয় থাকে, এখন থেকে নদীও তার আওতাভুক্ত হলো। নদী বাঁচলে মানুষ বাঁচবে। দেশ বাঁচবে।

সব শেষে নদী নিয়ে একটি গানের লিংক :
ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে - হেমন্ত মুখার্জি



কৃতজ্ঞতা: অন্তর্জাল
ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আগে হাজিরা দিই । পরে পড়াশোনা করে আবার আসছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আহ দাদা, সূখে মন ভরিয়ে দিলেন :)

অপেক্ষায় রইলাম ঋদ্ধ মন্তব্যের

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই ,

নদী ও নারী নিয়ে ভালো অনুভূতি ব্যক্ত করেছেন। যুগে যুগে কবি সাহিত্যিকরা নদীকে মানবিক সত্তা হিসেবে কবি তাদের লেখনীতে তুলে ধরেছেন। ঠিকই তো আজ নারীরা সমাজে যতটা লাঞ্চিত, নদীগুলিরও সেই অবস্থা। একটা নদী প্রতিনিয়ত বেআব্রু হচ্ছে সমাজ পতিদের হাতে । আমরা নীরব দর্শক হয়ে মাথা পেতে তার বেআব্রু দশা প্রত্যক্ষ করছি। আমরা এতই পরিবেশ সচেতন যে আজ বিভিন্ন রাজ্য বা দেশের আইন-আদালতকে পরিবেশ রক্ষকের ভূমিকা নিতে হচ্ছে ।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।


০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা' :)

হুম।
অসহায় নারীর মতো আজ অসহায় নদীর পাশে আদালত তার আ্নি ক্ষমতা নিয়ে দাড়াল।
নদীও স্বতন্ত্র স্বত্তা হিসেবে মর্যাদা পেল।
এবার যদি নদীর দু:খ কিছু ঘুঁচে!

ভারতে উত্তর খণ্ড হাইকোর্ট ২০১৭ সালে গঙ্গা যমুনাকে রক্ষায় এমন যুগান্কারী সিদ্ধান্ত নিয়েছিল। নিউজিল্যান্ড ও তেমনি।
সারা বিশ্বে নদী তার জল দিয়ে সভ্যতাকে বাঁচিয়ে রাখছে। অথচ অকৃতজ্ঞ আত্মঘাতি মানুষেরাই তাদের দূষিত করছে!
দু:খজনক। মানুষের সচেতনতা বাড়ুক- নিজের কল্যানেই।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

হাবিব বলেছেন: পড়াশোনা করছি, বিস্তারিত পরে আসছি ভৃগু দা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: উক্কে হাবিব স্যার :)

অপেক্ষায় রইলাম!

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

করুণাধারা বলেছেন: চমৎকার পোস্ট! যেমন ছবির সংযোজন, তেমনি লেখা!

আমিও নদী ভালোবাসি, নদীর মৃত্যুতে আমিও দুঃখ পাই। তাই এই খবর জেনে ভালো লাগলো, যদিও তেমন আশ্বস্ত হতে পারছিনা। যারা নদী খাবার জন্য মুখিয়ে আছে, তারা এত সহজে ক্ষ্যান্ত হবে বলে আমার মনে হয় না।

পোস্টে +++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

হুম। ভয়তো রয়েই যায়!
তবু একটা মাইলফলক রায়। অন্তত আশার পিদিমের আলোটা একটু উস্কে দিল বৈকি!

এখন আমাদের বাকী অন্য সকল স্বত্তার মতো, ব্যক্তির মতো নদীর জন্যেও বলবার, লড়বার, কাঁদবার, বাঁচাবার আইনি শক্ত ভিত্তি হলো।

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, এমন একটি যুগান্তকারী রায় প্রদানের জন্য আমি শ্রদ্ধেয় বিচারপতিদ্বয়কে অন্তর থেকে শ্রদ্ধা ও সাধুবাদ জানাচ্ছি।
অতঃপর, রায়ের পর অনতিবিলম্বে এত সুন্দর করে সাজিয়ে এ পোস্টটি উপস্থাপন করার জন্য আপনাকেও।
গত ৩০শে জানুয়ারী যখন টিভি স্ক্রলে খবরটি দেখছিলাম, তখনই খুশীতে মনটা ভরে গিয়েছিল।
নদী ও নারীর মত কথা কয় - আমার বুকের সাথে লেগে থাকা একটি গানের কলি।
তবে, দিনশেষে এ রায় কতটা সফলভাবে কার্যকর হবে, তা নিয়ে করুণাধারা এর মত আমারও যথেষ্ট সন্দেহ আছে।
সবচেয়ে উপরের ছবিটা মারাত্মক সুন্দর।
পোস্টে ভাল লাগা + +

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র :)

দারুন মন্তব্যে আপ্লুত।
রায়টা পড়ার পরই আমার মাথায়ও এ গানটাই এসেছিল। তা থেকেই এই পোষ্ট ভাবনা।

হুম। সংশয় রয়েই যায় সব অসম্ভবের আমাদের সোনার বাংলাদেশে। তারপরও আশাই ভরসা জীবন পথে
তাই ভাল, শুভ আশাতেই বুক বাঁধি :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

হাবিব বলেছেন: দারুন পোস্টের জন্য অভিনন্দন প্রিয় ভৃগু দা। নদী না থাকলে যেমন আমাদের প্রাকৃতিক পরিবেশ ঠিক থাকতো না, তেমনি নদী আর কাশফুল ছাড়া সাহিত্যও জমে উঠতো না। নদী নারী মিলেমিশে যেখানে সাহিত্য সমৃদ্ধ সেখানে নদীর প্রতি আমাদের অবহেলা দু:খজনক। যেখানে নদীর ধারে মানুষ বুক ভরে নি:শ্বাস নিতে যাবার কথা সেখানে এখন যেতে হলে নাকে রুমাল দেয়া ছাড়া উপায় নেই। তুরাগকে দেখলে তো এতোটাই কষ্ট লাগে কি বলবো! অন্যান্য নদীরও একই অবস্থা। আমাদের টাঙ্গাইলের প্রধান নদী লৌহজং এখন মরা খাল। আমার দাদা বলতো, আগে এই লৌহজং নদী দিয়েই টাঙ্গাইলের চমচম আসতো ঢাকা শহরে। কলকাতা থেকেও নাকি পণ্যবাহী জাহাজ এসে চমচম নিয়ে যেত। এখনকার মতো অবস্থা হলে মনে হয়না টাঙ্গাইলের পোড়াপাড়ির চমচমের এতো সুনাম ছড়াতো। কারণ সেই সময় নদীই ছিল পোড়াবাড়ির সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম।

আলহামদুলিল্লাহ, আদালতের এমন যুগান্তকারী ঘোষণার বাস্তবায়ন হবে এমনটাই আশা করছি। আপনার জন্য আবারও শুভেচ্ছা রইলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাবীব স্যার :)

হুম।
৫৪টা অভিন্ন নদীতে উজানে বাঁধ প্রতিটি নদীকেই কার্যত মেরে ফেলেছে। তার উপর গোদের উপর বিষ ফোঁড়া হল আমাদের নধী অব্যবস্থাপনা। রাজনৈতিক দুবৃত্তায়ন, নদী দখল সহ যাবতীয় আত্মঘাতি কর্ম।

পোড়াবাড়ির চমচমের সাথৈও নদীর সম্পৃক্ততার বাস্ব ইতিহাসে কেবলই দু:খ পাওয়া ছাড়া কি কিছূ করার নেই।
সমুদ্র সীমা জয় করেছি। নদীর অধীকার কি জয় করা যায় না?
৫০ বছর পর কি হবে? ভাবা যায়?

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

আরোহী আশা বলেছেন: সুন্দর কবিতা ও কথামালা++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আরোহী আশা :)

প্লাসে ধন্যবাদ
শুভেচ্ছা অন্তহীন

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: এই পদ্মা, এই মেঘনা, এই হাজারো নদীর অববাহিকায়। এখানে রমণীগুলো নদীর মতন। নদী ও রমণীগুলো শুধু কথা কয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই পদ্মা, এই মেঘনা,
এই হাজারো নদীর অববাহিকায়।
এখানে রমণীগুলো নদীর মতন।
নদী ও নারীর মতো কথা কয়।

এই অবারিত সবুজের প্রান্ত ছূঁয়ে
নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে
যেন হৃদয়ের ভালবাসা হৃদয়ে ফোটে - - - -

:)

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দরম পোষ্ট।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীন নুর ভায়া :)

:)

ধন্যবাদ আর শুভেচ্ছা অফুরান

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

পার্থ তালুকদার বলেছেন: দারুণ পোস্ট।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২২

সোহানী বলেছেন: এটলিস্ট একটা বড় উদ্যোগ। সবার মতো আমিও হয়তো সন্দেহ পোষন করি তারপরও আশা যে মৃত এ নদীগুলো আবারো জেগে উঠবে, আবারো আমরা মাথা উচুঁ করে নদীমাতৃক দেশ বলে নিজেকে ঘোষনা দিবো।

ভালোলাগলো বিগু সমসাময়িক পোস্ট এবং প্রিয় খায়রুল ভাই এর সাথে আমি ও বলি ছবিগুলো সত্যিই সুন্দর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
হতাশার সমুদ্রে জাহাজেও ভ্রম হয়! আবার খড়কুটোতে্ও আশা মেলে!
এইতো জীবন!
আশা নিরাশার মাঝে নূন্যতম চেষ্টায় খড়কুটো ভেবেই এগিয়ে যাই!
সে আশায় - মৃত এ নদীগুলো আবারো জেগে উঠবে, আবারো আমরা মাথা উচুঁ করে নদীমাতৃক দেশ বলে নিজেকে ঘোষনা দিবো।

অনেক অনেক ধণ্যবাদ আর কৃতজ্ঞতা।
শুভেচ্ছা অন্তহীন

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

সাইন বোর্ড বলেছেন: খুব ভাল খবর, নদীকে রক্ষা জরুরী হয়ে পড়েছে; যদিও যারা পুরো দেশটাকেই গিলে খেতে বসেছে, তাদের কাছে নদীকে খাওয়া কোন ব্যাপার না ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্দের মাঝেও যে টুকু ভাল তারেই না হয় আজলা পেতে লই ;)

আমাদের গণ শিক্ষা এবং জ্ঞান যতক্ষন নূন্যতম আত্মমর্যাদার স্তরে না পৌছাবে- আমরা পুতুল হয়েই রবো! ইচছায়, অনিচ্ছায় বা অজ্ঞতায়!
জ্ঞানই পারে সে জাগরণ আনতে।
আবার পূজিবাজ, সামাজ্যবাদ আর ক্ষমতা চায় কারণিক জ্ঞান সম্পন্নতা! আলোর নামে আলোকিত আঁধারের খেলা!
স্রেফ নিজে এবং নিজেই একমাত্র বাঁচতে পারে প্রকৃত জ্ঞানানুসন্ধানের মাধ্যমে, আত্ম জাগরনের জ্ঞানের মাধ্যমে নিজেকে, দেশকে প্রকৃতিকে বাঁচাতে।

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

ডঃ এম এ আলী বলেছেন: খুবই সময়োপযোগী ছন্দময় গণমুখী কবিতা ।
নদীর সাথে নর নারী প্রকৃতি ও পরিবেশ সকলেরই রয়েছে নারীর টান
সকল প্রাণীকুলের জীবন বোধ ও বেঁচে থাকার আবশ্যিক অবলম্বন ।
কবিতায় বিনম্র শ্রদ্ধা রইল ।
এখানে উল্লেখ্য যে প্রায় বছর খানেক আগে সামুতে আমার ব্লগে
নিউজিল্যান্ডের হয়াংগানুই নদীর জীবন্ত মানুষের সমান আইনগত অধিকার প্রাপ্তি : বাংলাদেশ প্রসঙ্গসহ একটি সচিত্র বিবরণ শীর্ষক একটি পোষ্ট দিয়েছিলাম ।

অনেক বিষযের উপরে সচিত্র আলোচনার পরে উপসংহারে বলেছিলাম
নদী বিপন্ন হলে মানুষের জীবন কি করে স্বচ্ছন্দ হয়? হয়না বলেই দেশের কোটি কোটি মানুষ আজ দিশেহারা । বাংলাদেশের ভবিষ্যত এখন ভয়াবহ আশঙ্কায় ঘেরা । যারা নদীর লাশ খেয়ে ফুলে ফেঁপে উঠে তাদের উপর ভরসা করার উপাই নেই । অথচ এই নদী বাংলাদেশের মানুষের বর্তমান ও ভবিষ্যতের অবলম্বন । চোখের সামনে খুন হচ্ছে নদী । চোখ বন্ধ করে থাকলেই জীবন বাঁচবেনা । এগুলি কেবল নদী নয় , আমাদের সবার , দেশ ও মানুষের প্রাণ । আজ এ দেশের বিপন্ন নদীগুলিও বলছে আমাদেরও জীবন আছে , আমরাও বাঁচতে চাই , আমরা বাঁচলে তোমরা বাঁচবে, না হলে কারো বাঁচার উপায় নাই । নদী ও মানুষের একাত্ব হওয়ার এখনই সময় । প্রয়োজন নিউজিলান্ডের মত নদীকে জীবন্ত মানুষের মত অধিকার প্রদানের জন্য ব্যপক গনসচেনতা , গনসম্পৃক্ততা ও প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তোলা ।

গতকালের সংবাদ পত্র সমুহে হাইকোর্ট কতৃক ঢাকার তুরাগ নদকে ‘জীবন্ত সত্তা’ ঘোষনার সংবাদটি দেখে খুবই অন্দোলিত হলাম । ভাবলাম কষ্ট করে এ বিষয়ে সামুতে কিছু লিখতে পেরে ধন্য হলাম , আমার মনোবাসনার প্রথম কামনাটি বাস্তবায়ীত হয়েছে । সামুর মত বহুল প্রচারিত গনমাধ্যমে প্রকাশিত আমার লেখাটির কোন আবেদন কতৃপক্ষের গোচরীভুত হয়েছে কিনা জানা নেই , তবে এই অর্জনের জন্য সামু কিছুটা কৃতিত্বতো দাবী করতেই পারে !! যাহোক তুরাগকে জীবন্ত সত্তার স্থায়ী আইনি রুপ দান সহ তা বাস্তবায়নের উপযুক্ত পন্থা নিয়ে একটি পোষ্ট দিব বলে ভাবছি , হয়ত কাজে লেগে গেলেও যেতে পারে ।
তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোর্টের দেয়া রায় সহজে বাস্তবায়ন হয়না বিশেষ করে বাস্তব অবকাঠামো সংক্রান্ত বিষয়ে । যার বাস্তব প্রমান হাতির ঝিলে বিজিএমই ভবন ভাঙ্গার বিষয়ে কোর্টের রায় বাস্তবায়নে কায়েমী স্বার্থবাদীদের নজীরবিহীন দীর্ঘসুত্রীতা । যাহোক শুধু কোর্টের রায় হলে চলবেনা একে আইন করে স্থায়ী বাস্তবতা দিতে হবে , এর অভিবাকদের থাকতে হবে সততা , নির্ভিকতা ও জাতির প্রতি দায়বদ্ধতা । আর এর জন্য চাই গনমুখী সচেতনতা ও যে কোন অন্যায়ের বিপক্ষে যে কোন মূল্যে প্রতিবাদী আন্দোলন ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ প্রিয় ডঃ এম এ আলী :)
তাইতো বলি ভায়া আমার পোষ্টকে কবিতা বলছেন কেন?
১৪ নং মন্তব্যে বুঝলাম ;)

আপনার দারুন পোষ্টে চিহ্ণ রেখৈ এলাম। কিভঅবে মিস করেছিলাম!!!! তাই ভাবি! সরি ফর মিসিং !

আপনার আবেদন আজ বাস্তব রুপ লাভ করেছে। ভাবতেই ভাল লাগছে। বেটার লেট দেন নেভার!
এভাবেই বাংলাদেশ এগিয়ে যাক সময়ের পায়ে পা রেখে! গণতন্ত্রের কথা উহ্য রেখেই কামনা !

হুম। বাস্তবায়নে যেন কাগুজে বাঘ না হয়ে থাকে সেটাই বিচার্য! বাস্তবিক স্বত্তার অধিকার যেন ভোগ করতে পারে!
যার এক আবশ্যিক অংগ হল তার পানি প্রবাহ!
আমরা সমুদ্র সীমা জয় করতে পারলে- নদীর পানির হিস্যা নিশ্চিত করতে কি পারিনা?
জীবন্ত স্বত্তার এ তো মৌলিক দাবী!

৫৪টি অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্যা আদায় হোক আমাদের পরবর্তী পদক্ষেপ।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

ডঃ এম এ আলী বলেছেন: নেট ওয়ারে সমস্যা দেখা দেয়ায় এটি পাঠ ও মন্তব্য লেখাকালে পোষ্টে দেয়া ছবিগুলি দেখা যাচ্ছিল না । এখন দেখা যাচ্ছে । ছবিগুলি ও সাথের বিবরন সুন্দর হয়েছে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

:)

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০

নীল আকাশ বলেছেন: প্রিয় ভাই, পোস্টটা দেখেছি। সময় নিয়ে ভালো করে পড়ে মন্তব্য করব। আপনার সব পোস্ট আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। অনেক কিছু শেখা যায়।
ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভায়া :)

জেনে আপ্লুত হলাম। এত মনোযোগ দিয়ে এ অধমের লেখা কেউ পাঠ করে।
কৃতজ্ঞতা আবারো।
পাঠান্ত মন্তব্যের অপেক্ষায় রইলাম

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

বলেছেন: নদীমাতৃক দেশে নদীকে বাঁচানো দরকার।

দারুণ বিশ্লেষণ লেখাটি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই রায় অনুসারেই এখন নদীর প্রাণ জল প্রবাহ নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব!

পানির ন্যয্য প্রবাহ জীবন্ত নদী স্বত্তার প্রথম ও প্রধান দাবী।

অনেক অনেক ধন্যবাদ ভায়া:)
শুভেচ্ছা অন্তহীন

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০

চিত্রাভ বলেছেন: পৃথিবীতে "বাড়ী আমার ভাঙ্গন ধরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে ........" । আবার আকাশগঙ্গা -- মহাকাশের এই নদীতে আছি সকলে -- পরম সত্তার যত্নে আদরে ।
আপনাকে কৃতজ্ঞতা জানাই-- ভালো থাকুন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

দারুন বাক্যাবলীতে মুগ্ধতা

অনেক অনেক ধন্যবাদ চিত্রাভ :)
শুভেচ্ছা অন্তহীন

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

মনিরা সুলতানা বলেছেন: তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা করে জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ-নদী-খালের আইনগত অভিভাবক ঘোষণা করছেন হাইকোর্ট।

নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ! ব্লগে ডাঃ এম এ আলী ভাইয়ের পোস্ট পড়েছিলাম নিউজিল্যান্ড আর ভারতের নদীর জীবন্ত সত্তা ঘোষণার খবর। উনার লেখায় বাংলাদেশের নদী' র জীবন্ত সত্তা করার আবেদন ছিল। আলী ভাইয়ের জন্য শুভেচ্ছা!

আমাদের বিচারপতিদ্বয় এর জন্য শ্রদ্ধা আর আপনাকে ধন্যবাদ চমৎকার গোছানো লেখার জন্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরাপু :)

ড: এম এ আলী ভাইয়ের জন্য শুভেচ্ছা
সত্যিই সময়ের প্রয়োজনে উনার আহবান ছিল সময়োপযোগী।

আন্তরিক কৃতজ্ঞতা আর শুভকামনা রইল

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




নিঃসন্দেহে রায়টি যুগান্তকরী। কিন্তু.... একটা কিন্তু থেকেই যাচ্ছে, শেষতক নদী রক্ষা কমিশন কি আদৌ নদীগুলিকে রক্ষা করতে পারবে ক্ষমতাধারী হাড়-হাভাতেগুলোর দাপুটে মুখ থেকে?
তবুও আশায় বুক বেঁধে রাখা ছাড়া নিরুপায় জনগণের আর করার কি-ই বা আছে!

লেখাটির জন্যে আপনাপর অনেক পূণ্য জমা হলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস ভায়া :)

হুম। শংসয়তো রয়েই যায়। তবুও শুভারম্ভে ধন্যবাদ।
যে দেশে মানুষের মৌলিক অধিকারই ভুলন্ঠিত সেখানে শংকা অতি স্বাভাবিক।
সেইই-- আশাই শেষ ভরসা!!

তা ভায়া পূন্যে স্বগ্গ টগ্গ মিলবে তো ;) হা হা হা (ফান)

অন্তহীন কৃতজ্ঞতা আর শুভকামনা আন্তরিক মূল্যায়নে

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




"লেখাটির জন্যে আপনাপর অনেক পূণ্য জমা হলো।"
কারেকশান ---- লেখাটির জন্যে আপনার অনেক পুণ্য জমা হলো

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। টাইপো সংশোধনিতে ধন্যবাদ। বুঝতে পেরেছি - স্বগ্গের টিকিট দিয়েছেন! :P

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

শিবলী আখঞ্জী বলেছেন: নদীমাতৃক দেশে নদী মরে যাচ্ছে,নদী লুটপাটের শিকার হচ্ছে ব্যপারটি খুবই দুঃখজনক।মৃতপ্রায় নদী গুলোর ছবি দেখে মনের ভিতরটায় চিলিক মাইরা উঠলো

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ভয়াবহ মরণ দশায় শুকনো কালে, আবার বর্ষায় পাড় ভাঙ্গা জলাধিক্য!
নিয়ন্ত্রনহীন ব্যার্থ পানিনীতি নদীকমিশনের কথাই মনে করায়
এক্ষনে যেহেতু নদ-নদীও জীবন্দ স্বত্তা, তাদের প্রাণ বাঁচানোর দায়ও বেড়ে গেল!
জল প্রবাহ নিশ্চিত করাও সরকারের দায় বটে।

নদী গুলো ফিরে পাক তাদের প্রাণোচ্ছলতা ! প্রকৃতি হেসে উটুক আপনা ভাষায়

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা

২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০

নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
নদী ও নারী নিয়ে চমৎকার অনুভূতি তুলে ধরেছেন। যুগে যুগে কবি সাহিত্যিকরা নদীকে মানবিক সত্তা হিসেবে তাদের লেখায় তুলে ধরেছেন। সময়ের আবর্তনে আজ নারীরা যেমন সমাজে যতটা লাঞ্চিত, নদীগুলিরও অবস্থা তার চেয়ে করুন। আমার বাড়ি উত্তরবংগে। নদী পার না হলে নিজের গ্রামে তো যেতেই পারতাম না। পদ্মার অবস্থা দেখলে চোখে পানি চলে আসে.........

নিউজিল্যান্ড এবং ভারতের এই যুগান্কারী সিদ্ধান্ত শুনেছিলাম আর আজ শুনলাম বাংলাদেশে। চমৎকার আইডিয়া।

আমিও সবার মতো বুক ভরে আশা করতে চাই যে মৃত এ নদীগুলো আবারো জেগে উঠবে, আবারো আমরা মাথা উচুঁ করে নদীমাতৃক দেশ বলে নিজেকে ঘোষনা দিবো।

তবে আমি মনেপ্রাণে বিশ্বাষ করি, সরকার যদি চায়, সবই সম্ভব। কারন নদীকে নিয়ে যত অপকর্ম হয় সবই করে সরকারী দলের লোকজন।

প্রথম ছবিটা খুব ভালো লেগেছে। আমি এসে এটাই অনেকক্ষন দেখেছি। গানগুলিও খুব ভালো সিলেকশন ছিন। বিশেষ করে ভূপেন হাজারিকার গানটা ।

আমাদের বিচারপতিদ্বয় এর জন্য বিনম্র শ্রদ্ধা আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে গুছিয়ে লেখার জন্য।
ধন্যবাদ এবং আপনার জন্য শুভ কামনা রইল!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল আকাশ ভায়া :)

কাল রাতে এত দারুন একটা প্রতিমন্তব্য লিখেছিলাম! প্রকাশ করুন দেয়ার সাথে সাথে পুরো পেইজ গায়েব!!
মনটা পুরোই খারাপ হয়ে গেল!
তাই দেরীতে উত্তর!

হুম উত্তর বঙ্গ আর পদ্মা পারের মানুষেরা বুঝতে পারে বাস্তবতা।
এপারের নদীগুলো খাঁখা মরু, ওপারে জল থৈথৈ! নদী নিয়ে একটা পোষ্টে লিখেছিলাম, ছবি সহ!
ফারাক্কার ওপারে প্রানবন্ত নদী , এপারে মৃতপ্রায়!

৫৪টি অভীন্ন নদীতে একতরফা বাঁধ দিয়ে ভারতে আগ্রাসী পানি নীতিতে বাংলার ৫৪টি নদী আজ বিপন্ন!
হাইকোর্টের এই রায়ের ফলে সরকারেরই দায় বেড়ে গেল!
জীবন্ত এই স্বত্তার পূর্ন মোলিক অধিকার- হল স্বাভাবিক জল প্রবাহ! তা নিশ্চিত করতে আইনত এখন বাধ্য সরকার।

আশা করি সমুদ্র জয়ের মতো, নদী জয় করে তারা নদী অধিকার প্রতিষ্ঠা করবে।
নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে! আমরা বাঁচব!

অনেক অনেক ধন্যবাদ আবারো।
শুভকামনা অন্তহীন।



২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ++
শুভকামনা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ নীলপরি

প্লাসে কৃতজ্ঞতা।
শুভেচ্ছা অফুরান

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪

সৌরভ সাফওয়ান বলেছেন: ❤

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
:)

শুভেচ্ছা অন্তহীন

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নদীর বিবর্ণ রূপ দেখে কষ্ট হয়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

দেরীতে উত্তর দেয়ায় দু:খিত! গত চারদিন লগইনই করতে পারছিলাম না।
পোষ্টও দিতে পারিনি!
একুশের পোষ্টও না :((

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: যুগান্তকারী রায়ের জন্য বিচারপতিদ্বয়কে এবং সেই সাথে পোষ্ট দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক দা :)

চারদিন পর আজ নরমালি লগহইন করতে পারলাম!
অনেক কিছুই মিস হয়েছে!
শুক্রবার মেলায় থাকলে দেখা হবার আশা রইল :)

শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.