নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সহজিয়া গীত

১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া
ইহদিনাস সিরাতাল, মুস্তাকিম-বলিয়া
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া ।।

সহজে কি সই হয় এ মন
মন ভরা র’লে পাপ গোপন (২)
সব ছেড়ে করো দুধ সাদা মন, সরলতা দিয়া
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া ।।

তোমার বিশ্বাস তোমার আশ্বাস
চালায়, নাকে দড়ি দিয়া (২)
কি পাইলা আর কিবা পাইবা–দেখো হিসাব করিয়া।।
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া ।।

ধন-জনে যায় সারা জীবন
দম ফুরালে কেউ নয় আপন (২)
তোমার আচার, তোমার কর্ম যবে সাথে নিয়া
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া ।।

চুরাশির ফেরে ও মন পইড়নারে আর
কি যাতনা বুঝলে কাঁদবে হয়ে জারেজার (২)
দাও প্রভু মুক্তি দা্ও আমায় ক্ষমা করিয়া
মনটা করো সহজ ও মন - ডাকে সহজিয়া ।




ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




সম্ভবত একটা গীত লিখলেন। তবে সহজিয়া ভাবেই বলি- এই গীতখানা গাইবে কে? এই গীতখানা গাইবে কে? (২)

১৭ ই জুন, ২০১৯ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

গীতিয় রিপিটেশন মন্তব্যে মজা পেলাম :)

যার পছন্দ হবে। ভাবে, বাউলিয়ানায়, অন্তসন্ধানী কেউ!!

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় আহমেদ জিএস ভায়া :)
+++++++++

২| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:২২

হাবিব বলেছেন:
দম ফুরালে নিজের আমল সঙ্গী হবে
এইটুকু আর বুঝলো বলো কে কবে!

১৭ ই জুন, ২০১৯ রাত ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
মোহা মায়ার পর্দােতই যে আচ্ছন্ন থাকে চেতনা!

আবার যখন ইন্দ্রিয় শিথিল হয়ে আসে।
শুন্যতা গ্রাস করে চারিপাশ-- তখন বড়ই ব্যাকুল হয়ে খোঁজে

ধন্যবাদ ভায়া:)

শুভেচ্ছা

৩| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা অনবদ্য!
সহজিয়া গীত কবিতায় মুগ্ধতা।

" মনটা করো সহজ ও মন -ডাকে সহজিয়া।"

শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

১৭ ই জুন, ২০১৯ রাত ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় ভায়ার আহা তো আমার ভরিয়ে দিল মন :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

৪| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:৫২

শায়মা বলেছেন: ভাইয়া সুর দিয়ে দাও। আমিই গেয়ে ফেলি ...... :)

১৭ ই জুন, ২০১৯ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

দাড়াও চিমটি কেটে নিই ;)
ইশশশ হ্যা ব্যাথা লেগেছ :) হুশেই আছি :)

অনেক অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
খুশিতে মন পাখি, ভাবে তোমারে যে কই রাখি। ;)

মাথায় রাখিবনা উঁকুনে খাবে
জমিনে রাখিবনা পিপড়া খাবে
রাখনু তোমায় বুকের মাঝে
যতন করিয়া :) হা হা হা

আচ্ছা।
লেখার সময়ের সহজাত সুরটুকুতো রয়েছেই। তোমার যদি প্রিয় কোন সুরকার থাকে
যারা ফোক এবং আধুনিকতা মিক্সড করে কাজ করে দেখাতে পারো সময় সুযোগ পেলে।
আমিও দেখছি।
আবারো অনেক অনেক কৃতজ্ঞতা।

৫| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: অপূর্ব।

১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাজিব নুর ভায়া

শুভেচ্ছা অন্তহীন

৬| ১৭ ই জুন, ২০১৯ রাত ১০:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: গীতিময় কবিতায় চমক লাগা রেখে গেলাম।

১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
আপনার চমক লাগা আমার অনুপ্রাণ হয়ে রইল :)

শুভেচ্ছা অফুরান ভায়া

৭| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:০০

বলেছেন: এ গীতখানা গাইবে কে!!!!
গাইবে আমজনতা আর পাড়ার লোকে।।।
হে হে হে
গাইবে আবালবৃদ্ধবনিতা সবে।।।

সহজিয়া গীতি পূর্বকথনঃ কে জানে হায় কে জানে।।।
অদ্ভুত সুন্দর দাদা হে !!!



ভালোলাগা রইল।।।

১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

গীতিময় মন্তব্যে মুগ্ধতা :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা ভায়া

৮| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:২০

করুণাধারা বলেছেন: সহজিয়া গীত। ভালো হয়েছে।

+++++++

১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনুপ্রানীত হলাম প্রিয় করুনাধরা!
এত্তগুলো প্লাসে অনেক অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা রইল অফুরান

৯| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:২৮

নতুন নকিব বলেছেন:



সহজিয়া সুন্দর হয়েছে।

১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধনবাদ ভায়া :)

ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে অনুভবের সহজ চেষ্টা
অন্তহীন শুভকামনা আর শুভেচ্ছা রইল

১০| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৮ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ 'কাফাছ' আপা ;)

অনুপ্রাণীত হলাম।
অন্তহীন শুভেচ্ছা রইল

১১| ১৮ ই জুন, ২০১৯ রাত ৯:২১

জুন বলেছেন: সহজীয়া গীত ভালোলাগাই উচিত ভৃগু :)
এখন গান শোনার অপেক্ষায় ।
+

১৮ ই জুন, ২০১৯ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঔচিত্যবোধে কৃতজ্ঞ জুনাপু :)

সে হবে সবচে আনন্দের ক্ষন :)

শুভেচ্ছা অন্তহীন

১২| ১৯ শে জুন, ২০১৯ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: "ইহদিনাস সিরাতাল মুস্তাকিম- বলিয়া,
মনটা করো সহজ ও মন -ডাকে সহজিয়া।"
- চমৎকার! এ সহজিয়া ডাকে সাড়া দিতে পারলে তো জীবনটাই সফল!

১৯ শে জুন, ২০১৯ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র পাঞ্চ লাইনটা কোট করায় :)

হুম। ইহকাল এবং পরকাল সকল কালেই সফলতা সেই সহজিয়া অনুভবে জীবন চলালে!
কৃতজ্ঞতা অন্তহীন আর অশেষ শুভ কামনা রইল

১৩| ১৯ শে জুন, ২০১৯ রাত ৯:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আহা জীবনটা যদি আবার ২৮ বছর বয়ষ থেকে শুরু করতে পারতাম !!!

১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এ যে অনন্ত দীর্ঘশ্বাস
কেবলই বয়ে যায়
ফেরার পথ নেই তবু স্বপ্নের মরিচিকা
আশায় স্বপ্ন দেখায় - - -

এ জনমে না হোক আরজনমে আবার আটাশ আসবে কিন্তু ;) তখন কাজে লাগাইয়েন B-)

১৪| ১৯ শে জুন, ২০১৯ রাত ১০:৪৫

সুমন কর বলেছেন: আজকাল সবার মন তো, কঠিন আর ভেজাল !! সহজ কোথায় পাবেন !! ভালো লিখেছেন।

২০ শে জুন, ২০১৯ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম দাদা

কিয় ভয়ংকর রকম বস্তুবাদীতা কোমল মন আর তারচে সুকোমল স্বপ্নগুলোকে মেরে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে!!!
দু:খজনক! অথচ দিন শেষে জীবন শেষে বস্তু গুলো পড়ে উপহাস করছে তাকেই . . .

অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরনা দেয়ায় :)

শুভেচ্ছা অন্তহীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.