নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন সংহিতা - দুই দুয়ারী

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

প্রচন্ড চীৎকারের সাথে ঘুমটা ভেঙ্গে গেল অন্তুর। সারা গা ঘামে ভিজে জবজবে। মাথার উপরে পূর্ন গতিতে ঘুরছে বৈদুতিন পাখা! তবু ঘেমে নেয়ে এক সা’।

বেশ ক’ মাস হলো ঘটনাগুলো ঘটছে। সে যেন আর নিজের মাঝে নিজে থাকে না। বিশেষ করে ঘুমিয়ে পড়লে। স্বপ্নের সিকুয়াল হয় কিনা জানা নেই। তবে তার জীবনে যেন তাই ঘটছে। আগের রাতে দেখা স্বপ্নের শেষে থেকেই পরের রাতে স্বপ্ন শুরু হয়।
প্রথম প্রথম বেশ মজা লাগছিল। কিন্তু যত দিন যাচ্ছে কেমন যেন এক অদৃশ জগতে ক্রমশ জড়িয়ে যাচ্ছে মনে হলো। তাই এখন এড়াতে চায়। কিন্তু পারে না। এই যেমন গতকালই প্রায় হন্তদন্ত হয়ে দৌড়ে এলো আমার রুমে। বসতে বলেই আগে এক গ্লাস ঠান্ডা পানি দিলাম। ধীরে সুস্থে খেয়ে নে। পরে শুনছি। অন্তু এক নি:শ্বাসে ঢক ঢক করে খেয়ে নিল জল । নিরবে চেয়ে রইলাম। খানিকটা সুস্থির হয়েই বলা শুরু করলো -


একটা নৌকা। অনেক উঁচু। নীচে তাকালে ভয় করে এতটা গভীর। অথচ নদী বা সাগর যাই হোক সুগভীর তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। নৌকাটার কিনার থেকে ভয় পেয়ে সরে আসি । তখনই এক অদ্ভুত দর্শন জীবের সাথে দেখা। কেমন বিভৎস! এটাই কি শয়তান! ইন্দ্রিয়গুলো আপনাতেই সতর্ক হয়ে ওঠে। গায়ের রোম গুলো কাটা দিয়ে ওঠে।

ঠিক তখনই ঝাপিয়ে পড়ে শয়তানটা।

এ এক অসম অদ্ভুত যুদ্ধ। কোত্থেকে যেন হাতে একটা তরবারী চলে আসে। প্রাণপণে লড়ে যাই। কিন্তু শয়তানটা ভারী অদ্ভুত ক্ষমতাধর। মাথা কেটে ফেললে আবার মাথা তুলে লাগিয়ে নেয়। ঠিক হয়ে যায়! দম আটকে আসা অসম লড়াই চলছে।

নৌকোটার কিনারে একবার বাগে পেয়ে গেলাম। শরীরের সমস্ত শক্তি এক করে দিলাম কোপ। পুরো দেহটা দ্বি-খন্ডিত হয়ে নীচে পড়ছে। যাক বাবা! বাঁচা গেল ভেবে স্বস্তির নি:শ্বাস ফেলার আগেই দেখি নৌকার কিনারে শুন্যে দাড়িয়ে ভাসমান শয়তান, বিটকেলে হাসি হাসছে!
হঠাৎ একটা আলোর ঝলকানিতে যেন সব অদ্ভুত ভাবে বদলে গেল! চেতনার জগতে বিস্ময়কর আলোড়নের সাথে সাথে অবাক হয়ে দেখি নিজের দেহের ভেতরে নিজের হাত ঢুকে যাচ্ছে! একদম পেটের গভীরে গিয়ে নিজের নাভিমূলটা যেন ছিড়ে নিয়ে আসতে চাইছে।

অদ্ভুত ভয় আর আতংক মনে। কিন্তু সবচে অবাক বিষয় পুরো ঘটনায় কোন ব্যাথার অনুভব নেই । এক সময় নিজেই চোখ বড় বড় করে তাকিয়ে দেখি আমার হাতেই ঝুলছে আমার নাভিমূল! নৌকার কিনারায় পাটাতনে শোয়াতেই শয়তানের চেহারা বিস্ময়কর ভাবে বদলে যেতে লাগলো।

আমি কি করতে যাচ্ছি সে যেন বুঝে ফেলেছে। তার চেহারায় আতংক। যেন শক্তিহীন আকুলতা চোখে। না না । তুমি এটা করো না।

ঠিক তখনই গায়ে যেন অসুরের বল এলো। চকচকে ধারালো তরবারীটা একহাতে তুলে ধরে এক কোপে কেটে দিলাম নাভিমূল! সংগে সংগে ঘটলো অবাক ঘটনা। শয়তান নীচে পড়ছে তো পড়ছেই ! পড়তে পড়তে পড়তে... একদম অতলে যেন হারিয়ে গেল!

সারা দেহ আবার আগের অবস্থায় ফিরে এলো। আহ! কি প্রশান্তি- অনুভবের সাথে সাথে দু’চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কল কল শব্দে জোয়ারের জলে ভরে উঠছে শুকনো সাগর! পলকে থই থই জলে ভাসতে লাগলো নৌকা!

প্রশান্তির শীতল এক মৃদু মন্দ বাতাস জুড়িয়ে দিলো গা। পালে সেই হালকা বাতাস লাগতেই গতি বাড়ছে তরতর করে। এক অদ্ভুত জগতে ঢুকে যাচ্ছি। দুই দিকেই যেন দুয়ার খোলা। মহাবিশ্বের বহুমাত্রিকতার বহু দুয়ারের সারি যেন।
দুই দুয়ারীর মাঝ দিয়ে বয়ে চলছে -দেহের এ নৌকা খানি।


(স্বপ্ন সংহিতা - ছোট গল্প সিরিজ । প্রতি পর্বে ভিন্ন ভিন্ন ছোট গল্প থাকবে।
স্বপ্নের কথকতা। স্বপ্ন। ভাবনা। সব মিলিয়ে চলবে সিরিজ যদি পাঠক পছন্দ করেন।)

ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ৬২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বোঝার চেষ্টা করছি স্বপ্নটা।
সিরিজ চলুক। ভালো লাগছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

:)

অনুপ্রানীত হলাম।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

সাদা মনের মানুষ বলেছেন: অদ্ভুত গল্প লেখেছেন বিদ্রোহী, এমন গল্প সব সময় আমি এক নিঃশ্বাসে পড়ে ফেলি। আপনার লেখা এমন গল্প কখনো পড়েছি বলে মনে পড়ে না। সাথেই আছি, চালিয়ে যান..........

আমি সাধারণত খুব ভোরে ঘুম থেকে উঠি, কিন্তু কোন দিন যদি আলসেমি করে শুয়ে থাকি তখনই আমার স্বপ্ন দেখা শুরু হয়। মাঝখানে কোন কারণে ঘুম ভাঙ্গলে আবার ঘুমিয়ে বাকী স্বপ্নটা দেখি। আমি খুবই মজা পাই। শুধু স্বপ্ন দেখার জন্য অনেক সময় সকালে আমি শুয়ে থাকি, বলতে পারেন স্বপ্ন দেখার নেশা আছে আমার।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ সাদা মনের মানুষ ভায়া যে...
অনেকদিন পর পেলাম
ব্লগ ডেতে মিস করেছি অনেক

আপনার মন্তব্য অনুপ্রাণ হয়ে রইল :) অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা্

হা হা হা। হুম মাঝে সাঝে আমিও থাকি। কখনো সিকুয়াল পূর্ন হয় কখনো হয় না ;)

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন স্বপ্ন তামীম দেখে হাহাহাহ । যেখানে শেষ হয় পরেরদিন সেখান থেকেই দেখে। অনেক সময় ঘুম ভাঙ্গালে রাগ হয়। বলে মা আমার এত সুন্দর স্বপ্ন ভেঙ্গে দিলে। আমি বাকি স্বপ্নটা দেখতে চাই।

সুন্দর

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মামু ভাগনের তবে মিল অনেক বলতে হয় ;)

অনেক অনেক ধন্যবাদ। স্বপ্নের স্বপ্ন বা ভাবনার স্বপ্ন কিংবা স্বপ্নের ভাবনা কত কিছুইতো হতে পারে।
:)

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

নীল আকাশ বলেছেন: পরা বাস্তব নিয়ে কাহিনী।
অনেক স্বপ্নই কিন্তু বাস্তব জীবনের চেতনার অংশ যার গভীর কোন অর্থ থাকে।
এখানে কি অন্তু নিজের অসুরকে বধ করার চেষ্টা করেছে?

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল আকাশ ভায়া

ব্লগ ডেতে অল্প সময় হলেও কথা বলে ভাল লেগেছে :)

হুম। অর্থতো অবশ্যই থাকে। অন্তু বিজয়ী হয় অসুর বধে -খুলে যায় ভিন্নমাত্রার জ্ঞনের দুয়ার।

অনেক অনেক শুভকামনা রইল।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

নীল আকাশ বলেছেন: লেখাটা অন্য রকম, চালিয়ে যান। যতটুকু পারি পড়ে যাবো।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুন:মন্তব্যে পু:ন উৎসাতে অনুপ্রানীত হলাম।

ধন্যবাদ অন্তহীন

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

শের শায়রী বলেছেন: মার্কোজের কিছু গল্প আছে এই টাইপের। পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম। পরাবাস্তব গল্পের চমৎকার নিদর্শন। ছবি গুলোও দিয়েছেন সেভাবে। জ্ঞানের অন্য দুয়ার খুলে যাওয়া ভাবনাগুলোকে ভিন্ন মাত্রায় নিয়ে যায় এই টাইপের লেখা।

পাঠে মুগ্ধতা ভ্রাতা।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজ্ঞ ভায়ার বিজ্ঞ মন্তব্যে আপ্লুত।

ব্লগ ডেতেই সারথী ভায়ার সাথে আড্ডার অনুপ্রেরণায় লেখার তাগিদটা পুন চাগা দিল ;)
পরাবাস্তব ভাবনাগুলোকে সহজিয়া উপস্থাপনার চেষ্টায় আপনাদের অনুপ্রেরণা- প্রাণে সাহস যোগাল
সুরিয়ালিজমের ছবি গুলো আমাকে সত্যি অন্য জগতে নিয়ে যায়।

আপনার প্রাণবন্ত অনুপ্রেরণামূলক মন্তব্য পাথেয় হয়ে রইল।
অফুরন্ত ধন্যবাদ আর কৃতজ্ঞতা ভায়া

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মীম ভাইয়া আমিও আজব আজব স্বপ্ন দেখতাম আগে
ইদানিং স্বপ্ন দেখি না কেরে কে জানে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বলেন?

আপনার স্বপ্নগুলো সব কবিতায় চলে যায় তো ;) তাই মনে হয় আর ঘুমঘোরে তাদের খুঁজে পান না।
হা হা হা

কিছু স্বপ্ন রেখে দিয়েন, কবিতারে সব না দিয়ে :)
দেখবেন আবারো স্বপ্নেরা ইতিউতি উঁকি দেবে স্বপ্নের বাসরে :)

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লিখেছেন কবি বিদ্রোহী ভৃগু ।

আপনার খোলাচুল ভুলা যায় । কত ঘন কালো মেঘবরণ দীঘল চুল। :P

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভায়া সে এক কান্ড বটে ;)
লিলিয়ান আপুও পোষ্ট দিয়েছেন সেই ছবি দিয়ে :)



৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: আপনি যে এরকম গল্প লিখতে পারেন তা আজই প্রথম জানলাম।
সহজ সরল ভাষায় গল্প সুন্দর লিখেছেন।
গল্প লেখায় আপনি পাশ করেছেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনার আন্তরিক মন্তব্যে ভাল লাগা একরাশ

হুম গল্প থেকে দূের থাকি বলে অনেক সাহিত্যিক প্রিয় সিনিয়রদের বকা খাই প্রায়ই।
বলেন কবিতা লেখ, গল্পটা ছেড়োনা!

ব্লগ ডেতে সারথী ভায়ার অনুপ্রেরণাও শ্রদ্ধার সাথে স্মরনীয়।
দেখি আপনারা পাশ করিয়েছেন যখন- লিখা চালীয়ে যেতে চাই :)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

আমি তিতুমীর বলছি বলেছেন:


নিজের ভিতরের শয়তান টাকে হত্যা করতে পারলেই তবে সুন্দর স্বপ্নময় পৃথিবী সম্মুখে এসে দাঁড়াবে। নিজে অন্ধকার বয়ে বেড়িয়ে সুন্দর পৃথবী আসা করা বোকামী তাই সবার আগে নিজের ভিতরের অসুন্দর গল্পগুলো হত্যা করতে হবে।

টুকরো গল্পটি চমৎকার একটি বার্তা দিয়ে গেল।

লিখতে থাকুন, আশারাখি সবাইকে সাথে পাবেন।
ভালবাসা অবিরাম....................

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশতো নির্যাসটুকু বলে গেলেন অল্প কথায় :)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

হুম। আপনাদের ভালবাসা লেখার শক্তি হয়ে উঠছে।
শুকরিয়া

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮

রূপম রিজওয়ান বলেছেন: অনবদ্য !!!!!!!!!
হ্যাটস অফ!
দুর্দান্ত একটা সিরিজ হবে। পাঠক হিসেবে খাতায় নাম লিখিয়ে রেখে গেলাম।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
টুপি খোলা কৃতজ্ঞতা

অনুপ্রাণে জোয়ার দিলেন :)

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন: গা ছম ছম করা গল্প !!! রাতে পড়লে ভয় লাগবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি!

তাহলে দিনেই পইড়েন ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
কৃতজ্ঞতা অফুরান।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি স্বপনকে যেখানে ইচ্ছা থামিয়ে দিতে পারি। মানে অবস্থা ভয়াবহ দেখলে আমি ইচ্ছাকৃত জেগে যেতে পারি। =p~
স্বপ্ন সিরিজ চলুক ।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

খুব ভাল। ভয় পেলেই জেগে উঠবেন:) কেউ আর ভয় দেখাতে পারবেনা :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


ইমোশানেল মন নিয়ে কয়েকটি বাক্য রচনা করেছেন; কি লিখেছেন, নিশ্চয় এতক্ষণে ভুলে গেছেন; আসলে, ভেতরে কিছু নেই, বাক্য রচনা মাত্র।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভুলে যাবার উপায় নাই। ব্লগে যে প্রকাশিত হয়ে গেছে ;)

অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় ব্যায় করে বাক্যরচনা পাঠ করেছেন ;)

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৫

এমজেডএফ বলেছেন: "স্বপ্ন সংহিতা - দুই দুয়ারী" নাম দেখে প্রথমে কবিতা মনে করেছিলাম :( ! পড়ে বুঝলাম এটা গল্প। তারপরেও কিছু প্রশ্ন মনে জেগেছে। তবে শেষের বন্ধনীযুক্ত লাইনগুলো পড়ে অনেক কিছু পরিষ্কার। সিরিজের নাম 'স্বপ্ন সংহিতা', আজকের পর্বের নাম 'দুই দুয়ারী' এবং প্রতিটি পর্ব হচ্ছে এক-একটি ছোট গল্প।

নামগুলো মনে হয় এইভাবে হলে ভালো হত: "স্বপ্ন সংহিতা - ১ : দুই দুয়ারী", "স্বপ্ন সংহিতা - ২ : ২য় গল্পের নাম" ইত্যাদি। তাহলে আমাদের মতো অনিয়মিত পাঠকরা সবগুলো পর্বের পড়ার হিসাব রাখতে সুবিধা হতো। ছবিটিও সুন্দর হয়েছে, তবে দরজা চারটার পরিবর্তে দুটা হলে ভালো হতো - একটা পেছনে দিকে যাবার, আরেকটা সামনের দিকে যাবার ;)

গল্পের আকার অণুগল্প থেকে সামান্য বড় আবার ছোটগল্প থেকে অনেক ছোট হয়েছে! সিরিজের মূল উৎস যেহেতু স্বপ্ন সুতরাং স্বপ্নকে আরেকটু লম্বা করে এবং স্বপ্নের প্রতিক্রিয়ার ব্যাখ্যা বিস্তৃত করে সিরিজের প্রতিটি পর্বকে ছোটগল্পের প্রমাণসাইজে উত্তরণ করতে পারলে মনে হয় আরো ভালো হবে।

অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং সেইসাথে শুভকামনা রইল। সিরিজটি চালিয়ে যান, নিয়মিত পড়ার চেষ্টা করবো।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনন্য সব পরামর্শে কৃতজ্ঞতা।

সাদরে গৃহিত হলো :)
হুম গল্পের আকারের বিষয়টি মাথায় রইল।

অন্তহীন অনুপ্রেরণা হয়ে রইল আপনার ভাললাগা, পরামর্শ এবং শুভকামনা।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৩১

ডঃ এম এ আলী বলেছেন:

দুই দুয়ারী ,বাস্তবতায় সুন্দর নামকরণ ।

মনে হল সপ্নিল কাব্য কথা শুধু
দাড়ি শেষে এন্টার মেরে দিলেই
হয়ে যাবে ভৃগুদার সুন্দর কবিতা।

লেখা পাঠে মনে জাগে শিহরণ
উৎকন্ঠা এই জানি সপ্নে আসে
দারুন কোন এক বিভিসিকা ।
তবে সপ্নের ঘোর না কাটাই শ্রেয়
সিরিজটা তাহলে চলবে ভালই ।

শুভেচ্ছা রইল



৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন কাব্যিক মন্তব্যে মুগ্ধতা।
প্রীত হলাম প্রিয় ভায়া :)

অন্তহীন ধন্যবাদ ও কৃতজ্ঞতা

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০৩

কালো যাদুকর বলেছেন: স্বপ্ন সব সময় অস্পষ্ট হয়। আপনার সিরিজটা কি সত্যি স্বপ্ন থেকে হবে?
একরণেই স্বপ্ন বিষয়ক লেখাটি বুজতে পারছি না।
পরীক্ষা হলে প্রশ্ন কমন পরে নাই এমন - স্বপ্ন ছাত্র বয়সে সব সময় দেখতাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্ন অষ্পষ্ট হয় আবার স্পষ্টও হয়।
স্বপ্ন যেমন ঘুমে দেখা যায় আবার এপিজেে কালামর মতো জাগিয় রাখার স্বপ্ন থাকে।
এছাড়াও ভাবনার অন্তহীন গহনের ভাবুক স্বপ্ন
কল্পনার লাগামহীন জগতর ভাবনার স্বপ্ন - ্মনি তরো বহুমাত্রিকতায় সাজাব বাগান!

হুম। কমন না পড়ার স্বপ্ন বোধকরি ৯৯ ভাগর কমন পড়তো;)

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের সুন্দর উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকও অনেক অনেক ধন্যবাদ মনের আবগটুকুর সহিজয়া প্রকাশে :)

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: গল্পটা অন্যরকম। গভীরতা বোঝার চেষ্টা করলাম। সফল হয়েছি এ কথা বলতে পারছি না। আধ্যাত্মিকতার ছোঁয়া পেলাম। চলুক।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
মন্তব্যে উৎসাহ পেলাম।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

দৃষ্টিসীমানা বলেছেন: গল্প তো গল্পই , ভাল লিখেছেন ।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ঠিক বলেছেন

অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা অফুরান

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ফয়সাল রকি বলেছেন: মারামারিটা পড়তে পড়তে বারবার কিছু ভিজুয়াল ইফেক্টের কথা মনে হচ্ছিলো। সিরিজ চালিয়ে যান, সাথে আছি।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
অনুপ্রানীত হলাম্ - স্বপ্ন সংহিতা তবে স্থিতি পাচ্ছে- ভরসা আসছে মনে :)

অন্তহীন শুভকামনা রইল

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

ফয়সাল রকি বলেছেন: একটা বিষয় জানার ছিল। পরবর্তী পর্বের স্বপ্নগুলো কি একই ব্যক্তি দেখবে? কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাবে? নাকি পুরোপুরি ভিন্ন গল্প?

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ভাবনায় আপনার আন্তরিক আগ্রহ অনুভবে আপ্লুত হলাম :)

না। একই ব্যাক্তির হবে না। ভিন্ন ভিন্ন ষ্টাইলে আসবে

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩০

ভুয়া মফিজ বলেছেন: হে হে হে........অত্যন্ত সহজ-সরল গল্প! :P

আমাদের সবার মাঝেই জন্মের সাথে সাথেই শয়তান আড্ডা গাড়ে। যে তাকে লড়াই করে পরাজিত করতে পারে, সেই জয়ী হয়। এটা নিজের ভিতরের শয়তানের সাথে নিজের সাধুর লড়াই! ঠিক না বেঠিক.....? ঠিক হইলে আওয়াজ দিয়েন!

চলুক এমন গল্প। কবিতা লেখা বাদ-ই দিয়ে দেন। =p~

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

জ্বি হুজুর ঠিক ঠিক ঠিক ;)

হুম গল্প চলবে! কিন্তু কবিতা বাদ কেন ভায়া ????

=p~

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৩

ভুয়া মফিজ বলেছেন: কবিতা লেইখা মুল্যবান এনার্জি নষ্ট করার কোন মানে নাই......সেই জন্য। :P

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এনার্জি ইজ লাইফ ;)

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২০

আমি তুমি আমরা বলেছেন: অন্তুর নাভিমূলের সাথে শয়তানের কি সম্পর্ক? তাহলে কি অন্তু নিজেই শয়তান? এটা কি নিজের ভেতরকার শয়তানকে দমনের গল্প?

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া।

নাভিমুলই নাফসর অবস্থান। আর নাফসই সকল শয়তানির মূল যদি তা শুদ্ধ না হয়।
হুম ভেতকার শয়তান কেইতো হত্য করে
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫

সোহানী বলেছেন: আরে স্বপ্নই যদি দেখবা তইলে ভালো কিছু দেখো ;) । এইরকম মারামারি কাটাকাটির স্বপ্নের কোন মানে হয় :-B , ভয়েইতো আমি মরে গেলাম।

যাহোক, স্বপ্নের গল্পে ভালোলাগা সাথে মূল্যবান ম্যাসেজ। চলুক সাথে আছি সবসময়ই।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হুম ভাল স্বপ্ন আছেতো ;) লুমান্টিক স্বপ্নও আছে :)

ম্যাসেজ ধরতে পারায় কৃতজ্ঞতা। অনুপ্রানীত হলাম
শুভকামনা অন্তহীন

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩২

মলাসইলমুইনা বলেছেন: বিদ্রোহী ভৃগু,
নিজের মনের ভেতর একাকী ভালো মন্দ, সত্য মিথ্যা শুভ অশুভ'র চিরন্তন দ্বন্দ্বের গল্প হলো যেন মনে হয় । নারী কেটে নিজের ভেতরকার চাওয়া পাওয়ার অশুভ দানবিক ছায়ার থেকে আবার শুভবোধ প্রতিষ্ঠার চিরন্তন আকুতি সত্যি করার গল্প মনে হলো ! যাক পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথাযথ অনুধাবনে কৃতজ্ঞতা।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা

সাহস পেলাম :)

২৮| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৮

ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো শ্রদ্ধেয়।
প্রতিটি দিন আপনার ভালো কাটুক এই কামনা রইলো

০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

আপনার জন্যেও রইল অফূরা শুভকামনা :)

হ্যাপি নিউ ইয়ার ২০২০ :)

২৯| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৫

আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ। সিরিজ চলতে থাকুক। পাঠকের পছন্দ হল। একটি পোস্ট করেছি। আমার প্রথম ছবি ব্লগ। প্রথম পাতায় নেই। তাই নিমন্ত্রণ রইলো। নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

হুম আসবো নিশ্চয়ই

হ্যাপি নিউ ইয়ার ২০২০ :)

৩০| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:০০

রাবেয়া রাহীম বলেছেন: নিজের ভেতরের অশুদ্ধতা আর অসুন্দরতা এক কোপে কেটে ফেলা মুশকিল হলেও চেষ্টায় কি না হয়! তবে চেষ্টাতেও থাকতে হবে একাগ্রতা।

নিজের ভেতরের শয়তানি মেরে ফেলতে পারলেই জীবন হবে সতেজ আর ফুরফুরে। এই বোধ জাগ্রত হোক সকল মানব প্রাণে।

গল্পে ভালো লাগা ++

০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বুবু :)

হুম। গল্পের মূলটুকু এক কথায় দারুন বলেছো।
অনুপ্রানীত হলাম।

শুভেচ্ছা শুভকামনা অফুরান

৩১| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৩

এম এ হানিফ বলেছেন: খুলে যাক স্বপ্নের দুয়ার, চলতে থাকুক স্বপ্ন সিরিজ। কল্পনায় আঁকা অদ্ভুদ গল্পটা ভাল লেগেছে।

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাত:

অনুপ্রেরনায় কৃতজ্ঞতা।
আপনারা পাশে থাকলে শক্তি পাবো

অন্তহীন শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.