নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সামু পাগলা০০৭ -উই অল মিসিং ইউ! ফিরে আসুন

২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৩০

সামু পাগলা০০৭

একটা নাম।
একটা আইডি। পেছনে একজন প্রাণবন্ত মানুষ।
একজন সামুরিয়ান। একজন অত্যন্ত জনপ্রিয় ব্লগার - - -
যার নিজের কথা এরকম - "আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।"



৮ বছর নয় মাসের ব্লগিং কালে যাঁর পরিসংখ্যান কিন্তু খুবই সমৃদ্ধ
• পোস্ট করেছি: ১৫৭টি
• মন্তব্য করেছি: ১৪৯২৬টি
• মন্তব্য পেয়েছি: ৪০৭৪৫টি
• ব্লগ লিখেছি: ৮ বছর ৯ মাস
• অনুসরণ করছি: ০ জন
• অনুসরণ করছে: ২৭০ জন


যার প্রথম পথচলা জুন, ২০১২ (১)
বাংলাদেশ ফাইনালে খেলতে না পারায় মনটা খারাপ। /:) পোষ্ট দিয়ে

আর শেষ পোষ্ট
সামু ব্লগারদের চলমান কিছু আন্ডাররেটেড রোমান্টিক সিরিজ (প্লিইইই চেক দেম আউট, মিস করবেন না! :) )

এর মাঝে আছে সমৃদ্ধ ব্লগিং ইতিহাস। ফান, গল্প, জীবন কথা, আড্ডাঘর, রোষ্টিং কি নেই সে তালিকায়?
সবচে মজার ইতিহাস আড্ডাঘরের। যার প্রথমটি বন্ধ করতে হয়েছিল মন্তব্যের ভারে! এরপর ২. ৩ চলছিল দারুন ভাবে
সম-সাময়িক বিষয় নিয়ে আড্ডা, ব্যাক্তিগত খোঁজ খবর, আন্তরিকতার এক দারুন কেন্দ্র হয়ে উঠেছিল । যার রাণী ছিলেন সামুপাগলা০০৭।

আজ খেয়াল করলাম প্রায় সাড়ে ৬ মাস তিনি অনুপস্থিত। ১৯৮ দিন প্রায়!!!

প্রথম মাস-দুই অনুপস্থিতির পর মন্তব্যে নক করেছিলাম তাও গেল নভেম্বরে ২০২০তে
২৫ জানুয়ারী ২০২১ মোহাম্মদ কামরুজ্জামান ভায়া নিখোঁজ বিজ্ঞপ্তি দেন যেখানে সামু পাগলা০০৭ ও তালিকাভুক্ত ছিলেন
নিখোঁজ বিজ্ঞপ্তি - কারো জানা / খোঁজে থাকলে দয়া করে তাদের ব্লগে হাজির করুন / হতে বলুন আর বর্ণচোরা (ভিন্ন নামে ) হয়ে থাকলে হাজিরা দেন প্লিচ :(( প্লিচ। আমরা আপনাদের সবাইকে মিচ করছি।

এরপরও ভাবছিলাম হয়তো ব্যাক্তিগত ব্যস্ততা, কাজের চাপ! (নিজেও যেমন মাঝে মাঝে হারিয়ে যাই) তেমনি কিছু হবে হয়তো।
এরই মাঝে গেলো সারা বিশ্ব কাঁপানো করোনার ঝড়, নানান টানাপোড়েনে ভেবেছি হয়তো ব্যাস্ত। হয়তো আবার ফিরে আসবেন শিঘ্রই!
কিন্তু আজ মনে বড়ই পীড়া দিল। এত দীর্ঘ সময় নিরব থাকার মানুষতো নয়! কি হলো? সুস্থ আছেন তো?

প্রিয় ব্লগার, আমাদের সকলকে জানিয়ে আশ্বস্থ করবেন আশা করি।
আড্ডাঘরের যারা উনার সাথে নানাভাবে যুক্ত কেউ জানলে জানাবেন বলেও আশা করছি।
সামুর কেউ যদি জানেন আশা করি জানাবেন উনাকে এবং আমাদেরও।

একজন নিয়মিত প্রাণবন্ত ব্লগারকে মিস করছি। মিস করছে সামুও ।
আপনার প্রত্যাবর্তনের শুভ সংবাদের আশায় রইলাম
আশা করি সুস্থ আছেন, ভালো আছেন তাই থাকুন সেই শুভকামনা আমার এবং সকল ব্লগারের।




মন্তব্য ৭১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপু আশা করি ফিরে আসবেন।

আশা করি ভালো আছেন।

শুভেচ্ছা নিরন্তর।

২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাই।
সুস্থ থাকুন ভাল থাকুন সেই শুভকামনা।

সামুরিয়ান হিসেবে দীর্ঘ অনুপস্থিতি চিন্তায় ফেলে বৈকি!

২| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:



সামুর সার্কাস ও চিড়িয়া অনেকদিন বন্ধ?

২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যার যার দৃষ্টিভঙ্গি - - -


৩| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



স্যরি টাইপো:

সামুর সার্কাস ও *চিড়িয়াখানা অনেকদিন বন্ধ?

২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্যরি, রিপিটেশনে সেইম আন্সার!

৪| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১০:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: যেকোনো ব্লগার অনিয়মিত হওয়া একজন ব্লগার হিসেবে কখনও মানতে পারি না।যদিও আমি নিজে পরিস্থিতির চাপে অনিয়মিত হয়ে পড়েছি। @ সামু পাগলা ০০৭ একজন জনপ্রিয় ব্লগার।ওনি আবার নিয়মিত হোন -আশাকরি।
নিরন্তর শুভেচ্ছা শ্রদ্ধেয় কবিভাইকে।

২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দাদা :)

হুম, সেই প্রেরণা থেকেই অনুসন্ধানী আহবান পোষ্ট!

অফুরান শুভেচ্ছা আপনার জন্যেও

৫| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৫

ঢুকিচেপা বলেছেন: অনেক দিন হলো দেখছি না।
কিছু কিছু আনকমন পোস্ট মিস করছি।

২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
আজ হিসেব করে দেখলাম প্রায় হাফ ইয়ারেরও উপরে!
তাই একজন সামুরিয়ান হিসেবে মনে হলো জানাটা আবশ্যক..তাই ক্ষুদ্র চেষ্টা

৬| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৯

পাঁচ-মিশালি বলেছেন: ব্লগিং হারাম নয়তো ? ব্লগের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদগণ প্রমান করেছেন গান ,সঙ্গীত ইত্যাদি হারাম। ছবি আঁকা ,তারপরে ভাস্কর্য ইত্যাদিও হারাম। ধরেন আপনি ছবি আঁকেন , এখন হাশরের ময়দানে আল্লাহ যদি আপনাকে বলেন এতে প্রাণসঞ্চার করো ,তাহলে আপনি ব্যর্থ হবেন এবং এর ফল জাহান্নাম বাস। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ব্লগার নীল আকাশ এব্যাপারে -মানে ,গান ,সঙ্গীত ইত্যাদি হারাম -এই বিষয়ে বিস্তারিত পোষ্ট দিয়েছিলেন। পার্শবর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের ব্লগার জনাব পদাতিক চৌধুরী উক্ত পোস্টটিতে কমেন্ট করতে এসে প্রথম স্থান অধিকার করা ছাড়াও ভালোবাসা ,লাইক ,প্লাস ইত্যাদিতে ভরিয়ে দিয়েছিলেন এবং প্রিয়তে নিয়েছিলেন।
হয়তো ব্লগার সামু পাগলা ০০৭ সহিহ ইসলামকে জানার তাওফিক প্রাপ্ত হবার পর ব্লগিং হারাম মনস্থ করেছেন।

২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

না, মনে হয়না তেমন কিছু।
কারণ তাঁর ভাবনা খুবই স্বচ্ছ। কোন ঘোলাজলে ঘোল খাবার কোন চান্সই নেই।
পদাতিক দাকে যতটুকু জানি উনি অন্ধ নন ;)
উনার কাছেই হয়তো সঠিক জবাব আছে।

৭| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৮

মিরোরডডল বলেছেন:




ছিলো করে পাস্ট ফর্মে বলবে না ভৃগু ।এখনও আছে ।
হয়তো সাময়িক বিরতি । নিশ্চয়ই কোন কারনে ব্যস্ত আছে ।
আবারও আসবে, আবারও আড্ডা হবে ।
পিচ্চুটাকে মিস করি :(


২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কথা মনে করিয়ে দিয়েছেন আয়নাপুতুল :)

সেটাই যেন হয়। সাময়িক বিরতি কাটিয়ে যেন শীঘ্র ফিরে আসেন আমাদের মাঝে।
উই অল মিসিং হার!

৮| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আশা করি তিনি সুস্থ্য্ আছেন
নিরাপদে আছেন।
তার মঙল কামনা করছি।

২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের সকলেই একই আশা।

এবং একই শুভকামনা।

শিঘ্র শুভ প্রত্যাবর্তন আশা করছি।

৯| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:১৫

আমি সাজিদ বলেছেন: সামু পাগলা ফিরে আসুন।

২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফিরে আসু----------------------ন।

১০| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:২৫

শায়মা বলেছেন: সামু আপুনিকে আমিও মিস করি!!!!!!!!!! :(

আর মিস করে মাহরিন ওরফে কি যেন নামটা!!! :(


যাইহোক আপুনিটা আমার মনে হয় বিজি থাকলে আসেনা। অনেক বড়বড় গ্যাপ দিয়ে আসে। নিশ্চয় আবারও এসে যাবে।

তবে পাঁচ মিশালীর কমেন্ট পড়ে আমি ইনিনিল্লাহ হয়ে গেছি। :-/


গান বাজনা ছবি আঁকা হারাম তাইলে আমার কি হবে!!!

সাথে আরও একটাও আছে নাচ! এই সব যারা করে তাদের জন্য কি হবে পাচুভাইয়ু!!!!!!!!! :P

২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই যেন হয়। বিশাল গ্যাপ শেষে যেন শীঘ্রই ফিরে পাই

হা হা হা
পাঁচমিশালীর কথা নাতো ইগ্লা অন্যজনের ভাষ্য!
তোমার কি হবে গা! ;) শায়মাপু
হা হা হা তাইতো ভাবছি!

দেখো ব্লগের কাষ্ঠ (কঠীনার্থে) হুজুররা কোন পথ বাৎলাতে পারেন কিনা!!!

১১| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:২৯

এস এম মামুন অর রশীদ বলেছেন: আশা করি, সুস্থ শরীর ও দৃঢ় মনোবলে আছেন এবং ফিরে আসবেন। তার লেখার হাত ভালো, আশা করব, ফিরে এসে ফালতু আড্ডা পোস্ট আর দিবেন না। :)

২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মতো একই আশাবাদ আমাদের সকলের!
শেষ লাইনটা ছাড়া ;)
হা হা হা

কারণ আড্ডাঘরটা তাঁর খুবই প্রিয় আয়োজন।
সবার সাথে একটা দারুন মিথস্ত্রিয়া গড়ে ওঠে সেখানে।
আপনার প্রস্তাবনা নিশ্চয়ই ভেবে দেখবেন।

১২| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৫

মিরোরডডল বলেছেন:




শায়মাপু ডোন্ট ওয়ারী ! তুমি আমি একই পথের পথিক ।
অনেকতো বারবিকিউ খেয়েছি ।
ওপারে গেলে নাহয় তখন আমাদেরকেই বারবিকিউ করা হবে :)

আর চিন্তা কিসের আমাদের সামু বন্ধুরা আছে নাহ ?
আমরা যদি নরকেও থাকি, নতুন নকিব, নীল, ভৃগু, সাচু, জামান ওরা নিশ্চয়ই স্বর্গ থেকে আমাদেরকে আঙ্গুর দিবে :)
হা হা হা ......
আপু তুমি নিশ্চিন্তে নাচগান চালিয়ে যাও :P




২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আঙুর দেবো কি? নাচ দেখতেই চলে আসবো তোমাদের টেরিটরিতে ;)
আচ্ছা হুরেরা কি নাচ-গান জানবে না? তবে বিনোদন হবে কি করে? :P

১৩| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৯

শায়মা বলেছেন: আর চিন্তা কিসের আমাদের সামু বন্ধুরা আছে নাহ ?
আমরা যদি নরকেও থাকি, নতুন নকিব, নীল, ভৃগু, সাচু, জামান ওরা নিশ্চয়ই স্বর্গ থেকে আমাদেরকে আঙ্গুর দিবে :)
হা হা হা ......
আপু তুমি নিশ্চিন্তে নাচগান চালিয়ে যাও :P




হা হা হা হা হা হা স্বর্গ থেকে আঙ্গুর!!!!!!!!!!!!!!!!!!!!!! হা হা হা

আঙ্গুর কেনো!! স্বর্গের ফলের নাম কি?? আমি জানিনা তুমি জানো? সেই স্বর্গীয় /বেহেসতিও ফল চাই চাই চাই........

নাইলে কিন্তু নাচানাচি গানাগানি বন করে দেবো!!!!!!!!! :(

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আহা তুমি এটা জানোনা- স্বর্গের ফলতো দুনিয়ার ফলের মতোনই।
বলা আছেতো- তারা স্বাদ আস্বাদন করবে আর বলবে আমরা তো ইতোপূর্বেই এগুলোই খেয়েছি!/এগুলোতো পৃথিবীর ফলের মতোই

১৪| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১১:৫০

শায়মা বলেছেন: ভৃগুভাইয়া এগ্লা কাহার কথা!!!
পাঁচু ভাইয়া তো কেবলে জন্মেছে দেখলাম। মাত্র ওয়ান উইক নিউ বর্ন ভাইয়ুটা!!!!! :)

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই নাকি?
বেবি সিটারের ব্যবস্থা করো তবে ;)

পুপা হলে অবশ্য লাগবে না। জিসাসের মতো কোলে শুয়েই কারিশমা দেখাতে পারবে :)

১৫| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:০৩

মিরোরডডল বলেছেন:
নাহতো, আমিওতো জানি না ।
জানতে হবে না আপু, ওরা জানলেই হবে :)


২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ কেমন কথা! জানতেতো হবেই!

মেনু না জানলে অর্ডার দেবে কি করে? ;)
আর শুধু নাম জানলেইতো হবে না, স্বাদওতো জানতে হবে।
নইলে দেখা যাবে খেতে চাই জ্বাল দিয়ে গেল মিষ্টি !! কিয়েক্টাঅবস্থা!!!!!!!!!:P

তাই বাঁচতে হলে জানতে হবে। :)

১৬| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:০৯

শায়মা বলেছেন: ওরাও কি আর জানে???

বলোতো কানে কানে !!!!!!!!!!!! :P

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

শোনা কথা জানা যেমন তেমন জানে আরকি ;)
কাউরে কিন্তু একথা বলো না। :P

ওরাতো দুইদুল নিয়েই ব্যাস্ত। তৃতীয় দলের খবরই রাখে না!

১৭| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: হ্যা আমিও চাই তিনি ফিরে আসুক।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আমরাও চাই
আগের মতোই ফিরে আসুন জমজমাট লেখনি নিয়ে

১৮| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৮

মুক্তা নীল বলেছেন:

সামু পাগলা আশারাখি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন ।
ব্লগে উনার পোস্ট চমৎকার লাগে । মনে হয় যেন ব্লগে লগ
ইন করে ডাবল আনন্দ পাই ব্লগের ভিতরে আরেকটি ব্লগবাড়ি

ধন্যবাদ আপনাকে ।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

উনার আড্ডাঘরতো উনার সবচে প্রিয় জায়গা!
তা ছেড়ে কিভাবে ছ'মাস কাটিয়ে দিলেন তাইতো ভাবছি।


১৯| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১:১৭

মৃন্ময়ী শবনম বলেছেন: সামু পাগলা০০৭ আসলে সামহোয়্যারইনের ব্লগার না। উনি সামুপাগলা আড্ডাঘরের ব্লগার।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তা বলতেই পারেন।

উনি সিরিয়াসলি ডেডিকেটেড ছিলেন আড্ডাঘরের প্রতি।
তাইতো ভাবি - সেই মানুষ এত দীর্ঘ সময় কেন দূরে???

আশা করি সুস্থ আছেন। এবং শিঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন।

২০| ২৮ শে মার্চ, ২০২১ রাত ২:০৯

নেওয়াজ আলি বলেছেন: যেখানেই থাকেন যেনো ভালো থাকেন । সময় সুযোগ করে ফিরে আসুন

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
সুস্থতার শুভকামনা সবসময়ের

আর জীবনের সকল ব্যাস্ততার মাঝেও একটু ঢু মেরে জানিয়ে গেলেই আমরা খুশি!
কারণ এই সংকট কালে হঠাৎ কেউ হারিয়ে গেলে নানা শংকা মনকে কামড়ে ধরে!
আশা করি তিনি ভাল আছেন।

২১| ২৮ শে মার্চ, ২০২১ রাত ২:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন নিয়মিত প্রাণবন্ত ব্লগারকে মিস করছি। মিস করছে সামুও ।
................................................................................................
সহমত আমারও , তবে
ভয় হচ্ছে কোন কারনে তিনি গা ডাকা দিয়ে
পাগলা গারদে লুকায়ে আছেন কিনা ???

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সেই সন্ধানেইতো এই অনুসন্ধান।

কই গেলে তুমি কই হারালে
কেন তুমি হায় আড়ালে লুকালে
পিউ কাহা বলে ডাকে কোকিল
এসো ফিরে-ঐ বসন্ত যায় চলে!!!

বাহ দারুন কোবতে হয়ে গেলতো ;)
ক্রেডিট গোজ টু সামু পাগলা০০৭ :)

২২| ২৮ শে মার্চ, ২০২১ ভোর ৪:৩৫

সোহানী বলেছেন: ও তো কানাডায় থাকে। ঠিকানা টিকানা কিছু দেখো পাওয়া যায় কিনা। দরকার হলে করোনার মাঝে হাঁটা ধরবো ওর বাড়ি পর্যন্ত।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই যে তুমি এতক্ষনে কহিলা কথা মনের মতোন!
আমরা দূরদেশে থেকে কেমনে করিব সন্ধান!!!???

শীঘ্রি হাটা শুরু করো আর খবর নিয়ে আমাদের সক্কলকে জানিয়ে স্বস্তি দাও। :)
ইয়ে-- ঠিকানাতো জানি না ! তুমিই খুঁজে নাও :P

২৩| ২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: @ সামু পাগলা ০০৭ একজন জনপ্রিয় ব্লগার।ওনি আবার নিয়মিত হোন -আশাকরি।
উনি তো অবশ্যই জনপ্রিয় ছিলেন, সেই সাথে আমি বলবো একজন স্পিরিটেড ব্লগার ছিলেন। ওনার আড্ডার আসরগুলো খুবই জমজমাট থাকতো, যদিও সেখানে আমার অংশগ্রহণ কমই হয়েছে। ওনার ঝুলিতে গানের সংগ্রহও বেশ ভালই ছিল। প্রথম পোস্টগুলোতে প্রবাসের শিক্ষাঙ্গণ এবং শিক্ষাজীবন সম্পর্কে আলোচনা থাকতো। শেষের দিকে নানা বিষয়েই তিনি লিখতেন। ওনার আড্ডাঘরের লেখকদের উনি খোঁজ খবর রাখতেন।
ওনার দীর্ঘ অনুপস্থিতি আমিও খেয়াল করেছিলাম। আপনি পোস্ট দিয়ে ভাল করেছেন। কেউ না কেউ হয়তো ওনার একটা কিছু খবর জানাতে পারবেন, আপনার এ পোস্ট পড়ে।
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই এখন কেমন আছেন, বলতে পারেন? ওনার স্ট্রোকের পর উনি বেশ অসুস্থ ছিলেন। কেউ ওনার খবর জানাতে পারলে খুশি হতাম।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুব গুছিয়ে সুন্দর করে বলেছেন প্রিয় সিনিয়র :)
আমার অব্যক্ত কথাগুলো যেন আপনার মন্তব্যে পূর্নতা পেয়েছে।

হুম। কেউ না কেউ জানলে/জানালে আমরাও জানতে পারবো আশা করি।

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই এখন বেশ ভাল আছেন। আমাদের সাদা মনের মানুষ ভাই এবং প্রামানিক ভাই
দেখতে গিয়েছিলেন। হেনা ভাইর সাথে ছবি সহ ফেসবুক আপডেট দেখেছিলাম। ফেসবুকে খুঁজলে পেয়ে যাবেন ।

২৪| ২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪৬

ইসিয়াক বলেছেন: ফিরে আসুন (সামু পাগলা০০৭ ) আপু।

ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: "ওরে ফিরে আয়" নজরুলের সেই গানটা মনে পড়ে গেলো...

ফিরে আয়, ঘরে ফিরে আয়
পথহারা, ওরে ঘর-ছাড়া,
ঘরে আয় ফিরে আয়।।
ফেলে যাওয়া তোর বাঁশরি, রে কানাই —
কাঁদে লুটায়ে ধুলায়,
ফিরে আয় ঘরে আয়।।
ব্রজে আয় ফিরে ওরে ও কিশোর
কাঁদে বৃন্দাবন কায়দে রাখা তোর
বাঁধিব না আর ওরে ননী-চোর
অভিমানী ফিরে আয়।।

২৫| ২৮ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাগলা আপি চলে আসুন আবার আমাদের মাঝে
আমরা আপনাকে মিস করছি
ভালো থাকুন যেখানেই থাকুন
ফিরে আসুন

২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..কথা সেটাই

আমরা আপনাকে মিস করছি
ভালো থাকুন যেখানেই থাকুন
ফিরে আসুন

তীব্র সহমত আপনার আহবানে

২৬| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই আপনার এ মহতি উদ্যোগের জন্য সাধুবাদ।আমিও ব্যাপোকভাবে মিস করছি "সামু পাগলা০০০৭ বহিন" কে।

তাহার এবং আরো দুইজন ( কবিতা পড়ার প্রহর এবং বিপ্লব০৬) জনপ্রিয় ব্লগারকে মিস করে গত ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪২ মিনিটে আমার পোস্ট ছিল " Click This Link নিখোঁজ বিজ্ঞপ্তি - কারো জানা / খোঁজে থাকলে দয়া করে তাদের ব্লগে হাজির করুন / হতে বলুন আর বর্ণচোরা (ভিন্ন নামে ) হয়ে থাকলে হাজিরা দেন প্লিচ :(( প্লিচ। আমরা আপনাদের সবাইকে মিচ করছি"।

বড়ই দুঃখের বিষয় এ পোস্টের পরে শুধু " কবিতা পড়ার প্রহর " বহিন হাজিরা দিয়েছেন তবে এখনো ব্লগে আর কোন পোস্ট দেননি ।আর বাকী দুজনের কোন খবর মিলেনি ।আপনার এ পোস্টের পরে যদি তাদের ঘুম ভাংগে তাহলে ভাল হয়।আমরা তাদের সহ সব নিখোজ ব্লগারদের ফিরে আশার অপেক্ষায়।

২৮ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশশ আপনার পোষ্টটা মিস হয়ে গেছিল
ধন্যবাদ শেয়ার করায়... হাজিরা দিয়ে এসেছি

আশা করি সকলেই হাজিরা দিয়ে আমাদের চিন্তামুক্ত করবেন।
চলে যাওয়া তবু মেনে নেয়া যায়
হারিয়ে যাওয়া বড্ড পীড়া দেয়...

আপনার মতো আমরাও অপেক্ষায়- ফিরে আসুন সকলে- - -

২৭| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: সামু পাগলার ফিরে আসা দরকার।

২৮ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
ফিরে আসা দরকার
উই অল মিসিং হার - - -

২৮| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৬

মেহবুবা বলেছেন: যেখানে থাকুক ভাল থাকুক সামুপাগলা; জানতে পারলে ভাল হতো।
শুভকামনা ওর জন্য ।

২৮ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেখানে থাকুক ভাল থাকুক সামুপাগলা; জানতে পারলে ভাল হতো।

এটাই সবার মনের কথা।
শুভকামনা আপনার জন্যেও

২৯| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামু পাগলা ০০০৭ খুব চপলমতি, হাসিখুশি, মিশুক ও সভ্য আচরণের একজন ব্লগার। তিনি ট্যালেন্টেড ব্লগারদের একজন। তিনি প্রাণবন্ত ও ভ্রমণপিয়াসী ব্লগার, জ্ঞান আহরণ ও লব্ধ জ্ঞান শেয়ার করা তার হবি। তার আশু প্রত্যাবর্তন কামনা করছি।

অতীতে ডুলু-সুলু দুই বোনকে নিয়া কবিতা লিখেছি। সুলুর অনুপস্থিতিতে তাকে নিয়া কবিতা নাকি উপন্যাস লিখবো সেটা এখন ভাবতে বসবো। আপাতত তার উদ্দেশ্যে কয়েক ছত্র কবিতাপত্র পোস্টস্থ করিলাম :

আয় আয় সামু পাগলা জলদি ফিরা আয়
তোর লাগিয়া ব্লগের মানুষ কাইন্দা বুক ফাডায়

আশা করি সুলু যেখানেই থাকুক না কেন, কুশলেই আছেন।

সুলুর কথা হজ্ঞলের মধ্যে স্মরণ করানোর জন্য ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভাই।

ইদ মোবারক।

২৯ শে মার্চ, ২০২১ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু পাগলার গুনাবলী দারুন করে বলেছেন।

সুুলু নিয়া কব্যে বড়ই প্রীত :)
আমরাও বলি
আয় আয় সামু পাগলা জলদি ফিরা আয়
তোর লাগিয়া ব্লগের মানুষ কাইন্দা বুক ফাডায়

স্মরনে মরণ নাই- স্মরণ ছাড়া গতি নাই :)

এ আবার কোন ঈদ ভায়া, তাও হ্রস-ই কারে;)

৩০| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১:০৮

কাতিআশা বলেছেন: আপু ফিরে আসুন!

৩০ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম... প্লিজ ফিরে আসুন . . . .

৩১| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৯:০০

ভুয়া মফিজ বলেছেন: আপনে দীর্ঘদিন যাবৎ আমার কোন পোষ্টে আসিতেছেন না। কোন কারনে গোস্বা করিয়াছেন কি? জানাইতে আজ্ঞা হয়। আমার মতে ফেইবুকের আড্ডাখানার ভাড়দের একটা ইউনিটি থাকা উচিত। সব কিছু থাকা উচিত খোলা খোলা.....ভুল কিছু কি বলিলাম? ;)

সামু'র সকল পুরাতন ব্লগারদের উপস্থিতি কামনা করিতেছি। পূর্বের ন্যায় জমজমাট সামুই কাম্য।

৩০ শে মার্চ, ২০২১ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায়! ইহা কি কহিলেন!

আপনার পাতায় না যাবার মতো গোস্তাখি আমি করতে পারি????
আসলে কি লক্ষ্য করলেই দেখে থাকবেন গত বছরটা মৌসুমী পাখির মতো বিচরণ ছিল!
কোন বিশেষ দিবসে হুট করে আসা আর যাওয়া!
অফিসের রিনোভেশন শিফটিং কাজে নিদারুন ব্যস্ততা ছিল দীর্ঘ ৫-৬ মাস!

এখন একটু ফ্রি!
আসিতেছি ভায়া! অনিচ্ছকৃত অনুপস্থিতি সবিশেষ বিবেচনা মার্জনা করিবেন ।

শেষ লাইনে পূর্ন সহমত। সকল কিছু শেষে আমরা হৃদয়ের টানে একে একাকার :)

৩২| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯

জুল ভার্ন বলেছেন: মিস করছি।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

সামু পাগলা আপনার প্রিয়জন হেনা ভাই আজ আর নেই।
ফিরে আসুন। আড্ডাঘরের প্রাণপ্রিয় হেনা ভাইর জন্যে ফিরে আসুন...

৩৩| ০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৩

করুণাধারা বলেছেন: সামুতে তো আমাদের সকলের ইমেইল ঠিকানা আছে। তাঁরা নিয়মিত ব্লগিং করেন, তারা একাধারে ছয়মাস অনুপস্থিত থাকলে সামু থেকে অটোমেটেড একটা মেইলে যদি পাঠানো হতো অনুপস্থিতির কারণ দর্শানোর জন্য...

আশাকরি সামু পাগলা শিগগিরই ফিরবেন।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন প্রস্তাবনা!

পরস্পরে যোগ থাকাদের খবর আমরা কোননা কোন ভাবে পেয়ে যাই!
কিন্তু যারা যোগাযোগের সীমার বাইরে তাঁদের বিষয়ে এমনটা হলে মন্দ হয়না।
এটলিষ্ট মিনিমাম কন্টাক্টে থাকলো।

আপনার আশা পূর্ন হোক।

৩৪| ২৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: করুণাধারা এর ৩৩ নং মন্তব্যটির সাথে একমত পোষণ করি, তবে একটু ব্যতিক্রম শুধু "কারণ দর্শানোর জন্য..." এর জায়গায় "কারণ জানানোর জন্য..." বলতে চাই।

১৮ ই মে, ২০২১ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম ভাল সংশোধনী।

দু:খিত দেরীতে উত্তর দেয়ায়। মাঝে রমজানে প্রায় ব্লাক আউট ছিলাম্
তাই এই অনাকাংখিত, অনিচ্ছাকৃত দেরী। ক্ষমা করবেন।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র

৩৫| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:১৪

রক্তহীন বলেছেন: আমিও ওনাকে খুজছিলাম। উনার নাম লিখে সার্চ দিতে আপনার এই পোস্টটা পেলাম গুগোল এ। ও আপু কোথায় গেলেন আপনি ?

৩৬| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

তিনি কোথায় যে লুকালেন!!!

৩৭| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


চাঁদগাজী ভাইয়ের মন্তব্য সেরা!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.