নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

শোকাগ্নি অনির্বাণ

১৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৮

ওরা জানে না দেহ ঝাঁঝরা হলেই সব শেষ হয় না।
ওরা জানে না পুরুত্তোম পুরুষ নিহত হন না
ওরা জানে না একজন বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না
বুলেট তো লাগে দেহে, কিন্তু হৃদয়ে থাকে চেতনা !

ওরা জানে না- চেতনাকে হত্যা করা যায় না।

পরাধীনতার গ্লানি থেকে স্বাধীনতার ময়ূর পালক
জাতির কপালে তুলে দিয়েছিলেন – অমর নায়ক
বিশ্বের বুকে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মানচিত্র
হৃদয়ের আকাশে ওড়া পতপতে লাল সবুজের পতাকা

ওরা বুঝলো না- ইতিহাস মুছে দেয়া যায় না।

ওরা জানে না ইতিহাস শক্তির মদমত্ততায় রচে না
ওরা জানে না জুলুম কখনো বিনাবিচারে পার পায় না
ওরা জানে না সময়ের ন্যায়বিচার থেকে কেউ বাঁচে না
বন্ধুকের নলে ক্ষমতা ক্ষনিকের, চিরদিন থাকে না।

নিয়তির কি পরিহাস, নিয়তি থেকে কেউ শিক্ষা নেয় না।

অভিমুন্যচক্রবুহ্যে বারবার ঘটে ইতিহাসের পুনরাবৃত্তি
মহাকালের গর্ভে বিলীন হয় সময়ের খলনায়কেরা
প্রকৃতির নিত্যতায় সত্য প্রতিষ্ঠিত হয় আপন মহিমায়
পনেরই আগষ্ট দাড়িয়ে রয় মাইলফলক যাতনায়

ইতিহাসের ট্র্যাজিডি - ইতিহাস থেকে কেউ শেখে না।।

মন্তব্য ১৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: বীরের কখনও মৃত্যু নাই। কাপুরুষের বন্দুক ভরসা। দ্রোহের কাব্যে বিষন্ন ভালোলাগা।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি জাতির জনককে।

শুভেচ্ছা প্রিয় কবিভাইকে।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দাদা
দারুন সত্যি বলেছেন।

কিন্তু ইতিহাস স্বাক্ষি, বারবার বন্দুকের কাছে বীরদের জীবন দিতে হয়েছে। যদিও মহাকালে বন্দুকধারীরা ভিলেন হিসেবেই চিহ্নিত হয়েছে।
শুভেচ্ছা

২| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৯

ডঃ এম এ আলী বলেছেন:



মহানায়কের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলী।
ঠিকই বলেছন ইতিহাস হতে অনেকেই
নেয়না শিক্ষা, তাই ক্ষেত্র বিশেষে কিছূ
বর্তমান পায় ইতিহাসের নির্মম পরিনতি।
শুভেচ্ছা রইল

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ড। এম এ আলী ভাই

হুম। কেউই ইতিহাস থেকে শেখে না! দু:খজনক!

শুভেচ্ছা অন্তহীন

৩| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৩২

বিজন রয় বলেছেন: বাংলাদেশ ইতিহাসেরু উল্টো দিকে চলছে।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত এক উটের পিঠে চলছে স্ব-দেশ -কথাগুলোই যেন সত্যি মনে হয়!

৪| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৭

শেরজা তপন বলেছেন: ~নিয়তির কি পরিহাস, নিয়তি থেকে কেউ শিক্ষা নেয় না!
একদম খাঁটি কথা ভাই।


*মাঝে মধ্যেই ডুব দিচ্ছেন লম্বা সময়ের জন্য- কাহিনী কি?

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটাও নিয়তিই বলতে পারেন ভাইজান ;)

কিছুটা জীবিকার তাগিদ, কিছুটা বিমর্ষতা, কিছুটা সাতান্নতাংক!
কিছুটা করোনা, কিছুটা আফটার ইফেক্ট!
কিছুটা আলবেলা ভোলাবালা হাল ;)
হা হা হা

অনেক অনেক কৃতজ্ঞতা। শুভেচ্ছা অন্তহীন

৫| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনুভূতি ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
অনুপ্রাণীত হলাম্

শুভেচ্ছা অন্তহীন

৬| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: মহানায়কের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলী।
ইতিহাস থেকে শিক্ষা নেয়া উচিৎ।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি ভায়া

হুম। কিন্তু কেউতো নেয় না
বন্দুকেই ভরসা করে, করছে!!! দু:খজনক!

শুভেচ্ছা রইলো

৭| ১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন দাদা

১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা রইলো

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০২

খায়রুল আহসান বলেছেন: যথোপযুক্ত কবিতা, চমৎকার লিখেছেন!

কবিতায় প্লাস। + +

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র

প্লাসে কৃতজ্ঞতা।
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩১

ঢুকিচেপা বলেছেন: একটা ইতিহাসকে কেন্দ্র করে চমৎকার আবেগপূর্ণ লেখা পড়া হলো।
আমরা শুধু কাগজেই পড়ি ইতিহাস থেকে শিক্ষা নিতে কিন্তু সেটা আর হয়ে উঠে না।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ভায়া

হুম। ক্ষমতার পাগলা ঘোড়ায় সবাই বেসামাল. আর ইতিহাস নিরবে রচে যায় তার আপন পথ নিত্যতায়।

শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.