নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তনের পথে

কথা কম কাজ বেশি

বিগবসব্লগ

ভাল ছেলে

বিগবসব্লগ › বিস্তারিত পোস্টঃ

নাক দিয়ে রক্ত পড়া সমস্যা ও সমাধান

২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৭



সৌদিতে এখন বেশ শীত পড়েছে...এবছর বাংলাদেশেও নাকি প্রচুর শীত পড়েছে...এখানে শীতের তীব্রতা এতো বেশি যে ঘরের মধ্যে হিটার চালিয়ে ঘুমাতে হয়...তীব্র শীত উপেক্ষা করে বাহিরে বাংলাদেশী যে ভাইয়েরা কাজ করে তাদের কষ্টটা অনুভব করতেই ভেতরটা কষ্টে মোচড় দিয়ে উঠে...তা যাই হোক সেদিন আমার এক সাদিক (বন্ধু) এর সাথে গেলাম সাগরে বশি দিয়ে মাছ ধরতে...আবহাওয়া ফরকাষ্ট দেখে গিয়েছিলাম যে তেমন শীত পড়বে না...কিন্তু বিধি বাম বিজ্ঞানকে মিথ্যা প্রমান করে তীব্র ঠান্ডা বাতাসের তোড়ে এক পর্যায়ে মাছ ধরা ইস্তফা দিতে বাধ্য হলাম...যথারিতি বাসায় ফিরে হিটার ফ্যান ছেড়ে লম্বা ঘুম...ঘুম থেকে উঠে ফজরের নামায পড়ার জন্য যেই অজু করতে গেলাম...অমনি খেয়াল করলাম নাক থেকে জমাট বাঁধা রক্ত বেড় হচ্ছে...যাইহোক তেমন পাত্তা না দিয়ে যথারিতি অফিসে গেলাম...আসরের নামাযের সময় নাক দিয়ে গড়িয়ে রক্ত বের হলো...কিছুটা চিন্তায় পড়ে গেলাম...ঘাবড়ালাম না কারন নাক দিয়ে রক্ত পড়া সম্পর্কে আমি জানি...আমার সাইনোসাইটিস সমস্যা আছে...তাই উপস্থিত যথযথ ব্যবস্থা নিয়ে...হাসপাতাল গিয়ে ডাক্তার দেখিয়ে এলাম...



আসুন এবার আমরা দেখে নেই নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা ও তার সমাধান...নাক দিয়ে রক্ত পড়া একটি সাধারণ রক্তক্ষরণ জনিত ঘটনা...শিশু এবং বৃদ্ধদের মাঝে নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা বেশি দেখা যায়...এটা আসলে জ্বর/ঠান্ডা/কাশি/আমাশয় এরকম পরিচিত কোন রোগ নয়...তাছাড়া হঠাৎ রক্তক্ষরন হয় বলে রোগী সহ রোগীর চারপাশের লোকজন ভয় পেয়ে যান...পড়তে পতে আর একটু অগ্রসর হলেই বুঝতে পারবেন...আসলে ভয় পাবার কিচ্ছু নাই...



%%- নাক দিয়ে রক্ত পড়ার কারন: নাক দিয়ে রক্ত পড়ার কারনগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি...



১) কোন কারন ছাড়া রক্ত পড়া: কারণ ছাড়া (Idiopathic) ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না...



২) নাকের সমস্যা:

=> আঘাত -সাধারণত: নাকে কোন ভোতা বস্ত্ত দিয়ে আঘাত করলে

=> বহিরাগত দ্রব্য- যেমন হাত দিয়ে নাক খোটার সময়

=> শ্বাসতন্ত্রের অসুস্থতা জনিত- যেমন নাকের সর্দি, সাইনোসাইটিস

=> নাকের কোন সমস্যা, যেমন পলিপ/টিউমার থাকলে

=> রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলেও নাক দিয়ে রক্ত পরতে পারে

=> নাকের অপারেশন



৩) শারীরিক সমস্যা:

=> আঘাত

=> এলার্জি

=> প্রদাহ

=> উচ্চ রক্তচাপ

=> রক্ত স্বল্পতা/এনিমিয়া

=> রক্তে জমাট বাঁধার সমস্যা হিমফিলিয়া, লিউকোমিয়া ইত্যাদি

=> মাসিক-এর সময় এবং গর্ভাবস্থায়

=> এছাড়া ঔষধ যেমন-এসপিরিন, আইবুপ্রফেন সেবনের কারণে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে...



@};- চিকিৎসা :





=> নাক দিয়ে রক্ত পড়লে সঙ্গে সঙ্গে বসে পড়ুন এবং বৃদ্ধ ও নির্দেশক অঙুলি দিয়ে নাকের সামনের নরম অংশে চাপ দিয়ে এবং মুখ দিয়ে শ্বাস নিন...এভাবে ১৫-২০ মিনিট চেপে ধরলে অনেক ক্ষেত্রে রক্ত পড়া বন্ধ হয়ে যায়...





=> অনেক সময় কপালে, ঘাড়ে বরফ দিয়ে ঘষলে বা বরফ ঠান্ডা পানি খেলে উপকার পাওয়া যায়...



=> যদি এতেও বন্ধ না হয় তবে হাসপাতালে বা নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন...অবস্থ্যা জটিল হলে বিশেষজ্ঞ রক্তের উৎস (Cauter) নির্নয় করে নাক প্যাক (ANS/PNS pack) দিয়ে রক্তক্ষরন বন্ধ করেন...মেডিক্যাল কারণে রক্ত ঝরলে তার চিকিৎসা করেন...নাকের পেছনের অংশ থেকে রক্ত ঝরলে রোগীর অবস্থা আশঙ্কা যুক্ত হতে পারে...সেক্ষেত্রে অনেক সময় রক্ত ধমনী External artery বেঁধে দেওয়া হয়...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৮

নিলয় চাকলাদার বলেছেন: ধন্যবাদ। লেখাটি আমার কাজে লাগবে।

২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০৪

বিগবসব্লগ বলেছেন: নিলয় ভাইকে ধন্যবাদ...কিন্তু অবাক না হয়ে পারলাম না...১৬৪ জন পড়লো কিন্তু মন্তব্য পেলাম মাত্র একটা...একজন ব্লগার লেখায় কিভাবে উৎসাহ পাবে... :(

২| ২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৪

ইমন কুমার দে বলেছেন: হুমম.....। ভালো লেখা। :)

২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০১

বিগবসব্লগ বলেছেন: ইমন ভাইকে অনেক ধন্যবাদ...

৩| ২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৮

আলম৭৭৭ বলেছেন: মন্তব্য েপেল ভাল লােগ তাই না ভাই। মন্তব্য করলাম
(ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল) (ভাল)

২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৩

বিগবসব্লগ বলেছেন: অবশ্যই ভালো লাগে...মন্তব্য সমালোচনা যদি না থাকে তাহেল একজন নতুন লেখক কি করে বুঝেব সে কেমন লিখল...ভাল-খারাপ দুই প্রকার মন্তব্যই লেখকের উপকারে আসে...ধন্যবাদ আপনার অভিব্যাক্তির জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.