![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথ চলতে চলতে হটাৎ
পায়ে ব্যাথা বলে আটকে যাও
কি ভাবো ? আমি কিছু বুঝি না ?
আমার কাধেঁ ভর দিয়ে বাকিটা পথ হাঁটতে চাও...
কথা বলতে বলতে হটাৎ
অন্য কথায় চলে যাও
কি ভাবো ? আমি কিছু বুঝি না ?
ফোন কাটার আগে আরও কিছুটা সময় আমার কথাই শুনতে চাও...
ছোট্ট কোনও কথা নিয়ে হটাৎ
দু চোখ ভরে অশ্রু ঝরাও
কি ভাবো ? আমি কিছু বুঝি না ?
আমারি হাতে চোখের কোণে শিশিরবিন্দুটা মুছাতে চাও...
কি ভাবছো ?
অভিযোগ করছি ?
দূর বোকা...
আমিই তো চাই
একটু কাধেঁ ভরের ছলে
আরও কিছু কথা বলে
একটুখানি অশ্রুজলে...
ভালোবাসায় জড়াও......
©somewhere in net ltd.