নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেয়ে আছি, তুমি আসবে বলে

বিজয় কুমার ঘোস

কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপকথার, পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশকুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, পরীর দেশের বদ্ধ দুয়ার দিই হানা মনে মনে। _রবিন্দ্রনাথ ঠাকুর।

বিজয় কুমার ঘোস › বিস্তারিত পোস্টঃ

সাঈদীর পক্ষে বলায় মাওলানাকে গণধোলায় ## এত খুশি লাগে ক্যারে

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:১৮

মাহফিলে যুদ্ধাপরাধী ও ফাঁসির আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ‘বয়ান’ দেয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক ধর্মীয় বক্তাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।











মঙ্গলবার রাত ১টার দিকে ভানোর কাশিডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে এক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।



বালিয়াডাঙ্গী থানার ওসি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, মাওলানা মো. আ. খালেককে ধর্ম অপব্যাখ্যা ও আদালত অবমাননার দায়ে গ্রেপ্তার করা হয়েছে।



রাতের ওই অনুষ্ঠানে যোগ দিতে রংপুরের কাউনিয়া উপজেলা থেকে আসেন মাওলানা খালেক। এ সময় স্থানীয় আলেম ওলামা, বিভিন্ন ধর্মচিন্তাবিদরাও ছিলেন।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মওলানা খালেক তার বক্তব্য দিতে এসেই বলেন, আল্লামা সুফি দেলাওয়ার হোসাইন সাঈদী একজন ভালো লোক, সে কোন দোষ করে নাই, তাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে।



তার ওই বক্তব্য শেষ হতে না হতেই উপস্থিত লোকজন মঞ্চে উঠে তার মাইক কেড়ে নেন এবং তাকে বেধরক গণপিটুনি দেন। এ সময় ওয়াজ মাহফিল পণ্ড হয়ে যায়। ক্ষুব্ধ লোকজনের হাত থেকে খালেককে উদ্ধার করে মসজিদের লোকজন মসজিদ কক্ষে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।



ধর্মীয় অনুষ্ঠানটিতে হাজারেরও বেশি নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

মূল খবর এখানে

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অতি উত্তম ঝা ঝা! খুবই ভালো কাম করছে!

১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৪৬

বিজয় কুমার ঘোস বলেছেন: ;) ;) ;)

২| ১৪ ই মে, ২০১৪ দুপুর ২:১২

অপু তানভীর বলেছেন: অতি উত্তম করেছে হে একালাবাসী ;););)

১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩২

বিজয় কুমার ঘোস বলেছেন: ;);)

৩| ১৪ ই মে, ২০১৪ দুপুর ২:১৪

নীল আকাশ ২০১৩ বলেছেন: আজকাল গণধোলাইয়ের মানে বোঝাও খুব কঠিন। এক পত্রিকায় খবর দেয়, "শিবির কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে পুলিশে দিল ছাত্রলীগ" আর এক পত্রিকায় খবর বেরোয়, "শিবির কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করল বিক্ষুব্ধ জনতা।"

বিভিন্ন মুখী জনতা আর মিডিয়ার ভিড়ে কোন খবরে যে খুশী হব আর কোন খবর শুনে রাগে ফেটে পড়ব, বুঝতে পারিনা আবাল পাবলিক।

১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩৩

বিজয় কুমার ঘোস বলেছেন: আপনার ত লাগেনি আবার ;) ;)

৪| ১৪ ই মে, ২০১৪ দুপুর ২:১৯

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: মাওলানাকে বডি ম্যাসাজ দেয়া হয়েছে, তার শরির ম্যাজম্যাজ করছিল।

১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩৫

বিজয় কুমার ঘোস বলেছেন: অতি উত্তম ঝা ঝা সহকারে ;) ;)

৫| ১৪ ই মে, ২০১৪ দুপুর ২:২১

বাংলার নেতা বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু!

১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩৬

বিজয় কুমার ঘোস বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু!

৬| ১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩৪

মোমের মানুষ-২ বলেছেন: জয় বাংলা কুত্তা সামলা

১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩৭

বিজয় কুমার ঘোস বলেছেন: কুত্তা সামলা!!!! আপনার ত লাগেনি আবার ;) ;)

৭| ১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩৯

ক্যাচালবাজ বলেছেন: আহা বুমেরাং! ওখানেও, এখানেও (!)

১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৪২

বিজয় কুমার ঘোস বলেছেন: আহা বেশ বেশ মানসে পিটাই ছাগু মাওলানাদের । ;) ;) ;)

৮| ১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৪৫

রেজওয়ান26 বলেছেন: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- এটা তো একটি নিদৃষ্ট দলকে সমর্থন করে ।

সংবাদের বিশ্বাস সত্যতা কি ?

১৪ ই মে, ২০১৪ রাত ১১:২৬

বিজয় কুমার ঘোস বলেছেন: ভাইজান কি কষ্ঠ পাইলেন

৯| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:২২

নিষ্‌কর্মা বলেছেন: ইসসসসস ছাগুগুলা কি যে কষ্ট পাইলো এই সংবাদে X(( X( B-)) B-)) B-))

১৪ ই মে, ২০১৪ রাত ১১:২৭

বিজয় কুমার ঘোস বলেছেন: উপরে একজনের বেদনা শুরু হইয়া গেছে গা ;) ;)

১০| ১৭ ই মে, ২০১৪ রাত ৩:৫৪

ভুয়া প্রেমিক বলেছেন: ্চলেন এই খুশিতে আমরা সবাই বৃন্দাবন যেয়ে দুধওয়ালী ছেড়ি গো লগে লীলা কইরা আসি

২৫ শে মে, ২০১৪ রাত ১:২৫

বিজয় কুমার ঘোস বলেছেন: উপরে একজনের বেদনা শুরু হইয়া গেছে গা ;) ;)

১১| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৪

পংবাড়ী বলেছেন: ভয় পাবার কিছু নেই, আমি ভাসুর নই; পোস্ট মুছার দরকার ছিলো না।

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৫৭

বিজয় কুমার ঘোস বলেছেন: ভয় পাবার কি আছে তরল ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.