নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেয়ে আছি, তুমি আসবে বলে

বিজয় কুমার ঘোস

কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপকথার, পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশকুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, পরীর দেশের বদ্ধ দুয়ার দিই হানা মনে মনে। _রবিন্দ্রনাথ ঠাকুর।

বিজয় কুমার ঘোস › বিস্তারিত পোস্টঃ

ডার্টি জোক্স

২৫ শে মে, ২০১৪ রাত ১:২৫

১.এক লোক বাজারে গেছে মুরগী কিনতে।

সে মুরগিওয়ালাকে বলল একটা কুমিল্লার মুরগী দেও।



মুরগিওয়ালা একটা মুরগি দিয়া বলল এই নেন কুমিল্লার মুরগি।

লোকটা মুরগীর পাছা দেখে কইলো। অই মিয়া এইডা তো কুমিল্লার মুরগী না। এটা যশোর এর মুরগী।



মুরগিওয়ালা অনেক খুজে আরেকটা মুরগি দিয়া কইলো এই নেন কুমিল্লার মুরগি। লোকটা আবার মুরগীর পাছা দেখে কইলো, ধুর মিয়া এইডাও তো কুমিল্লার মুরগি না। এটা ফরিদপুরের এর মুরগী। মুরগিওয়ালা এবার

অনেক ক্ষন খুজে আরেকটা মুরগি দিয়া কইলো এই নেন এইটাতো কুমিল্লার

মুরগি হইবোই। লোকটা এবার রাইগা কইলো। কি মিয়া? কি ব্যবসা কর

একটা মুরগিও চিনো না। তোমার বাড়ি কই?



এইবার মুরগিওয়ালা পিছন ফিরে লুঙ্গি উপরে তুইলা কইলো আপনেই

দেইখা কয়া দেন আমার বাড়ী কই? ;) ;) ;)



২.গভীর রাতে স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখে পাশে স্বামী নেই।

তাকে খুঁজে পেলো ডাইনিং টেবিলে। দেখে,তিনি এক কাপ কফি নিয়ে দেয়ালের দিকে স্থির তাকিয়ে আছেন। স্ত্রী লক্ষ্য করলেন, স্বামী গভীর

চিন্তামগ্ন।কফিতে একবার চুমুক দিচ্ছেন আর চোখের পানি মুচ্ছেন। স্ত্রী কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কী হয়েছে তোমার? দেয়াল থেকে চোখ ফিরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী বললেন, আজ থেকে ২০ বছর আগের সেই দিনের কথা তোমার মনে আছে? স্ত্রী বললেন, হ্যাঁ। স্বামী বললেন, একবার তোমার বাবা বলেছিলেন, হয় আমার মেয়েকে বিয়ে করবে,নয়তো ২০ বছরের জন্য জেল খাটতে হবে মনে আছে? স্ত্রী বললেন, হ্যাঁ, তাও মনে আছে। স্বামী চোখ মুছে বললেন, সেদিন যদি তোমাকে বিয়ে না করে জেলে যেতা তাহলে আজ মুক্তি পেতাম। B-) B-)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ রাত ১:৪৭

বালুন বলেছেন: Sobai porche darty joes but keu coment korena ki lage

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:০৩

বিজয় কুমার ঘোস বলেছেন: সবাই মজ্জা লইতে চাই, প্রমাণ রাখবার চাই না ;)

২| ২৫ শে মে, ২০১৪ রাত ১:৫৬

আমি তুমি আমরা বলেছেন: =p~ =p~ =p~

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:০৪

বিজয় কুমার ঘোস বলেছেন: ভাইজান ভাল আছেনি!

৩| ২৫ শে মে, ২০১৪ রাত ৩:১৮

নিয়েল হিমু বলেছেন: প্রথমটা চরম

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:০৬

বিজয় কুমার ঘোস বলেছেন: সত্যি যদি পাছা দেখে আমাদের রাজনৈতিক নেতা চিনা যেত। ;)

৪| ২৫ শে মে, ২০১৪ ভোর ৪:১০

কানা দাজ্জাল বলেছেন: কঠিন মামু কঠিন

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:০৮

বিজয় কুমার ঘোস বলেছেন: মামু মজা আর মজা ;)

৫| ২৫ শে মে, ২০১৪ সকাল ৮:২২

আজীব ০০৭ বলেছেন: হা হা হা.............।

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:০৯

বিজয় কুমার ঘোস বলেছেন: =p~

৬| ২৫ শে মে, ২০১৪ সকাল ৯:০৫

ঢাকাবাসী বলেছেন: হা হা হা মজা পেলুম। =p~ =p~

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:১৩

বিজয় কুমার ঘোস বলেছেন: ঢাকা বাসি জোক্স পড়াইয়া মজা পাই সে রে ;)

৭| ২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৫৯

নিজাম বলেছেন: কঠিন!!

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:১৫

বিজয় কুমার ঘোস বলেছেন: কি কঠিন ভাই :-P

৮| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:১১

সুমাইয়া আলো বলেছেন: ডার্টই জোকস =p~ =p~ =p~

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:১৫

বিজয় কুমার ঘোস বলেছেন: ভাল আছেন নি আলোপা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.