![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপকথার, পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশকুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, পরীর দেশের বদ্ধ দুয়ার দিই হানা মনে মনে। _রবিন্দ্রনাথ ঠাকুর।
স্ত্রী: উফস!!! এত আসতে টিপছ কেন, আরো জোরে জোরে টিপ না।
স্বামী: কেন ?
স্ত্রী: কাজ হচ্ছে না ত ?
স্বামী: আমার হাতে এর চাইতে আর জোর নাই,
আমি জোরে টিপতে পারব না ।
স্ত্রী: (রেগে গিয়ে)
তোমাকে আর কত বলব অ্যাঁ , এবার চেঞ্জ করে নিয়ে আস টিভির রিমোট।
২৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫৭
বিজয় কুমার ঘোস বলেছেন: আপনি আসলেই জাতির বোঝা
২| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:০৫
হাসান মাহবুব বলেছেন: এইটা কি আপনার বন্ধুদের আড্ডা পাইসেন নাকি?
২৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫৭
বিজয় কুমার ঘোস বলেছেন: হামা ভাই
৩| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:০৬
সুমাইয়া আলো বলেছেন:
২৯ শে মে, ২০১৪ সকাল ১০:৫৯
বিজয় কুমার ঘোস বলেছেন: B))
৪| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:১৪
শেরশাহ০০৭ বলেছেন: হাসতে পারলাম না বলে দুওখিত.........তবে চেষ্টা করেছিলাম
২৯ শে মে, ২০১৪ সকাল ১১:০০
বিজয় কুমার ঘোস বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:২৮
খাটাস বলেছেন: ঠিক ধরে নি। কেমন যেন
২৯ শে মে, ২০১৪ সকাল ১১:০১
বিজয় কুমার ঘোস বলেছেন: আসলেই কেমন যেন
৬| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:৫৬
হতাশ নািবক বলেছেন: হাসান মাহবুব বলেছেন: এইটা কি আপনার বন্ধুদের আড্ডা পাইসেন নাকি?
যা একান্তে বলা যায় তা কি , সর্বসমক্ষে বলা যায়।
২৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৩
বিজয় কুমার ঘোস বলেছেন: এখানে সিরিয়াস হওয়ার কি কিছু আছে।
৭| ২৮ শে মে, ২০১৪ রাত ১০:০১
ঢাকাবাসী বলেছেন: জঘন্য রুচি!
২৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৩
বিজয় কুমার ঘোস বলেছেন: কেন ঢাকা বাসি?
৮| ২৮ শে মে, ২০১৪ রাত ১০:০৩
নহে মিথ্যা বলেছেন: "বিজয় কুমার ঘোস" আপনাকে পেদাইতে মন চায়...
ফাউল লোকজন ব্লগের পরিবেশটা নষ্টো কইরা দিল...
২৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৫
বিজয় কুমার ঘোস বলেছেন: আমি বুঝলাম না কেন বিষয়টি সিরিয়াসলি নিতেছেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ রাত ৯:০৩
জাতির বোঝা বলেছেন: !!!!!