![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপকথার, পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশকুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, পরীর দেশের বদ্ধ দুয়ার দিই হানা মনে মনে। _রবিন্দ্রনাথ ঠাকুর।
**** ফকিরঃ বাবা আমারে ১০টা টাকা দেন চা খাব।
ভদ্রলোকঃ চা খেতে তো ৫টাকা লাগে, তুমি ১০ টাকা চাচ্ছ কেন?
ফকিরঃ গার্ল ফ্রেন্ড-রে নিয়া খামু।
ভদ্রলোকঃ হালার পাবলিক। ফকির হইয়াও গার্ল ফ্রেন্ড বানাইয়া ফেলছ!!
ফকিরঃ না স্যার, গার্ল ফ্রেন্ড-ই আমারে ফকির বানাইছে।
**** মাঝরাতে স্ত্রী স্বামীকে ঠেলা দিয়ে বলল, ‘অ্যাই...শোনো! একটা চোর ঢুকেছে বাসায়।
আমার মা যে পিঠাগুলো পাঠিয়েছিল, সেসব খাচ্ছে ফ্রিজ থেকে বের করে।’
স্বামী: বলো কি! এখন তো পুলিশ বাদ দিয়ে অ্যাম্বুলেন্স ডাকতে হবে!
**** কানের সমস্যা নিয়ে এক বৃদ্ধ গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার তাঁকে একটা শ্রবণযন্ত্র দিলেন। এর এক মাস পর ফিরে এলেন সেই বৃদ্ধ। ডাক্তার জিজ্ঞেস করলেন, ‘কানে কেমন শুনছেন এখন?’
বৃদ্ধ: একদম পরিষ্কার।
ডাক্তার: ঘরের লোকজন নিশ্চয়ই খুব খুশি।
বৃদ্ধ: বাড়ির কাউকে এখনো জানাইনি। চুপচাপ বসে বসে ওদের কথা শুনি। এর মধ্যে পাঁচবার উইল পাল্টেছি।
২৮ শে মে, ২০১৫ রাত ১২:২৬
বিজয় কুমার ঘোস বলেছেন: হা হা এখনো দেখি পাবলিক ১৮+ পোস্ট পড়ে :!>
২| ২৮ শে মে, ২০১৫ রাত ১:২৭
আমার নাম প্রভা বলেছেন:
০৩ রা জুন, ২০১৫ সকাল ৭:৫৭
বিজয় কুমার ঘোস বলেছেন: :!>
৩| ২৮ শে মে, ২০১৫ সকাল ১১:৫২
তিক্তভাষী বলেছেন: শেষেরটা মজার!
০৩ রা জুন, ২০১৫ সকাল ৭:৫৮
বিজয় কুমার ঘোস বলেছেন: ধন্যবাদ
৪| ২৮ শে মে, ২০১৫ রাত ৮:৪৫
রাসেল আহমেদ মাসুম বলেছেন: কে্ৗতুকের পোস্ট
যেন মুরগির রোস্ট
০৩ রা জুন, ২০১৫ সকাল ৭:৫৯
বিজয় কুমার ঘোস বলেছেন: বাহ দারূণ মিল
৫| ২৮ শে মে, ২০১৫ রাত ৮:৪৫
রাসেল আহমেদ মাসুম বলেছেন: কে্ৗতুকের পোস্ট
যেন মুরগির রোস্ট
০৩ রা জুন, ২০১৫ সকাল ৭:৫৯
বিজয় কুমার ঘোস বলেছেন: বাহ দারুণ মিল
৬| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:০১
প্রামানিক বলেছেন: চমৎকার
০৩ রা জুন, ২০১৫ সকাল ৮:০০
বিজয় কুমার ঘোস বলেছেন: ধন্যবাদ ভাই প্রামাণিক
৭| ২৯ শে মে, ২০১৫ সকাল ৮:০৯
যোগী বলেছেন: প্রতিটা কৌতুকই দারুন +
০৩ রা জুন, ২০১৫ সকাল ৮:০১
বিজয় কুমার ঘোস বলেছেন: অনেক ধন্যবাদ যোগীদা
৮| ২৯ শে মে, ২০১৫ সকাল ৮:২৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ++
০৩ রা জুন, ২০১৫ সকাল ৮:০১
বিজয় কুমার ঘোস বলেছেন: অনেক ধন্যবাদ শতদ্রু একটি নদী
৯| ২৯ শে মে, ২০১৫ সকাল ১১:৩৬
অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: ধন্যবাদ ভাই।
০৩ রা জুন, ২০১৫ সকাল ৮:০২
বিজয় কুমার ঘোস বলেছেন: ধন্যবাদ
১০| ০৩ রা জুন, ২০১৫ সকাল ৯:০২
নতুন বলেছেন: ১৮+ মানে তো ১৮টার বেশ... অন্য কিছুনা..
০৩ রা জুন, ২০১৫ সকাল ১০:৪৪
বিজয় কুমার ঘোস বলেছেন: রাইট রাইট
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ রাত ১২:২৪
বটের ফল বলেছেন: লাস্টের টা চমৎকার
+++++++++++++++