![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মানব জাতি। তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে. যখন পিতা পু্ত্রের কোন কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোন উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ্ সম্পকে প্পতারক শয়তানও যেন তোমাদেরকে প্পতারিত না করে । আল-কুআন
রহমান রহীম আল্লাহ তায়ালার নামে-
আমি শপথ করছি এ পবিত্র নগরীর, এ নগরীতে তুমি (দায়দায়িত্বমুক্ত) একজন বাসিন্দা। আমি শপথ করছি (আদি) পিতা ও (তার ঐরস থেকে) যা সে জন্ম দিয়েছে (তাদের), আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে পয়দা করেছি; এ মানুষটি কি এ কথা মনে করে, তার ওপর কারোই কোনো ক্ষমতা চলবে না ? সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি; সে কি (ভালোমন্দ দেখার জন্য) তাকে দুটো চোখ দেইনি? আমি কি তাকে একটি জিহবা ও দুটো ঠোঁট দেইনি? আমি কি তাকে (ন্যায় অন্যায়) দুটো পথ বলে দেইনি? (কিন্তু সে তো দুর্গম পথ) পার হওয়ার হিম্মত দেখায়নি, তুমি কি জানো সে দুর্গম পথটি কি? (তা হচ্ছে) দাসত্বের শেকল খুলে (কাউকে মুক্ত করে ) দেয়া, দুর্ভিক্ষের দিনে কাউকে (কিছু) খাবার দেয়া, নিকটতম কোনো আত্মীয় এতীমকে আহার পৌঁছানো, কিংবা ধুলো লুণ্ঠিত কোনো মেসকীনকে কিছু দান করা; অতপর তাদের দলে শামিল হয়ে যারা ঈমান আনবে এবং একে অপরকে ধৈর্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে; (সত্যিকার অর্থে) এরাই হচ্ছে ডান দিকের (সৌভাগ্যবান লোক); আর যারা অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের ব্যর্থ লোক, যেখানে তাদের ওপর আগুনের শিখা ছেয়ে থাকবে।
((( আল-কোরআন, সূরা আল বালাদ)))
©somewhere in net ltd.