![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মানব জাতি। তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে. যখন পিতা পু্ত্রের কোন কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোন উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ্ সম্পকে প্পতারক শয়তানও যেন তোমাদেরকে প্পতারিত না করে । আল-কুআন
সাহাবাদের নিয়ে বৈঠকে বসে আছেন নবীজী সা.। এক যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ‘ইয়া রাসুলুল্লাহ,আমাকে জেনা করার অনুমতি দিন।’ একথা শুনে উপস্থিত সকলে চমকে উঠলেন এবং তাকে তিরস্কার করলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমার কাছে এসো, সে কাছে এল। বললেন, বসো! যুবকটি বসলো। এরপর হুজুর সা. (তার ঊরুতে হাত রেখে) বললেন, ‘তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে?’ সে বলল, না ইয়া রাসুলুল্লাহ। আল্লাহ আমাকে আপনার প্রতি উৎসর্গিত করুন। কোনো মানুষই তার মায়ের জন্য এটা পছন্দ করবে না।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাহলে তোমার মেয়ের জন্য?’ যুবকটি বলল, না, ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার মেয়ের জন্য এটা পছন্দ করবে না।’ নবীজী (সা.) জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার বোনের জন্য?’ যুবক বলল, ‘না ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করবে না।’ নবীজী জিজ্ঞাসা করলেন, ‘তাহলে তোমার ফুফুর জন্য? যুবক বলল, ‘না ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার ফুফুর জন্য এটা পছন্দ করবে না।’ নবীজী জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার খালার জন্য?’ যুবক বলল, না কখনো না। আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন। কোনো মানুষই তার খালার জন্য এটা পছন্দ করবে না।’
এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হাত রাখলেন এবং দুআ করলেন- ইয়া আল্লাহ তার গুনাহ ক্ষমা করুন, তার অন্তর পবিত্র করুন এবং তার চরিত্র রক্ষা করুণ। হাদিসের বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষার ফলাফল এই হল যে, পরবর্তী জীবনে সে (রাস্তায় চললে) কোনদিকে চোখ তুলেও তাকাত না। (মুসনাদে আহমদ ৫/২৫৬-২৫৭)
এই হাদীস শিক্ষা দেয় যে, একজন পুরুষ যার সাথে জেনা করবে সে নিশ্চয় অন্য একজনের মা, মেয়ে, বোন, ফুফু কিংবা খালা। তাই সে যেমন নিজ মা, মেয়ে, বোন, ফুফু, খালাদেরকে সম্মানের চোখে দেখে তেমন যদি অপরের মা, মেয়ে, বোন, ফুফু, খালাদেরকেও সম্মানের সাথে দেখে তাহলে সে এই অপরাধ করতে পারবে না।
সুত্র: sundaytimes24.com
২| ১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৪৬
বালক বন্ধু বলেছেন: খুব ভাল লাগল লিখাটি দেখে। এই ভাবে যদি আমরা সাবই চিন্তা করি তাহলে সমাজে যৌন নির্যাতনের কোন ঝামেলাই থাকতো না। আল্লাহ আমাদের সবাইকে এই ভাবে নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৫ রাত ৮:২৩
জহুরুল কাইয়ুম বলেছেন: আমার প্রিয় নবীর মত শিক্ষা আর কেউ কোনদিন দিতে পারবে না!