![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেরুর রাজধানী লিমার দক্ষিণে অবস্থান বুজামা গ্রামটির। মরুভূমির মতোই রুক্ষ গ্রামটির আবহাওয়া। এমন প্রতিকূল আবহাওয়ার গ্রামটির স্থানীয় বাসিন্দাদের বিশুদ্ধ খাবার জলের যোগান দিচ্ছে এক বাণিজ্যিক বিলবোর্ড। বিবিসি জানিয়েছে, লিমার ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইউটিইসি) এবং বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান মায়ো পেরু গ্রাফটএফসিবি মিলে বানিয়েছে এই বিলবোর্ডটি
সুত্রঃ বি ডি নিউজ২৪.কম
বুজামা গ্রামটির বাসিন্দাদের বাস করতে হয় অসম্ভব রুক্ষ আবহাওয়ার মধ্যে। বিশুদ্ধ খাবার পানি পানের সুযোগ পান না গ্রামটির অনেক বাসিন্দাই। ওই সমস্যার সমাধান করেছে বিলবোর্ডটি। গড়ে প্রতিদিন ৯৬ লিটার হারে এখন পর্যন্ত নয় হাজার লিটার খাবার পানির যোগান দিয়েছে বিলবোর্ডটি।
রুক্ষ আবহাওয়া এবং বৃষ্টির পরিমাণ অনেক কম হলেও সামুদ্রিক বাতাসের প্রভাবে কখনো কখনো বাতাসে আদ্রতার পরিমাণ পৌঁছে যায় শতকরা ৯৮ শতাংশে। বিলবোর্ড প্যানেলটি বাতাসের জলীয় বাষ্পকে আটকে ফেলে ফিল্টারের মাধ্যমে খাবার পানিতে পরিণত করে বলে জানিয়েছেন ইউটিইসি মুখপাত্র জেসিকা রুয়াস।
ফিল্টার এবং কনডেনসারসহ বিলবোর্ড প্যানেলটিতে আছে পাঁচটি ডিভাইস, যা জলীয় বাষ্পকে বিশুদ্ধ পানিতে পরিণত করে জমা করে একটি ট্যাংকে। আর ট্যাংক বেরিয়ে আসা পাইপের সঙ্গে সংযুক্ত ট্যাপ থেকেই সংগ্রহ করা যায় খাবার পানি।
পুরো বিলবোর্ডটি বানাতে খরচ হয়েছে ১,২০০ ডলার। এ পদ্ধতি ব্যাপক হারে ব্যবহার করে দেশটির বিভিন্ন অঞ্চলে সুপেয় জলের অভাবে মেটানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন রুয়াস।
©somewhere in net ltd.