নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন বড়ই আজিব।

বিক্ষত

বিক্ষত › বিস্তারিত পোস্টঃ

সারা দেশে হরতাল প্রত্যাহার

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১





বুধবার বিকাল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।



এর আগে দুপুর আড়াইটায় এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাভারে ভবন ধসের ঘটনায় ঢাকা জেলা ও মহানগরে প্রত্যাহারের ঘোষণা দেন।



আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো ও দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানান।



সকাল সাড়ে ৮টার দিকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। এতে বহু মানুষ হতাহত হয়। এখনো সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ-র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।



নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে এমকে আনোয়ার বলেন, সকালে এই দুর্ঘটনার কথা জানার পরপরই সাভার থানা ও পৌর এলাকায় হরতাল শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়।



এছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়া সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান অংশ নেয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।



সর্বাত্মক চেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।



তদন্ত দাবি



বহুতল এই ভবন ধসের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিএনপি।



দলটির নেতা এমকে আনোয়ার বলেন, “সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ধসে পড়া রানা প্লাজার মালিক।”



যুবলীগের এই নেতা ‘অবৈধ’ প্রভাব খাটিয়ে অনুমতির তোয়াক্কা না করে সরকারি জায়গায় বহুতল এই ভবন তৈরি করেন বলে অভিযোগ করেন তিনি।



অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান এম কে আনোয়ার। একই সঙ্গে হতাহতদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান তিনি।



হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বিলম্বের কারণ জানতে চাইলে এমকে আনোয়ার বলেন, “সকালে সাভারের হরতাল শিথিল করার পর আমরা অবস্থার ভয়াবহতা জেনে জোট নেতাদের সঙ্গে আলাপ করছি। আলাপে যতটুকু সময় গেছে, তারপরই আমরা এই সিদ্ধান্ত জানিয়েছি।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.