![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
২০১৫ সাল।দেশের শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা,শুশিল সমাজের জ্ঞাণীগণ এবং কিছু উর্বর সাংবাদিকগণ ফলাও করে প্রচার করেছিল যে,"দেশে এখন ৭১ সালের চেয়েও ভয়াবহ অবস্থা বিরাজ করছে।"
এ কথার মাধ্যমে বুঝা যায় যে বাংলাদেশে সর্বোকালের খারাপ অবস্থা বিরাজ করছিলো সে সময়।কিন্তু তবুও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো'র নামাজে জানাজায় বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতি লক্ষ্য করেছিলাম।
আমার প্রশ্ন হচ্ছে,
কেন তাহলে ১৯৭৫ সালে দেশের শীর্ষ ব্যাক্তির নামাজে জানাজায় হাতে গোণা কয়েকজনের উপস্থিতি দেখেছিলো বিশ্ববাসী।সে সময় নিশ্চয় ৭১ কিংবা ২০১৫ সালের চেয়ে বেশী খারাপ অবস্থা দেশে বিরাজ করেছিলো না!!!
আমাকে গালি দেওয়ার আগে সেই সব নেতাদের প্রশ্ন করুন, ২০১৫ সালের বিএনপির আন্দোলনকে কেন ১৯৭১ সালের চেয়েও ভয়াবহ অবস্থার কথা বলা হয়েছিলো?আমার জানা মতে ১৯৭১ সাল ছিলো বাঙালীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবস্থা।
©somewhere in net ltd.