![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশের অবহেলিত জনতার একজন প্রতিনিধি।
ইচ্ছে করেই তোমায় প্রতিদিন কষ্ট দেবো,
অনেক রাত করে বাসায় ফিরবো,ভেতর থেকে দরজা খুলে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে অভিমানে চোখের অশ্রু ফেলবে তুমি।
চোখে চোখ রেখে,হাতের আঙুল দিয়ে তোমার চোখের অশ্রু মুছে নতুন প্রেম শুরু করবো গভীর রাতে।
প্রতিদিনের অভিমান ভাঙ্গা-গড়ায় থাকবে না কোন "একঘেঁয়েমী"...।
ভালোবাসায় "একঘেঁয়েমী" বলে কোন শব্দ থাকে না।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩০
বিক্ষুব্ধ জনতা বলেছেন: বেঁচে থাকুক প্রশান্ত ভালোবাসা।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: ভালোবাসায় "একঘেঁয়েমী" বলে কোন শব্দ থাকে না। - থাকা উচিত ও না। নিত্য নতুন ছন্দে বাঁচুক ভালবাসা আমাদের মাঝে।