নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দু'চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমার জন্য...

বিলাশ বিডি

Twenty years from now you will be more disappointed by the things you did not do than by the things you did. So throw off the bowlines. Sail away from the safe harbor. Catch the winds in your sails. Dream. Explore. Discover. -- Mark Twain

বিলাশ বিডি › বিস্তারিত পোস্টঃ

আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি

২২ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৫৩







কিছুদিন আগে একটা ওয়েব সাইটে একটা চমৎকার লেখা পড়ি। ভদ্রলোক গতো আট বছরেরও বেশি সময় ধরে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন দেশের ভাষা এবং সংস্কৃতি শিখছেন। তার পৃথিবী ভ্রমনের আট বছর পুর্তি উপলক্ষে তিনি তার ভ্রমন থেকে কী শিখেছেন সেটার একটা লিস্ট দিয়েছেন। ভাবলাম অনুবাদ করে ফেলি:)



মূল লেখার লিঙ্কঃ http://www.fluentin3months.com/life-lessons/



আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি

===========================================



আট বছর।

৪১৬ সপ্তাহ, যেটা প্রায় ৩০০০ দিন।



এই দীর্ঘ সময় আমার কোনো নির্ধারিত ঘর ছিলোনা। আমি ঘুরে বেড়িয়েছি দেশ থেকে দেশে, এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে। আমার সারা জীবনের অর্জন করা সব সম্বল আমার ট্রাভেল ব্যাগে করে নিয়ে আমি ঘুরে বেড়িয়েছি এই সময়টা। এটা ছিলো আমার জীবনের একটা বড় অংশ, এবং আমি এখনো এটা করে চলেছি।



এর আগেও আমি অবশ্য কয়েকটা জায়গায় ভ্রমন করেছি - দুটো গ্রীষ্ম আমেরিকায়, আর এক মাস স্পেইনে। এবং ২০০৩ সালে, আমার একুশতম জন্মদিনের সপ্তাহটিতে, আমি আমার জন্মস্থান আয়ারল্যান্ড ছাড়ি চিরদিনের জন্যে। এর কয়েকদিন আগে আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি, এবং আমি জানতাম এরপর হয়তো আমি আয়ারল্যান্ডে শুধু বেড়াতে আসবো, যদিও আমি জীবনে কখনো আমার পরিবারের সাথে ক্রিসমাস ডিনার না খেয়ে থাকিনি। কিন্তু আয়ারল্যান্ড আর আমার বাড়ি না। এখন থেকে "যেখানে আমি যাবো সেটাই হবে আমার বাড়ি"।



এর আগে আমার জীবনের প্রায় সবটুকু আমি ব্যয় করেছি বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পেছনে। কিন্তু সেখানে আমি গুরুত্মপূর্ণ প্রায় কিছুই শিখিনি। বইয়ে লেখা জিনিসগুলো প্রায় সবই আমি আগে থেকে জানতাম, কিন্তু আমি যা হতে চেয়েছি জীবনে সেটা আমি শিখেছি গতো আট বছরে পৃথিবীর পথে পথে ঘুরে বেড়িয়ে। এবং আমার নিশ্চিতভাবে এখনো অনেক কিছু শেখার আছে।



গতোকাল ছিলো আমার ২৯-তম জন্মদিন, এবং এই সপ্তাহে আমার পৃথিবী ভ্রমনের আট বছর পূর্ণ হচ্ছে। তাই ভাবলাম আমার এই আট বছরের অভিজ্ঞতা থেকে ২৯টি শিক্ষা আপনাদের সাথে শেয়ার করি। এগুলো বেশিরভাগই জীবন নিয়ে সাধারণ কথাবার্তা, কিন্তু এগুলো আমি শিখেছি সারা পৃথিবীর অসংখ্য মানুষের সাথে মেশার পরঃ



১। সব জায়গায় সব মানুষ আসলে একই জিনিস চায়



যদিও পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতি অনেক ভিন্ন, আপনি ইটালিয়ান কোটিপতি থেকে শুরু করে গৃহহীন ব্রাজিলিয়ান, নেদারল্যান্ডস এর জেলে, ফিলিপাইনের কম্পিটার প্রোগ্রামার এর সাথে তাদের নিজের ভাষায় তাদের মতো করে কথা বলে দেখবেন যে তারা সবাই জীবনের গুরুত্মপূর্ণ জিনিসগুলোর ব্যাপারে একই রকম চিন্তা করে।



সবাই চায় স্বীকৃতি, ভালোবাসা, নিরাপত্তা, বিনোদন, এবং একটা ভবিষ্যতের আশা। এই চাওয়াগুলির প্রকাশ এবং এগুলো পাওয়ার জন্যে সবার কাজে পার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাহ্যিক ব্যাপারগুলো উপেক্ষা করলে দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসলে প্রায় একই জিনিস চায়।



২। সুখ ভবিষ্যতের জন্যে তুলে রাখা বড় ভুল



অসংখ্য মানুষ ভাবে "ওই একটা জিনিস" যদি ঠিক হয়ে যায় "তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে"।



এটা একটা ঘোর (ডিলুশন)।



যখন "ওই একটা জিনিস" ঠিক হবে, তখন "আরো একটা" জিনিস আপনার জীবনে বাকি থেকে যাবে। জীবনে কখনো সবকিছু একসাথে আপনার কাছে ধরা দিবেনা। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি জীবনে সুখী হওয়া শুধু একটা জিনিস ঠিক হয়ে যাওয়ার উপর নির্ভর করেনা, এভাবে সুখী হওয়াও যায়না। এরচেয়ে এই মুহুর্তে আপনার যা আছে তা নিয়ে সুখী হোন, বর্তমানকে উপভোগ করুন, এবং একইসাথে ভবিষ্যতের জন্যে জন্যে কাজ করে যান। সাফল্য আসলে একটা ভ্রমন, গন্তব্য নয়!



আপনার জীবনের একটা বড় অংশ যদি একটা বড় কিছুর জন্যে কাজ করে চলে যায় তাহলে সে কাজটি হয়ে যাওয়ার পর আপনার জীবনে আর তেমন কিছুই থাকবেনা। কোনো বড় কিছুর জন্যে কাজ করলেও নিজেকে সুখী হওয়া থেকে বঞ্চিত করবেন না, কাজটি শেষ হওয়া পর্যন্ত সুখী হওয়ার জন্যে অপেক্ষা করে থাকবেন না, কাজ করতে করতেই সুখী হওয়ার চেষ্টা করুন।



ধীরে ধীরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করুন এবং এই ভ্রমন উপভোগ করুন।



অনুষ্টানটি উপভোগ করুন, শেষ দৃশ্যের জন্যে তাড়াহূড়ো করবেন না।



আমাদের জীবন হচ্ছে এখন - অতীত এবং ভবিষ্যত কোনোটাই না।



৩। "একদিন আমার সময় আসবে আর আমি সুখী হবো" - এটা একটা ফালতু চিন্তা। আপনি কখনোই লটারি জিতবেন না। বাস্তববাদী হোন।



অনেকের ভাগ্য নিয়ে একটা অদ্ভুত ধারণা আছে - আল্লাহ/ঈশ্বর/ভগবান/দেবতা কেউ একদিন কোনোভাবে তাদের ভাগ্য ঘুরিয়ে দিবেন। তারা ভাবেন তারা "সৌভাগ্য পাবার যোগ্য" এবং "একদিন সব এমনি এমনি ঠিক হয়ে যাবে" তাদের জন্যে। কেউ কেউ ভাবেন একদিন তারা লটারি জিতবেন কিংবা ভালো কিছু একটা ঘটবে তাদের জীবনে। অনেক মেয়ে ভাবে একদিন তার রাজপুত্র এসে তাকে নিয়ে যাবে স্বপ্নের দেশে!



এই ধরণের ভাবনা আসে পৃথিবী কীভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা ভুল ধারণা থেকে। হতে পারে আমি ভুল, হয়তো প্রার্থনা বা আশা থেকে ভালো কিছু ঘটতে পারে, হয়তোবা মানুষ হিসেবে ভালো হয়ে থাকতে পারলে একসময় ভালো কিছু ঘটতে পারে। কিন্তু আশা, প্রার্থনা, এবং ভালো হওয়ার পাশাপাশি কঠোর পরিশ্রম করে চাওয়ার জিনিসটাকে অর্জন করার চেষ্টা করে যেতে দোষ কোথায়?



আমি ব্যক্তিগতভাবে জাদু, জ্বীন-পরী, জ্যোতিষবিদ্যা, কিংবা কোনো অদৃশ্য সত্ত্বায় বিশ্বাস করিনা । এগুলোর ব্যাপারে আমি সন্দিহান এবং আমি বিশ্বাস করি এগুলো সবকিছু অসম্ভব এবং হাস্যকর। এইসব অদৃশ্যে বিশ্বাস না করাটা আমার জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। একজন বাস্তববাদী মানুষ হিসেবে পৃথিবীকে আমি খুব যুক্তির জায়গা হিসেবে দেখি যেখানে প্রকৃতির তৈরি বৈজ্ঞানিক নিয়ম এবং মানুষের তৈরি সামাজিক নিয়ম অনুসারে সবকিছু চলে। এবং পৃথিবীকে এভাবে দেখার কারণে আমি অনেক সহজভাবে সবকিছু দেখতে পারি।



এই বিশ্বজগত আপনাকে কিছু দেবার জন্যে পণ করে বসে নেই। আপনাকেই আপনার জীবন গুছিয়ে তোলার জন্যে কাজ করে যেতে হবে।



৪। নিয়তি বলে কিছু নাই, এবং এটা একটা সুখবর!



নিয়তি'র দোহাই দিয়ে আমরা অনেকেই জীবনে ভালো কিছু করা থেকে বিরত থাকি। আসল ঘটনা হচ্ছে নিয়তি বলে কিছু নাই



আপনার ব্যর্থতা কিংবা সীমাবদ্ধতা আপনার জন্ম কোথায় হয়েছে সেটার উপর নির্ভর করেনা, কিংবা আপনি কাকে চিনেন, আপনার জিন কেমন, আপনার কতো টাকা আছে, আপনার বয়স, আপনার অতীত, বা অন্য কোনো কিছুর সাথেই এর কোনো সম্পর্ক নাই। কোনো কিছুর দোহাই দিয়ে আপনার সীমাবদ্ধতাকে আপনি জাস্টিফাই করতে পারবেননা।



যদি সত্যিকারভাবে সংকল্পবদ্ধ হন, তাহলে জীবনে অর্জন করার অজস্র সুযোগ আছে - আপনি কে কিংবা আপনার কাছে কতো টাকা আছে এটা কোনো ব্যাপারই না।



৫। আপনার থেকে ভিন্ন বিশ্বাস ও মতের মানুষের সাথে কথা বলুন এবং তাদের বক্তব্য বোঝার চেষ্টা করুন



আমার ব্যক্তিগত বিশ্বাসের সাথে পৃথিবীর অনেক মানুষের বিশ্বাসের কোনো মিল নাই। কিন্তু মানুষ এই ভিন্ন বিশ্বাসে থেকেও জীবনের তাৎপর্য খুঁজে পায়। যদি সবাই আমার মতো বিশ্বাস করতো এবং ভাবতো তাহলে পৃথিবীটা একটা রসকষহীন জায়গায় পরিণত হতো।



অতএব আমি যখন আমার থেক ভিন্ন বিশ্বাসের কোনো মানুষের সাথে মিশি, তখন তাদেরকে আমার বিশ্বাসে নিয়ে আসার চেয়ে তাদের বিশ্বাস তাদের কাছে রেখে একসাথে মিলে চলার চেষ্টা করাই ভালো।



কেউ যখন তার কোনো বিশ্বাস এর ব্যাপারে "১০০% নিশ্চিত" এবং বহু বছর ধরে সেই বিশ্বাস ধারণ করে আসছে, তখন তাকে কিছু চালাকী কথাবার্তার মাধ্যমে তার বিশ্বাস থেকে সরানো যায় না। সবাই কিছু কিছু ব্যাপারে বদ্ধ মনের মানুষ, আমি নিজেও তাই



কেউ যদি নিজে নিজের বদ্ধ মন থেকে বের হতে না পারে তাহলে তাকে সেটাই বিশ্বাস করতে দেওয়া উচিত। আপনিই ঠিক আর অন্যরা ভুল - পৃথিবীকে এটা বোঝানোর দায়িত্ব নেওয়ার দরকার নাই। কখনো কখনো হয়তো আপনার বিশ্বাসটিই ভুল!



পৃথিবী আরো অনেক বেশি মজার জায়গা হয় যখন সেখানে বিভিন্ন বিশ্বাসের এবং আগ্রহের মানুষ থাকে। আমার নিজের সন্দেহবাদীতা সত্ত্বেও আমি অনেক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, অত্যন্ত ধার্মিক মানুষ, রক্ষণশীল মানুষ, এবং প্রযুক্তিকে ঘৃনা করে এমন অনেক মানুষের সাথে মিশেছি। এবং সেজন্যে আমার জীবন অনেক বেশী বৈচিত্রময় এবং সমৃদ্ধ হয়েছে।



আপনি যদি শুধুমাত্র যারা আপনার সব কথায় হ্যাঁ বলে এমন মানুষদের সাথে মিশেন তাহলে আপনি কখনো ভুল করছেন কিনা এটা জানার সুযোগ পাবেন না এবং নতুন জিনিস শিখতেও পারবেন না।



পরবর্তী পর্ব



মন্তব্য ৭৯ টি রেটিং +৯৪/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ৮:১১

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধীরে ধীরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করুন এবং এই ভ্রমন উপভোগ করুন।

নিজেকে অনেকবার অটোসাজেশন দিয়েছি এই আদর্শে..আশা করি একদিন ভ্রমন উপভোগ করতে পারব।
তবে আমার মি: বেনীর কাছে কয়েকটা প্রশ্ন আছে....

আপনি যে এই আট বছর কেবল ঘুরলেন.....ঘুরার খরচ কিভাবে জোগাড় করলেন??
খরচ জোগাড় করার চিন্তা কি আপনার মাথায় আসেনি??
একবারও অশান্তি করেন নি???



ক্যারিয়ার অনেক বড় একটা ফ্যাক্টর......কারন জীবন উপভোগ করতে টাকার একটা বড় ভূমিকা আছে....কি বলেন??

পোস্টে প্লাস এবং প্রিয়তে.....

২২ শে আগস্ট, ২০১১ সকাল ৮:১৮

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ সারওয়ার পড়ার জন্যে।

আপনার প্রশ্নের উত্তর উনি ওনার পোস্টে সবার উপরেই দিয়ে দিয়েছেনঃ

[Edit: People keep asking me how I can afford a travel lifestyle for so long, or if I'm rich or if my parents paid for everything. I paid for the entire trip myself, starting with no money saved up; I can assure you my lifestyle is way cheaper than most settled people who prove observation #10 and need so much money to buy rubbish!]

পৃথিবী ঘুরে বেড়াতে যতো টাকা লাগে বলে মনে হয় আসলে ততো টাকা লাগেনা!

২| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ৮:১৯

১১স্টার বলেছেন: ভালো লাগছে অনেক যত্নে লেখা এই অনুবাদ টি।

২২ শে আগস্ট, ২০১১ সকাল ৮:২৮

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ!

৩| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ৮:২২

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: বিমান ভাড়া,থাকার ভাড়া,খাওয়ার খরচ.......যাতায়াত.....উনার লাইফস্টাইল যদি খুবই সস্তা হয়ও......তাইলেও এই খরচগুলা উনাকে বহন করতেই হবে......আর বিদেশে আছি বলে জানি যে এই খরচগুলা কোথাও সস্তা না........সবখানেই ব্যয়বহুল......

যাই হোক......বিষয়টা ঘুরে যাচ্ছে......আমার খুব ঘুরার শখ বলেই আমি জিনিসটা জানার ইচ্ছা.......সবসময় পশ্চিমাদেরকেই এইসব ভ্রমন করতে আর ব্লগ খুলে ট্রাভেলগ লিখতে দেখি......নিজেদের আদর্শ বিতরন করতে দেখি.......পৃথিবীর অন্য পারের কাউকে দেখিনা.......

বিষয়টা ভাবায়......

২২ শে আগস্ট, ২০১১ সকাল ৮:২৭

বিলাশ বিডি বলেছেন: এটা ঠিক পৃথিবী ভ্রমণ খুব যে সস্তা তাও না :)

এই ভদ্রলোকও পৃথিবী ভ্রমণ করে বেড়াচ্ছেনঃ http://www.sebastianmarshall.com/about

এই দুজনেই আসলে যেখানেই যান সেখানে কাজ করেন বলে আমার ধারণা। ওদের ব্লগগুলো ভালো করে পড়ে দেখেন, ওরা কী করে এটা নিয়ে লেখা আছে। দুজনই প্রচুর লেখালেখি করে।


৪| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ৮:২৩

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: তবে আপনার বেশীর ভাগ পোস্টই খুব ভাল হয়.....
প্রিয়তে নেয়া ছাড়া উপায় থাকেনা:):)

২২ শে আগস্ট, ২০১১ সকাল ৮:২৮

বিলাশ বিডি বলেছেন: আগ্রহ নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ :)

৫| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৩৪

পাগলমন২০১১ বলেছেন: প্রিয়তে রাখলাম :)

২২ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩২

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ :)

৬| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ৯:০৪

সন্যাসী বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩২

বিলাশ বিডি বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ :)

৭| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ৯:১৫

সৌভিক ঘোষাল বলেছেন: রকম একটি লেখা যত্নে অনুবাদ করে আমাদের কাছে পৌঁছে দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের লেখাগুলোর অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

২২ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৪

বিলাশ বিডি বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ সৌভিক :)

আশা করছি পরের পর্বটি শীঘ্রই লিখতে পারবো...

৮| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৫

স্বপ্নশহর বলেছেন: ভালো লাগলো। অনেক কষ্ট করে অনুবাদ করার জন্য আপনাকে ধন্যবাদ।

৯| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৫৬

শেলী বেলী বলেছেন: পড়লাম । সব কিছু তো আমি আগে থেকে জানি, শুধু মেনে চলি না..হা হা..।

১০| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০২

অগ্নি যোদ্ধা বলেছেন: সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। :) :)

প্রিয়তে।

১১| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০৯

সাদাকালোরঙিন বলেছেন: ভাইয়া, আপনিও মাইক্রোসফট ছেড়ে বিশ্বভ্রমনে নামবেন নাকি ? আমার কেন জানি মনে হয় টেকনিক্যাল মানুষগুলোই একসময় বিশ্বাস করা শুরু করে যে জীবনটা মোটেই উপভোগ করা হয়নি এতদিন ( বোধহয় ইলেকট্রিক্যাল ইন্জিয়াররা আরো বেশি :) )। আমি নিজেও অনেকদিন ধরেই এমন বুনো ইচ্ছা নিয়ে ঘুরে বেরাচ্ছি।

২৩ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৫৯

বিলাশ বিডি বলেছেন: আপনি হয়তো জানেননা, আমি মাইক্রোসফট ছেড়ে দিয়েছি এক বছরেরও বেশি আগে :)

আমার জীবনের স্বপ্ন হচ্ছে এমন একটা চাকুরী করা যেটাতে ছয় মাস কাজ আর ছয় মাস ছুটি থাকবে যে সময়টাতে আমি ঘুরে ফিরে বেড়াবো :) নিদেনপক্ষে তিন মাসের ছুটি!

১২| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ১১:০৬

আকাশ_পাগলা বলেছেন: দারুণ।
চমৎকার।

১৩| ২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:০৫

বিষন্ন পথিক বলেছেন: সমমনা এবং সহমত @ সাদাকালোরঙিন
চমৎকার অনুবাদ।

১৪| ২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:১৮

বোকা ছেলে বলেছেন: সবই দেখি গিয়ানের কথা। প্রিয়তে রেখে দিলাম, কাজে লাগবে।
অনুবাদ বেশ ভাল হয়েছে। +

১৫| ২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৩০

লুকার বলেছেন:
দেশ-বিদেশে ভ্রমণ করলে, নানারকম মানুষের সাথে মিশলে মন উদার হয়, জীবন-যাপোনের জন্য অনেক কিছু বাহুল্য মনে হয়, সবাইকে বন্ধু মনে হয়। নিজের অভিজ্ঞতা থেকে বললাম।

২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০০

বিলাশ বিডি বলেছেন: খুবই সত্যি একটা কথা বললেন!

এটা আমি সবসময় দেখেছি, দেশ-বিদেশে ভ্রমণ করলে মন অনেক বেশি উদার হয়!

১৬| ২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৩১

আহমেদ রাকিব বলেছেন: বিলাশ ভাই, আপনি কোনো কারনে লেখা বন্ধ করে দিলে আমি আন্দোলন করবো। :) এত অসাধারন সব বিষয়ের অনবদ্য সব অনুবাদ। খুব খুব ভালো লাগছে। অপেক্ষায় আছি পরের পর্বের।

২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০২

বিলাশ বিডি বলেছেন: লেখালেখি আশা করি কখনো বন্ধ হবে না :)

পরের পর্ব লিখে ফেলবো শীঘ্রই আশা করি!

আগ্রহ নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ রাকিব! (যদিও তোমার মতো সুন্দর করে লিখতে পারিনা :( )

১৭| ২২ শে আগস্ট, ২০১১ দুপুর ২:০৭

একাকী বালক বলেছেন: ভাল লাগল। প্লাস।

১৮| ২২ শে আগস্ট, ২০১১ দুপুর ২:১৭

পাললিক মন বলেছেন: ভালো পোস্ট

১৯| ২২ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৬

নির্লিপ্ত বলেছেন: আমিও এরকম ঘুরে বেড়াতে চাই.।।।
আমরা সবই জানি, কিন্তু নিজে উপলব্ধি না করলে মনে হয় কেউই কিছু শিখিয়ে দিতে পারে না.।.।

দারুণ রচনা ও বক্তব্য.।।।

পরের পর্বের অপেক্ষা.।।

২০| ২২ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৩

চাটিকিয়াং রুমান বলেছেন: শিক্ষণীয় অনেক কিছুই আছে উনার অভিজ্ঞতা থেকে।

প্রিয়তে নিলাম

+++++

২১| ২২ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৭

বেঙ্গল মাসুদ বলেছেন: জানলাম শিখলাম অনেক কিছু

২২| ২২ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫১

শুভ রহমান বলেছেন: পড়তে খুবই ভালো লাগলো। নতুন করে ভাবনার খোরাক পাওয়া গেল। অনুবাদটাও সুন্দর, ঝরঝরে।

২৩| ২২ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৭

শুভ রহমান বলেছেন: ... ওয়েবসাইটটা সুন্দর, ঘুরছি ....

২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০৪

বিলাশ বিডি বলেছেন: এটা ভালো লাগলে এই সাইটটাও ভালো লাগতে পারে আপনারঃ

http://www.sebastianmarshall.com/

২৪| ২২ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: আসলেই সুন্দর ! প্রিয়তে নিলাম!

সমস্যা হলো কিছু কাজ বাকি, নাহলে ঠিক এমন জীবনটাই আমি গ্রহন করলাম!

সুখ বলতে কিছু নাই এখন সেরকমই মনে হয়!

২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০৪

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ উদাসী :)

কাজ শেষ করেই নেমে পড়ুন না :)

২৫| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৯

জাফর সািদক রুমী বলেছেন: আসলেই সুন্দর ! প্রিয়তে নিলাম!

২৬| ২৩ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৩

মিঠাপুর বলেছেন: অসাধারণ---










ভাই আমি জানি আপনাকে আমার নতুন করে বলতে হবে না---
সবাই সব কিছু পারে না---আপনার লেখার হাত বেশ সাবলীল---এমন আরো চাই---


ভাল থাকবেন

২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০৬

বিলাশ বিডি বলেছেন: অনেক ধন্যবাদ মিঠাপুর!

২৭| ২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৩৭

শ।মসীর বলেছেন: অনেকদিন পরে আরেকটি ভাল লাগার মত লেখা........

২৮| ২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৫২

সবাক বলেছেন: ভালোই লেগেছে। বেশ সচেতন পর্যবেক্ষন।

২৯| ২৩ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৯

কাঙ্গাল মুরশিদ বলেছেন: কিছুদিন আগে কোন এক পত্রিকায় একজনের বিশ্ব ভ্রমনের ঘটনা পড়েছিলাম যেখানে বলা হয়েছে তিনি প্রায় বিনা খরচেই বিশ্ব ভ্রমন সমাপ্ত করেছেন। দেখাগেছে বিভিন্ন দেশে থাকা ফেসবুক বন্ধুরাই তার থাকা খাওয়ার খরচ যুগিয়েছে। কাজেই ভ্রমনের খরচ সবসময় প্রধান প্রতিবন্ধক নয়।

ধন্যবাদ চমৎকার একটি লেখা অনুবাদ করার জন্য।

২৬ শে আগস্ট, ২০১১ রাত ১:৪৮

বিলাশ বিডি বলেছেন: এরকম আরো অনেক উপায় আছে পৃথিবী ভ্রমণ করার। তবে বাংলাদেশ থেকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে হই উন্নত দেশের ভিসা পাওয়া।

পড়ার জন্যে অনেক ধন্যবাদ।

৩০| ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১:০৬

কুন্তল_এ বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম। ঝরঝরে অনুবাদ। আগামী পর্বটা দিতে দেরী করবেন না প্লিজ।

"আমার জীবনের স্বপ্ন হচ্ছে এমন একটা চাকুরী করা যেটাতে ছয় মাস কাজ আর ছয় মাস ছুটি থাকবে যে সময়টাতে আমি ঘুরে ফিরে বেড়াবো :) নিদেনপক্ষে তিন মাসের ছুটি!
-- আমিও আপনার মতো এরকম একটা চাকুরী করতে চাই। :)

২৬ শে আগস্ট, ২০১১ রাত ১:৫০

বিলাশ বিডি বলেছেন: এরকম চাকুরী তো পাওয়া যাবেনা, ব্যবসা বা গবেষ্ণা গোছের কিছু করতে হবে মনে হচ্ছে :)

২৬ শে আগস্ট, ২০১১ রাত ১:৫০

বিলাশ বিডি বলেছেন: এরকম চাকুরী তো পাওয়া যাবেনা, ব্যবসা বা গবেষণা গোছের কিছু করতে হবে মনে হচ্ছে :)

৩১| ২৫ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৬

হাসান মাহবুব বলেছেন: এসব পড়তে ভালোই লাগে।

৩২| ২৫ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১১

একুয়া রেজিয়া বলেছেন: ভালো লাগল।

৩৩| ২৫ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪২

আরিফ থেকে আনা বলেছেন: অনেক ধন্যবাদ বিলাশ ভাই :)
উনার সাইটে দেখলাম উনি ফ্রিল্যান্সিং করেন, ল্যাঙ্গুয়েজ হ্যাকিং গাইড নামে একটা গাইডও সেল করেন। আর উনি বলছেন Instead of earning more, learn to spend less! তাই মনে হয় বিশ্ব ভ্রমণের খরচ যোগাতে উনার সমস্যা হয় না।

২৬ শে আগস্ট, ২০১১ রাত ১:৫১

বিলাশ বিডি বলেছেন: ঠিক তাই।

উনি উনার ভ্রমণের খরচ উঠানোর জন্যে উপায় বের করে নিয়েছেন। ভাষাও শেখা হচ্ছে, আবার কিছু টাকাও কামাচ্ছেন!

৩৪| ২৭ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৮

আবীর একা বলেছেন: পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম :)

৩৫| ২৮ শে আগস্ট, ২০১১ রাত ৮:২৭

বৃক্ষ বলেছেন: সাফল্য আসলে একটা ভ্রমন, গন্তব্য নয়!

৩৬| ২৯ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৫৩

নতুন বলেছেন: আমিও ঠিক করেছি প্রতি বছর একটা দেশে ঘুরতে যামু....

৩৭| ২৯ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৩৪

রেজা রাজকুমার বলেছেন: কাঙ্গাল মুরশিদ বলেছেন: কিছুদিন আগে কোন এক পত্রিকায় একজনের বিশ্ব ভ্রমনের ঘটনা পড়েছিলাম যেখানে বলা হয়েছে তিনি প্রায় বিনা খরচেই বিশ্ব ভ্রমন সমাপ্ত করেছেন। দেখাগেছে বিভিন্ন দেশে থাকা ফেসবুক বন্ধুরাই তার থাকা খাওয়ার খরচ যুগিয়েছে। কাজেই ভ্রমনের খরচ সবসময় প্রধান প্রতিবন্ধক নয়

পৃথিবীর প্রায় সবদেশেই কাউচ সার্ফার দের একটা সংগঠন আছে। আমি নিজেও এটার সদস্য।
আসলে বিদেশে যাওয়ার কথা আমাদের মনে হলেই চোখের সামনে আমাদের ভেসে ওঠে তারকা চিহ্নিত হোটেল বা পিজ্জাহাট/কে এফ সি এর আইটেম।হোটেল বুক দেওয়ার সময় চিন্তা করি এসি/হট শাওয়ার আছে কিনা।
আর বিমান ভাড়া? আপনারা শুনলে আশ্চর্য হবেন যে মাত্র ১5৫থেকে ৫০ ডলার দিয়ে এয়ার এশিয়া জাকার্তা/বালি/সুরাবায়া/মেদান থেকে কেএল/ফুকেট/সিঙ্গাপুর এ প্যাকেজ দিতেছে। অথচ এই লোকশানের কথা বলে এয়ার এশিয়া গত জুন থেকে ঢাকা রুট বন্ধ করে দিয়েছে।

২৯ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৪১

বিলাশ বিডি বলেছেন: কাউচ সার্ফার এর কথা দ্বিতীয় পর্বে লেখা আছে। ওটা লেখকের সবচেয়ে প্রিয় সাইটের একটা।

আমাদের বাংলাদেশীদের জন্যে আসলে ভিসা এবং অ্যাডভেঞ্চারিজম এর অভাব হচ্ছে সবচেয়ে বড় বাধা।

৩৮| ২৯ শে আগস্ট, ২০১১ সকাল ৯:০৬

চিন্তামুনি বলেছেন: +++

৩৯| ২৯ শে আগস্ট, ২০১১ দুপুর ১:২৪

মোত্তালিব দরবারি বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ্

৪০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৫৭

পুটু বলেছেন: দারুন।

৪১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১৭

জুন বলেছেন: ইশ আমি যদি এই ভদ্রলোকের মত ঘুরে বেড়াতে পারতাম আর কিচ্ছু চাইতাম না জীবনে। যদিও আমি দুটো পয়সা জমলেই বের হয়ে পড়ি ঘুরতে। মনে হয় ইবনে বতুতা হয়ে যাই। আমি চীনে দেখেছি এক ইসরাইলী তরুন রেস্ট নিয়ে কাজ করে টাকা জমিয়ে কত অল্প খরচে ঘোরা যায় তাই করছে এবং এ ভাবে সে প্রায় চীনের বেশীরভাগ জায়গা দেখে ফেলেছে। ওরা বেশীরভাগ হোস্টেলে উঠে টাকা বাচানোর জন্য। পৃথিবীর সব দেশেই হোস্টেলের ব্যবস্থা আছে ওখানে অনেক অনেক কম খরচে থাকা যায়। ইজিপ্টে আমি এমন এক হোস্টেলে পরিচিত একজনের সাথে দেখা করতে গিয়ে সব ইউরোপিয়ান আর আমেরিকান ট্যুরিস্ট দের দেখেছিলাম যারা ডরমিটরীতে ৫ ডলার করে দিয়ে ব্রেড & ব্রেকফাস্ট সহ থাকছে। একটা ই ব্যাপার তা হলো কমন বাথরুম।কিন্ত ক্লিনার ২৪ ঘন্টা দাড়ানো। খুবই পরিস্কার পরিচ্ছন্ন যা চিন্তার ও বাইরে। চীনে আমি এক ছেলেকে দেখেছি সে রিসার্চ করছে অনেক দিন থেকে ওয়াংফুজিং হোস্টেলে থেকে। পার ডে ৫০ ডলার দিয়ে। ঐ খানে হোটেলে থাকতে গেলে তাকে কমে ২০০ ডলার এর নিচে রুম পেতো না।
অনেক বড় হয়ে গেল মন্তব্য বলে দুঃখিত।

১৩ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:১১

বিলাশ বিডি বলেছেন: আপনার সৌভাগ্য আপনি এতো দেশ ঘুরেছেন।

পৃথিবী ঘুরে বেড়াতে পারলে আসলেই মন অনেক উদার হয়, অন্য ধর্ম-বর্ণের মানুষকে অনেক বেশি আপন মনে হয়।

ধন্যবাদ এতো চমৎকার একটা মন্তব্যের জন্যে!

৪২| ০৩ রা অক্টোবর, ২০১১ সকাল ১১:৫৯

দীপান্বিতা বলেছেন: + :)

৪৩| ০৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৯

মাহফুজুর রহম।ন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++

৪৪| ১২ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৭

তাহসিন আহমেদ বলেছেন: আপনার অনুবাদ এতই ভালো হয়,আমি লিখে প্রকাশ করতে পারবো না।বিশেষ করে বিভিন্ন স্পিচ/ভাষন আপনি যেভাবে ব্লগে বাছাই করে অনেক সময় নিয়ে অনুবাদ করে লেখেন,ধন্যবাদ দিয়ে খাটো করা হবে।

আমাদের দেশ অনেক অনেক সমস্যায় আক্রান্ত,এর মাঝে কিছু আশার আলো যখন আশে পাশে খুঁজতে থাকে যারা পজিটিভ কিছু করতে চায়,তারা এমন কিছু পড়তে চায়,যেটা টনিকের মতো কাজ করে,কিছু হলেও অনুপ্রেরনা পায় ১টা লেখা পড়ে।সেই কাজ টা আপনি দেশ থেকে সোনেক দূরে থেকেও করছেন।মাসে ১টা লিখেন,তাও তো লিখছেন।আমি ব্লগে আসি অনেক টাই জীবনমুখী এমন ১টা লেখা পড়তে।বিলাশ ভাই,অনেক অনেক ভালো থাকবেন।আমি কি বললাম,বোঝাতে পারিনি হয়তো।

১৩ ই অক্টোবর, ২০১১ ভোর ৫:১৩

বিলাশ বিডি বলেছেন: তাহসিন, অনেক অনেক ধন্যাবাদ এতো আগ্রহ নিয়ে পড়ার জন্যে।

সত্যি কথা বলতে কী, কমেন্ট বা প্লাস এর জন্যে আমি লিখিনা। কেউ পড়ে যদি তার জীবনে কোনো কাজে লাগাতে পারে সেটাই আমার বড় পাওয়া।

আবারো অনেক ধন্যবাদ!

৪৫| ১৩ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:০৭

হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: সবগুলো পর্ব পড়ে খুব ভালো লাগলো ।
খুব অনুপ্রেরণাদায়ী লেখা।
এভাবে নিজেকে মানিয়ে নিতে পারলে জীবনটা আসলেই অন্য রকম হতো ।
প্রিয়তে নিলাম ।
লিখবেন । পড়ার অপেক্ষায় থাকলাম ভাই। :)

৪৬| ২৪ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১১

এস বাসার বলেছেন: ওয়েল ডান ব্রাদার।

৪৭| ০৯ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:১৪

জীবন্মৃত০১ বলেছেন: সুন্দর! প্রিয়তে নিলাম এবং ফেবুতে শেয়ার দিলাম।

৪৮| ২৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪০

হিবিজিবি বলেছেন: সুখ ভবিষ্যতের জন্যে তুলে রাখা বড় ভুল ।

"একদিন আমার সময় আসবে আর আমি সুখী হবো" - এটা একটা ফালতু চিন্তা। আপনি কখনোই লটারি জিতবেন না। বাস্তববাদী হোন।

চমৎকার কোটেশন। নিতান্তই খাঁটি কথা।

৪৯| ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৮

আলফা-কণা বলেছেন: koi ghurchen apni,,,kon desh,,,,,,,,,mone hoy middle east??

৫০| ১৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৫

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: দারুণ!

৫১| ১৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৯

শাহনেওয়াজ লতিফ বলেছেন: "একদিন আমার সময় আসবে আর আমি সুখী হবো" - এটা একটা ফালতু চিন্তা। আপনি কখনোই লটারি জিতবেন না। বাস্তববাদী হোন।

অনেকের ভাগ্য নিয়ে একটা অদ্ভুত ধারণা আছে - আল্লাহ/ঈশ্বর/ভগবান/দেবতা কেউ একদিন কোনোভাবে তাদের ভাগ্য ঘুরিয়ে দিবেন ।

চমত্ কার .।

৫২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৬

...অসমাপ্ত বলেছেন: আপনার বেশিরভাগ লেখা আমি মাঝে মাঝেই আবার পড়ি। ভাল থাকবেন আর এই চমৎকার লেখাগুলোর আরো অনুবাদ করবেন আশা করি।

৫৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩০

আবদুল মান্নান শামীম বলেছেন: দারুন! সত্যি দারুন!
প্রিয়তে এবং ফেবুতে শেয়ার!
আরো লিখুন।
ধন্যবাদ!

৫৪| ১০ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৪৪

শিপন মোল্লা বলেছেন: আমার ভিশন ভাল লাগলো পিয়েতে রেখে দিলাম।




ধন্যবাদ আপনাকে।

৫৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:২২

ছায়াপাখির অরণ্য বলেছেন: বাহ! বেশ বলেছেন তো ভদ্রলোক!

৫৬| ০১ লা অক্টোবর, ২০১২ সকাল ৭:৪০

হাম্বা বলেছেন: বেশ কিছুদিন থেকেই একটা চিন্তা করে বেশ মজা লাগে যে- আমরা ভবিষ্যতে সুখে থাকার আশায় কষ্ট করে হলেও একেবারেই মজা নেই এমন সব কাজ করি, ফলে বর্তমানেই দুঃখে থাকতে হয়।

ভবিষ্যতে যেন দুঃখে থাকতে না হয়, তাই বর্তমানেই দুঃখে থেকে শুধুমাত্র ভবিষ্যতের আশায়
কাজ করলাম । বিষয়টা খুব মজার না??


অবশ্য মাঝে মাঝে ভাবতাম এটা একেবারেই বাজে চিন্তা-


তাই এখানকার ২য় শিক্ষাটা পড়ে খুব মজা পেলাম।

৫৭| ০১ লা অক্টোবর, ২০১২ সকাল ৭:৪০

হাম্বা বলেছেন: পোষ্ট ফেসবুকে শেয়ার দিলাম

৫৮| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৬

সংবাদ বলেছেন: এক কথায় অসাধারন হইছে আমরা কবে মানুষ হব যেদিন আমাদের সভ্য বলে ভাবা হবে এবং আমাদের বিসার সমস্যা থাকবনো সবাই সাদরে অর্ভ্যথনা করবে

৫৯| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২৯

দক্ষিনা মলয় বলেছেন: facebook এ share করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.