নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দু'চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমার জন্য...

বিলাশ বিডি

Twenty years from now you will be more disappointed by the things you did not do than by the things you did. So throw off the bowlines. Sail away from the safe harbor. Catch the winds in your sails. Dream. Explore. Discover. -- Mark Twain

বিলাশ বিডি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৫





সবচেয়ে গভীর ভালোবাসা একমুখী হয়, দ্বিমুখী নয়।



ভালোবাসা দেওয়ার জিনিস, নেওয়ার জিনিস নয়। আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান, তাহলে আপনি এখনো ভালোবাসার গভীরে যেতে পারেননি। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা চলেনা!



ভালোবাসার সাথে প্রত্যাশার (expectation) কোনো সম্পর্ক নাই। সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায়, তার থেকে কোনো প্রতিদান আশা করে না। প্রত্যাশার চাপ আস্তে আস্তে ভালোবাসাকে মেরে ফেলে। আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রত্যাশা পূরণের মেশিন নয়।



সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে, বেঁধে ফেলে না। ভালোবাসা আফিমের মতো, লোহার শিকল নয়। আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তাকে মুক্ত করে দেন। লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে পাখি খাঁচা ভেঙ্গে উড়ে যাওয়ার চেষ্টা করবে। শেকল পরানোর চেয়ে পাখিকে ভালোবাসার আফিম খাওয়ান বরং।



প্রেম হচ্ছে আকর্ষণ (শারীরিক এবং মানসিক) + ভালোবাসা + প্রত্যাশা। প্রেমের প্রথম দিকে এই তিনটির সবগুলোই মোটামুটি সমান পরিমাণে থাকে। ভঙ্গুর প্রেমে প্রত্যাশার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, আকর্ষণ এবং ভালোবাসা আস্তে আস্তে কমতে থাকে। শ্বাশ্বত প্রেমে প্রত্যাশা প্রায় থাকেইনা, কিন্তু থাকে তীব্র ভালোবাসা; যদিও আকর্ষণ ধরে রাখাটা যেকোনো প্রেমেই কঠিন একটা কাজ। যেকোনো কিছুতে সময়ের সাথে সাথে আকুর্ষণ কমে যাওয়াটা খুব সম্ভবত মানুষের ডিএনএতে লেখা আছে। এ ব্যাপারে আমাদের খুব বেশি কিছু করার নাই।



বিয়ে হচ্ছে প্রেম + দায়িত্ব। স্বামী হিসেবে দায়িত্ব, স্ত্রী হিসেবে দায়িত্ব, জামাই হিসেবে দায়িত্ব, ঘরের বউ হিসেবে দায়িত্ব। সর্বোপরি পরিবার নামক প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার দায়িত্ব। যে সম্পর্কে স্বামী-স্ত্রীর পরস্পরের কাছ থেকে প্রত্যাশা সর্বনিম্ন সে সম্পর্ক সাধারণত বেশিদিন টিকে। ভঙ্গুর বৈবাহিক সম্পর্কে মানুষের আকর্ষণ এবং ভালোবাসা শূন্যের কোঠায় নেমে আসে, আর প্রত্যাশা আর দায়িত্ব আকশের কাছাকাছি চলে যায়। শ্বাশ্বত বৈবাহিক সম্পর্ক শ্বাশ্বত প্রেমের মতোই মূলত ভালোবাসা নির্ভর - প্রত্যাশা করার আগেই ভালোবাসা থেকে একে অপরকে সুখী করে ফেলে।



নিজে অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায়না। কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না। বরং আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেম করুন।



যেকোনো মানুষকে, যেকেনো বস্তুকে, এমনকি যেকোনো পশুকেও ভালোবাসা যায়। ভালোবাসলে যদি সুখ না পাওয়া যায় তাহলে সে ভালোবাসা গভীর ভালোবাসা না। দেশের কথা ভেবে যদি বুকের ভেতর সুখ-আবেগের মোচড় না উঠে তাহলে দেশকে আপনার আরো ভালোবাসতে হবে।



ভালোবাসা, প্রেম, আর অবসেশন - তিনটা ভিন্ন জিনিস। অবসেশন হচ্ছে কাউকে বা কোনো কিছুকে পাওয়ার জন্যে অযৌক্তিক রকম মরিয়া হয়ে উঠা। অবসেশনকে গভীর প্রেম বলে ভুল হতে পারে। অবসেশন মূলত ভালোবাসার মানুষের মাধ্যমে নিজেকে সুখী করার একটা চেষ্টা।



ভালোবাসার সাথে যৌনতার সরাসরি কোনো সম্পর্ক নাই। সেক্সের জন্যে ভালোবাসার চেয়ে আকর্ষণের বেশি দরকার। তবে আকর্ষণের সাথে ভালোবাসা যোগ হলে সেটা হয় সর্বোৎকৃষ্ট সেক্স। আকর্ষন ছাড়া শুধু ভালোবাসা দিয়ে যৌন জীবনে খুব বেশি সুখী হওয়া যায়না।





পুনশ্চঃ উপরের কথাগুলো নিতান্তই আমার ব্যক্তিগত ভাবনা। এই ভাবনাগুলোর কোনোটি বা সবগুলো অন্য কারো ভাবনার সাথে পুরোপুরি মিলে যাবে এটা আমি আশা করি না। আর সময়ের সাথে সাথে আমার নিজের ভাবনারও পরিবর্তন হতে পারে!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

আশফাকুল তাপস বলেছেন: লি** আপু কি জানে যে আজকাল আপনি ভালবাসা নিয়া থিসিস পেপার লিখতেসেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

বিলাশ বিডি বলেছেন: হাহা, না জানার তো কিছু নাই এখানে :) তার থিসিস পছন্দ হয়েছে কিনা সেটা অবশ্য অন্য প্রসঙ্গ!

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: বিলাশ বিডি,
নিজের থেকে লিখেছেন মনের ভাবনাকে । খুব সুন্দর আপনার ভাবনার আকাশ । নির্মল , স্বচ্ছ ।

আবার বলেছেন আপনার ভাবনারা পাল্টে যেতে ও পারে । পারে । আকাশ পাল্টায় যেমন । কিন্তু আকাশটাকে আমরা না পাল্টনো নীল দেখতেই ভালোবাসি ।

শুভেচ্ছান্তে ...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস আপনার সুন্দর কথাগুলোর জন্যে।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

অর্থনীতিবিদ বলেছেন: আপনার লেখাগুলো পড়ে অত্যন্ত ভালো লাগলো। ভালবাসাকে অত্যন্ত চমৎকার দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছেন। সত্যিই তো যে, ভালবাসা মানে কোন কিছুর প্রত্যাশা না করে কারো মঙ্গল কামনা করা। এবং এটা কোন ক্রমেই নেওয়ার জিনিস নয়। হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে তবুও বলছি লেখাটি বিদ্যালয়ের কোন পাঠ্যসূচীতে অন্তর্ভূক্ত করতে পারলে ভালো হতো। তাহলে মেয়েরা প্রেমের প্রেস্তাব, ভালবাসার প্রস্তাব, ইভটিজিং ইত্যাদির মতো অনেক বিব্রতকর ও অপমানজনক পরিস্থিতি থেকে হয়তোবা কিছুটা হলেও পরিত্রান পেত। চমৎকার একটি লেখা উপহার দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ অর্থনীতিবিদ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো লেখা!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ ইরফান!

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯

sraboni বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গি খুব স্বচ্ছ সুন্দর। এই রকম উপলব্ধি চমকিত করার মত। অনেক ভাল লাগা রেখে গেলাম।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

দীপান্বিতা বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গি আমারও খুব ভাল লাগে...আশাকরি পুঁচকেটা খুব ভাল আছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.