![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই বলে নেই, আমার এই পোস্ট এর কারন আপনাকে সিম রেজিস্ট্রেশন এ উদবুদ্ধ করা নয়, কিন্তু কিছু বিভ্রান্তিমুলক কথাবার্তার প্রতি যুক্তি সঙ্গত জিজ্ঞাসা।
কে কিভাবে নিবেন জানি না, এটা শুধুই আমার চিন্তাধারা এবং আমার কাজের অভিজ্ঞতার [সফটওয়্যার ইঞ্জিনিয়ার] আলোক থেকে তুলে ধরা...
....খুন হয়েছে চট্রগ্রামে, আপনার বাড়ি হচ্ছে নোয়াখালী, পরদিন পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেলো, কারণ তদন্তে আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে, যদিও আপনি জীবনেও দেখেন নি তাকে….!
-- বাংলাদেশ এর পুলিশ এর কি অযুহাত এর এতই অভাব পড়েছে যে, বাংলাদেশ এর বেসরকারি মোবাইল কোম্পানির কাছ থেকে আঙ্গুল এর ছাপ এনে, আপনাকে গ্রেফতার করতে হবে?
....ঢাকার পরিত্যক্ত এলাকায় একজন তরুণীর লাশ পাওয়া গেল, সাথে একটি ছুরি। সেই ছুরিতে আপনার আঙুলের ছাপ বসিয়ে আপনাকে আসামী বানিয়ে হাজতে চালান করল। আপনার ডিফেন্স কি?
-- উপরের লেখাটা আবার পড়ুন, সবচেয়ে বড় কথা, এর আগে কি ভুলে গ্রেফতার করার কোন নজির ঘটেনি? হাজতে চালান করা, আর অপরাধি হিসেবে দন্ড দেওয়াটা এক না, যদিও কোনটাই গ্রহন যোগ্য নয়। আর ডিফেন্স এর ক্ষেত্রে, আমরা নিশ্চই অদৃশ্য নই তাই না?
.....ঢাকা শহরের দশ কাঠা জমির মালিক আপনি, কয়েকদিন পর এক লোক এসে আপনার জায়গা দখল করলো, তারা বললো আপনি তাদের কাছে জমি বিক্রি করেছেন, দলিলে আপনার আঙ্গুলের ছাপ স্পষ্ট, মামলা করলেন, বাংলাদেশের মামলা যুগ যুগ ধরে চলতেই থাকবে…..
-- অনেক পুরান কাহিনি ভাই, এই রকম ঘটনা সিম রেজিস্ট্রেশন এর আগেই অনেক ঘটছে, আঙ্গুলের ছাপ / সই সব নকল করার নজির তো অহরহ !!
...অথবা ধরুন আগামীতে এমন একটি আইন হলো যে ভোট হবে বায়োমেট্রিক দিয়ে। আপনার হাতের ছাপ তো ফোন কোম্পানী আর বিটিআরসি’র কাছে আছেই। ভোটের দিন আপনি বাসায় ঘুমাবেন..আর আপনার ভোট কাস্টিং হয়ে যাবে.......ইহা কি সম্ভব?
-- ভাই 2 Layer ভেরিফিকেশন সিস্টেম নিয়ে একটু পড়াশুনা করে নিয়েন, যেখানে জাতীয় পরিচয় পত্রের ওয়েব সাইট এ লগিন করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়, ভোট টা নিশ্চই আরো গুরুত্বপুর্ন। তাই না?
অসম্ভবের কিছু নাই, আপনি আপনার সর্বোচ্চ সিকিউরিটি তুলে দিচ্ছেন বিদেশী চোরদের কাছে, এই লিলিপুটদের কাছ থেকে হ্যাকিং করা কোন ব্যাপার?সিম কোম্পানি গুলোর ভেরিফিকেইশন করার জন্য হলেও সার্ভারে জমা রাখতে হয়, ধরুন সিকিউরিটি লেয়ার তৈরি করা কর্পোরেট ডাটাবেইজের আড়ালে সব লুকিয়ে রাখলে, তখন যদি ম্যালওয়ার বা রুটকিটের সাহায্যে সকল ডাটাবেজ ডাউনলোড করে রাখে, সেটার খবর গভর্নমেন্ট কিভাবে নিবে?
-- ভাই আমি আপনারে ওপেন চ্যালেঞ্জ দিতে পারি যদি আপনি চান, আপনারে আমি ওয়েব সাইট এর লগিন ইনফরমেসন রাখার টেবিল Excel এ দিব, তাও আপনি লগিন করতে পারবেন না... কেন জানেন?? এনক্রিপশন নামের একটা পদ্ধতি আছে, ভুলে গেলে আবার একটু পড়াশুনা করে নিয়েন...।
সমস্যা না বুঝলে মুড়ি খান, এয়ারটেল যদি তাদের গোয়েন্দা সংস্থা "র" এর কাছে সব তথ্য দিয়ে দেয়, গ্রামীণফোন যদি সিআইএর কাছে আপনার আঙ্গুলের ছাপ বিক্রি করে, কাল যদি ভারতে কোন হামলা হয়, কিংবা ইংল্যান্ডে আত্মঘাতী আঘাত করে কেউ, দোষটা আপনার ঘাড়ে পড়লে মোটেও আশ্চর্য হওয়ার কিছু নেই…আর যদি বিদেশে নিয়মিত যাওয়া আসা থাকে, তাইলে….
(কবি এখানে নিরব)
-- ভাইরে, ইংরেজি একশন ছিনেমা দেখা একটু কমান, জানেন তো ইংল্যান্ড, আমেরিকার চিপায় চিপায় CC Camera থাকে? আর ওদের ইন্টিলিজেন্স, বাংলাদেশ পুলিশ এর মত না :v পাসপোর্ট ভিসা ছাড়াই বিদেশ ঘুরে আসতে পারলে তো ভালই
অথবা কেউ আপনার হাতের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন করা সিম/ফোন চুরি করে নিয়ে গিয়ে কোনো হত্যাকান্ড ঘটালে...বাসায় এসে আপনাকেই চ্যাংদোলা করে নিয়ে যাবে...!!
-- এতক্ষন পর একটা সত্যিকার অর্থেই ভয়ের কথা, যেখানে নিজের সতর্কতার উপর কিছু নাই, কেন ভাই মোবাইলটা হারালে, সাথে সাথে Customer Care এ বলে সিমটা বন্ধ করে দিন, এই সমস্যা থেকে বেচে যাবেন...।
মানুষের আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা এবং ডিএনএ তথ্য একান্ত ব্যক্তিগত সম্পদ। এ তথ্য নিজস্ব ও রাষ্ট্র ছাড়া কারো কাছে থাকাই নিরাপদ নয়। রাষ্ট্র শুধু এটা প্রটেক্ট করতে পারে বা স্টোর করতে পারে। ওই ডেটাবেজ থেকে যদি কেউ পেয়ে যায় তাহলে তো ডেফিনেটলি ক্রাইম।
-- ভাইরে, এত বুদ্ধি নিয়া চললে ক্যামনে হবে?? এখনকার দিনে অনেক বেসরকারি অফিস এ ই Access Controller থাকে, যাতে আঙ্গুলের ছাপ স্টোর করে, Employee দের Identify করে, চিন্তা করা লাগে, কখন আমার অফিস আমার সম্পত্তি না দখল করে বসে !!!!
আঙ্গুলের ছাপ তৃতীয় পক্ষের কাছে চলে গেলে নানারকম অপব্যবহার হতে পারে। রিস্কটা হলো অন্য একটা অজানা লোক আপনাকে ইমপার্সনেট করতে পারে সে প্রিটেন্ড করতে পারে যে আপনি অমুক বা আপনি তমুক।
-- এটা একটা ভয়ের বিষয়, Digitalization এর অপব্যবহার
....মাস খানেক আগে ফিলিপাইনের দ্য ফিলিপাইন্স কমিশন অন দ্য ইলেকশন্সের ওয়েবসাইট হ্যাক করে ৭ কোটি মানুষের আঙ্গুলের ছাপ চুরি করেছে একদল হ্যাকার, লুজসেক নামের গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে সরকার বেশি তেড়িবেড়ি করলে সব ইনফরমেশন প্রকাশ করে দিবে.....
-- ভাই আমরা খালি আঙ্গুল এর ছাপ দিচ্ছি, বাপ দাদার সব তথ্য না, আর আঙ্গুল এর ছাপ প্রকাশ করলেও, আপনি কোন ছাপ কোন মানুষ এর তা কিভাবে জানবেন??
...পাকিস্তান বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছে সন্ত্রাসী হামলা থেকে বাঁচার জন্য, পরে তারাই সারা বিশ্বে ফেঁসেছে..বিশ্বের অনেক হামলায় তাদের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে....
-- পাকিস্তান এর সন্ত্রাসবাদ এর ইতিহাস কি সিম রেজিস্ট্রেশন এর আগে না পরে? একটু ভালো করে ঘাটায় দেখলেই পাবেন, আর বাংলাদেশ এ এখনো জঙ্গিবাদ পাকিস্তান এর মত বিস্তৃতি লাভ করে নাই,
এখন চিন্তা করেন, আপনার বোন, বৌ, ভাবি অনেক কেই অপিরিচিত নম্বর থেকে ফোন আসে, সেগুলো কি নিয়ন্ত্রন করা সম্ভব হবে? একটু হলেও কি কমানো সম্ভব হবে??
অপহরন করেই শুরু হয়, মুক্তিপন চাওয়া, এখন সিমটা রেজিস্ট্রেশন করা থাকলে সেটা কি Trace করা সম্ভব?
অনেক নামি দামি মানুষকে বেনামি নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়, তা কি কমানো সম্ভব?
যেকোন কিছুর ই কিছু উপকার ও অপকার থাকেই, ১৮ কোটি মানুষ এর 0.0005% মানুষ এর সমস্যাতে যদি 40 - 50% মানুষ এর উপকার হয়, তবেই তাই কি ভালো না?
©somewhere in net ltd.