![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা প্রায় ই একই জায়গা বুঝাতে UK, Britain এবং England বলে থাকি। অথচ এদের মধ্যে খুবই সুস্পষ্ট পার্থক্য রয়েছে যা না জানার কারনে অনেক সময় ই আমাদের বিভ্রান্তিতে পড়তে হয়।
প্রথমে আসি UK এর কথায়।UK এর পূর্ণ ও অফিসিয়াল নাম হল United kingdom of Great Britain and Northern Ireland। নাম থেকেই স্পষ্ট UK এর আওতাধীন হল গ্রেট ব্রিটেইন আর উত্তর আয়ারল্যান্ড (আয়ারল্যান্ড এর বেশিরভাগ অংশই এখন স্বাধীন)।
আবার গ্রেইট ব্রিটেইন এর মধ্যে আছে স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস।অর্থাৎ UK এর মধ্যে আছে চারটি আলাদা রাজ্যঃ
১।স্কটল্যান্ড - এর রাজধানী এডিনবার্গ
২।ইংল্যান্ড - এর রাজধানী লন্ডন
৩।ওয়েলস - এর রাজধানী কার্ডিফ এবং
৪। উত্তর আয়ারল্যান্ড -এর রাজধানী বেলফাস্ট
সুতরাং দেখা যাচ্ছে ইংল্যান্ড, ব্রিটেইন, স্কটল্যান্ড বা UK একই জায়গা নয় বরং UK এর বিভিন্ন অংশ। আর সমগ্র UK এর রাজধানী হল লন্ডন। UK এর সকল অধিবাসীরাই ব্রিটিশ বলে গণ্য হবে যদিও তাদের জাতীয়তা ভিন্ন।আর UK এর জাতীয় পতাকা যা সাধারণত Union Jack নামে পরিচিত সেটি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড এই তিনটি রাজ্যের পৃথক পতাকার সমন্বয়ে গঠিত। এখানে ওয়েলস এর পতাকা যুক্ত হয়নি কেননা এটি কোন পৃথক রাজ্য নয় বরং একটি রাজশাসিত রাষ্ট্র।
সবাইকে ধন্যবাদ.....
০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৩৬
বিন্দুবাসিনী বলেছেন: ):
২| ০৯ ই জুন, ২০১২ সকাল ৯:২৫
আহসান২০২০ বলেছেন: না জানা জিনিস জানলাম। খুব ভাল লাগল আর ধন্যবাদ আপনাকে।
০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৩৬
বিন্দুবাসিনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৩১
দেশের_কথা বলেছেন: অনেকেই রিপাবলিক অফ আয়্যারলেন্ড আর নর্দান আয়্যারলেন্ড এর পার্থক্যটা বুঝেনা।
০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৩৮
বিন্দুবাসিনী বলেছেন: এই অল্প কিছুদিন আগে আমিও জানতাম না....।
৪| ০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৩৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৭০৭ সালে এরা সবাই মিলে ইউকে গঠন করে। এর আগে প্রত্যেকের নিজ নিজ রাজা ছিল ও পৃথক দেশ হিসেবে চলত।
০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৪৫
বিন্দুবাসিনী বলেছেন: হুম ঠিক কথা.......।
৫| ০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৩৮
মোঃ আবদুল হাই বলেছেন: গুড পোস্ট। প্লাস।
০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৫৭
বিন্দুবাসিনী বলেছেন: ধন্যবাদ।
৬| ০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৩৯
শিপু ভাই বলেছেন:
উইলিয়াম ওয়ালেসকে মনে পরে গেল!!!
০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৫১
বিন্দুবাসিনী বলেছেন: ): ):
৭| ০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৫০
ইফতেখার5555 বলেছেন: কিছু দিন আগে এটা নিয়েই একটা ব্লগ পড়েছিলাম, হুবহু কপিপেস্ট তার নামটাও উল্লেখ করলে পারতেন
০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৫৬
বিন্দুবাসিনী বলেছেন: হুবুহু কপি পেষ্ট????? ভাই আমার তো কোন টুইন নাই...! আর থাকলেও বুদ্ধি তো কপি হওয়ার কথা না.... আপনি কি কষ্ট করে লিঙ্ক টা এক্টূ দিবেন? দেখতাম আর কি....।
ইতিহাস তো নতুন করে জন্ম দেবার বিষয় না। তাই বিষয় বস্তু মিলতেই পারে। তবে এ ধরনের কমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করার অনুরোধ রইল।
৮| ০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৫৬
মেহদী১০ বলেছেন: আরও আগে একদিন কার জানি পোস্ট দেখছিলাম এটা নিয়ে ।
৯| ০৯ ই জুন, ২০১২ সকাল ৯:৫৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: +++
০৯ ই জুন, ২০১২ দুপুর ১২:২৫
বিন্দুবাসিনী বলেছেন: ধন্যবাদ।
১০| ০৯ ই জুন, ২০১২ সকাল ১০:৩৫
অপ্রিয় বলেছেন: আবার গ্রেইট ব্রিটেইন এর মধ্যে আছে স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়ালেস।অর্থাৎ UK এর মধ্যে আছে চারটি আলাদা রাষ্ট্রঃ
এদের রাষ্ট্র না বলে রাজ্য বলতে হবে। বাংলায় আমরা রাষ্ট্র বলতে country এবং রাজ্র বলতে state বুঝি। যেমন ভারত একটি রার্ষ্ট্র কিন্তু পশ্চীম বাংলা একটি রাজ্য, হরিয়ানা একটি রাজ্য ইত্যাদী।
০৯ ই জুন, ২০১২ দুপুর ১২:২৩
বিন্দুবাসিনী বলেছেন: দুঃখিত। মিসটেক হয়েছে। এখনি ঠিক করে দিচ্ছি।
আর বিষয়টি নজরে আনার জন্য ধন্যবাদ আপনাকে।
১১| ০৯ ই জুন, ২০১২ সকাল ১০:৩৭
ইফতেখার5555 বলেছেন: মন্তব্যের জন্যে দুঃখিত তবে, একই( মানচিত্র আর পটাকাতো এক হবেই, কিন্তু হুবহু একই) ছবি ব্যবহার করে পোস্ট আমি কিছুদিন আগেই দেখেছি, যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নাই, আপনি আমার কমেন্ট মুছে দিতে পারেন, কিন্তু আমার স্মৃতিশক্তি খারাপ না...
০৯ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৩
বিন্দুবাসিনী বলেছেন: Click This Link সম্ভবত এই লেখাটির কথা বলছেন। মিলিয়ে দেখুন কপি পেষ্ট কি-না।ব্লগের লেখা কোন গবেষণার ফলাফল না যে অন্য লেখার সাথে কোন মিল পাওয়া যাবেনা। সবাই বিভিন্ন সাইট থেকে তথ্য নিয়েই লিখে থাকে।
তাই নিশ্চিত না হয়ে এমন কমেন্ট করা থেকে বিরত থাকুন।ধন্যবাদ।
১২| ০৯ ই জুন, ২০১২ সকাল ১০:৩৯
িনরব জীবন বলেছেন: ভালো লাগলো +
০৯ ই জুন, ২০১২ দুপুর ১২:২৬
বিন্দুবাসিনী বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।
১৩| ০৯ ই জুন, ২০১২ সকাল ১০:৪৩
চেনা মুখ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
০৯ ই জুন, ২০১২ দুপুর ১২:২৬
বিন্দুবাসিনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৪| ০৯ ই জুন, ২০১২ দুপুর ১২:৩৩
রিফাত হোসেন বলেছেন: কপি পেষ্ট এর গন্ধ পাচ্ছী । হাহাহ আমার ভুল হতে পারে এই টাইপের পোষ্ট বহু পড়লাম আর কি ।
০৯ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৫
বিন্দুবাসিনী বলেছেন: Click This Link সম্ভবত এই লেখাটির কথা বলছেন। মিলিয়ে দেখুন কপি পেষ্ট কি-না।ব্লগের লেখা কোন গবেষণার ফলাফল না যে অন্য লেখার সাথে কোন মিল পাওয়া যাবেনা। সবাই বিভিন্ন সাইট থেকে তথ্য নিয়েই লিখে থাকে।
তাই নিশ্চিত না হয়ে এমন কমেন্ট করা থেকে বিরত থাকুন।ধন্যবাদ।
১৫| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৩:৩৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: রিফাত হোসেন বলেছেন: কপি পেষ্ট এর গন্ধ পাচ্ছী । হাহাহ আমার ভুল হতে পারে এই টাইপের পোষ্ট বহু পড়লাম আর কি ।
আমিও এমন পোষ্ট পড়েছিলাম....
০৯ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৬
বিন্দুবাসিনী বলেছেন: Click This Link সম্ভবত এই লেখাটির কথা বলছেন। মিলিয়ে দেখুন কপি পেষ্ট কি-না।ব্লগের লেখা কোন গবেষণার ফলাফল না যে অন্য লেখার সাথে কোন মিল পাওয়া যাবেনা। সবাই বিভিন্ন সাইট থেকে তথ্য নিয়েই লিখে থাকে।
তাই নিশ্চিত না হয়ে এমন কমেন্ট করা থেকে বিরত থাকুন।ধন্যবাদ।
১৬| ১০ ই জুন, ২০১২ রাত ২:০২
রাখালছেলে বলেছেন: প্লাস...........
১৭| ১০ ই জুন, ২০১২ দুপুর ১২:১৭
রিফাত হোসেন বলেছেন: এটা তো ফেবুনা যে মন্তব্য করা যাবে না ???
অবশ্যই এটা কপি পেষ্ট ধরনের, আর ১ টা এই রকম বহু পোষ্ট পড়েছি ,,,,, সামুতে সার্চ করে সব গুলি পাবেন না, কিছু টাইম লাইনে পিছেয়ে আছে সার্চ লিস্টে সম্ভবত । কিন্তু আইনের মার প্যাচে অভ্র বিজয়ের মত আপনি আপনারটাকে ইউনিক করে তুলছেন । সবাই কোন ওয়েব সাইট থেকে কোট করে আনে সেটা দেখার বিষয় না ।
আমি সরাসরি বলি নাই যে এটা কপি পেষ্ট, তবে প্রায় একই লেখা বুঝিয়েছিলাম । এটাও বলেছি আমার ভুল হতে পারে । কিন্তু আপনার জবাবটা মোটের ব্লগারবন্ধুসুলফ ছিল না ।
আপনি পোষ্ট করেছেন, আমরা পাঠক, আমরা পড়ব , যে যার অনুভূতি অনুযায়ী মন্তব্য করবে , তা থেকে আপনি বিরত রাখতে পারবেন না, ভাল না লাগলে বা হিটাকাংখী বা প্লাসাকাঙ্খী হলে আমাকে ব্লক করে রাখতে পারেন ।
সত্য বলতে পিছবা হব না ।
অবশ্যই সে পোষ্টের সাথে আপনার সামঞ্জস্যপূর্ণতা আছে ।
আর আপনি এইভাবে ব্লগারদের উত্তর দিলে , বুঝেনই তো, কে কি মনে করবে !
যদিও ব্লগারদের কিছু মনে করা থেকে আপনার কিছু যায় আসে না ।
১৮| ১০ ই জুন, ২০১২ বিকাল ৪:২০
ইফতেখার5555 বলেছেন: আমি ঐ ব্লগটা না, এই ব্লগই এবং প্রায় হুবহুই দেখেছি,এবং পোস্ট টা ছিলো ২/৩ সপ্তাহ আগের, নিশ্চিত না হয়ে আমি বলছি না।
খুজলে লিংকও পাওয়া যাবে।
এতটা আক্রমনাত্মক হওয়াটা বাঞ্ছনীয় নয়।
১৯| ১১ ই জুন, ২০১২ রাত ২:৪৮
রিফাত হোসেন বলেছেন: ইফতাখের সাহেব এর সাথে সহমত, উনার উদ্ধত ব্যবহার কষ্ট দিল ।
২০| ১১ ই জুন, ২০১২ সকাল ১১:৫০
কালা মনের ধলা মানুষ বলেছেন: ভালো লাগলো +
২১| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ৭:১১
দুর্বার ফখরুল বলেছেন: তথ্যবহুল পোস্ট। নতুন কিছু শিখলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১২ সকাল ৯:২৪
এস এইচ খান বলেছেন: +