![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখ ভরা স্বপ্ন তার
বুক ভরা আশা
মুখ ভরা হাসি তার
হৃদয় জুড়া ভালবাসা
গাল ভরা হাসি তার
মুখ ভরা মায়া
তবুও কোথায় দেখি আমি
অশুভ ছায়া
বোচা বোচা নাক তার
মন কাড়া হাসি
তাই তো প্রথমবার দেখেই
তাকে আমি ভালোবাসি
মন ভরা প্রেম
অন্তর ভরা ব্যথা
আকাশ ছোঁয়া ভালবাসা
সবই যেন সর্বনাশা
পাবো তোমায়
সে তো মিছে আশা
©somewhere in net ltd.