![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার পাশে থাকবো আমি
হয়ে তোমার ছায়া
তোমার জন্য মরতে পারি
করবো না তো জীবনের মায়া
তোমার সুখে আমার জীবন
করে দেবো উৎসর্গ
তোমার জন্য নরকে যেতে পারি
ছেড়ে সুখের স্বর্গ
তোমার বিপদে আমি রব
হয়ে আঁধারের বুকে আলো
সারাক্ষণ পাশে রব
যদি নামে অন্ধকার রাত্রি কালো
তোমার সুখের দিনে আমি
থাকতে চাই না পাশে
বিপদের দিনে তুমি
এস আমার কাছে
তোমার পাশে থাকবো আমি
জীবন রেখে বাজি
তোমার জন্য জীবন দিতে
আছি আমি রাজি
©somewhere in net ltd.