![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশা আমার আশা
তোমায় দেখে হৃদয়ে জেগেছে
দ্বিতীয়বার ভালবাসা
যদি বলি তোমাকে ভালবাসি
হবে কি তুমি রাজী
আমার কাছে আসবে কি ছুটে
বন্ধু তুমি আজই
তোমাকে পেলে এই জীবনে
ভুলে যাবো সব দুঃখ ব্যথা
তোমাকে খুলে বলব আমার
হৃদয়ের সব কথা
তোমায় পেলে সকল অন্ধকার
হয়ে যাবে দূর
তোমায় নিয়ে যাবো আমি
দূর অচিনপুর
©somewhere in net ltd.