![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিবেদিকা
সত্যিই তোমাকে ভালবাসি
একটিবারও বলতে পারলাম না এই কথা
তাইতো আজ বুকভরা এত ব্যথা
অনেকবার ভেবেছি বলব আজ
কিন্তু সেদিনই এসেছে জরুরি কোন কাজ
বলি বলি করেও আজও বলা হয়নি এই কথা
তাই তো আজ বুকভরা এত ব্যথা
চোখের সামনে দিয়েই তুমি গেলে চলে
যাবার বেলায় কিছুই না গেলে বলে
নিলে না আমার কোন খবর
পৃথিবী তাই আমার জন্য কবর
চলে গেলে অন্যের হাত ধরে
আমাকে একা পর করে
কোন এক সুখের মায়ায়
অজানা এক স্বর্গ ছায়ায়
পারলে আমায় করো ক্ষমা
হৃদয়ে অনেক দুঃখ জমা
দোয়া করি থাক ভাল
তোমার ঘরে জ্বলুক আলো
আমি বা থাকি অন্ধকারে
জীবন সাগরের অপর পাড়ে
©somewhere in net ltd.