![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা মানে
কারও জীবন নিয়ে ছিনিমিনি খেলা
আশায় আশায় বসে থেকে
কেটে যায় বেলা
ভালবাসা মানে
অক্লান্ত ছুটোছুটি হাতে গোলাপ ফুল
গভীর আবেগে আপ্লুত হয়ে
মানুষ জীবনে করে যে প্রথম ভুল
ভালবাসা মানে
হাতে হাত রেখে পাশাপাশি বসে থাকা
কিছুদিন প্রণয়ের পর
হয়ে যায় একা
ভালবাসা মানে
রেললাইনের পাশে অপেক্ষায় বসে থাকা
আশায় আশায় সময় পাড়ি
যদি পাই একবার তার দেখা
ভালবাসা মানে
শুধুই ব্যথা বেদনা আর যন্ত্রণা
কেউ থাকে না পাশে
দিতে কভু সান্ত্বনা
©somewhere in net ltd.