নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

এন ইডিয়ট ইন ম্যারিজ!!! (দশ)

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫০


(ডিচক্লেইমারঃ এই সিরিজের পোস্টগুলা শুধু বিনুদনের জন্য! জিন্দা কিম্বা মুর্দা কারুর সাথে কাহিনী মিল্লা গেলে কেউ দায়ী নহে!!!

আগের কাহিনীর পর...
দিনটা একটা উইকেন্ডের দিন ছিল। ওইদিন সুন্দরিরে ফোন দেওয়ার আগে বাসায় ফুন দিয়া জিগাইলাম যে ছেলের জন্য যে সম্ভাব্য বউ দেখতে যে গেছিল... কি অবস্তা? কইল, কি আর দেখবে, মনে তো হইছে ভালোই। দ্যাট অয়াজ এনাফ ফর মি। যেহেতু মেজর কুন কমপ্লেইন নাই তার মানে দে অয়্যার ওকে!

ওইদিন আমি বাড়ির পাশের একটা লম্বা ট্রেইলে হাইক দিতে গেছিলাম। বাসায় কথা কইয়া সুন্দরিরে ফুন দিলাম। প্রথম কয়েকটা মিনিট অকয়ারড আর হোঁচট খাওয়া মার্কা কথা বার্তা কইতে কইতে গেল। তার পর অবশ্য সবকিছু তাড়াতাড়িই স্মুথ হইয়া গেল। এগেইন স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম। এই যেমন,

তুমি বিয়া করবা কিনা?
তোমারে বিয়া করার জন্য কেউ চাপাচাপি করতেছে কিনা?
আম্রিকা আস্তে কুন আপত্তি আছে কিনা?


উত্তরগুলা পজিটিভ পাইয়া মনে করলাম ওকে, সাবধানে সামনে আগানো উচিত। কথা কইলাম বেশ-কিছুক্ষন ওইদিন। একে পো-রলি মার্কড নতুন ট্রেইল তার উপ্রে সুন্দরির সাথে আলাপ। কয়েকবার হারাইয়াও গেলাম জঙ্গলে! কথা কইয়া দেক্তেছি সুন্দরি আমার অনেক ফ্রেন্ডরে চিনে। ম্যালাগুলা কমন ডি-মনিনেটর আছে। ভালোই লাগলো। একটা খারাপ ব্যাপার ছিল। এই কথা কইতে কইতে দেখলাম টেম্পারেচার ড্রপ করছে শূন্যের কাছাকাছি। আমার ফুন্টা পুরান হইয়া গ্যাছে কিছুদিন হইল। শূন্যের আশেপাশের টেম্পারেচারে এক্সপজড হইলে, ব্যাটারি ড্রপ করে হঠাত কইরা। দেখলাম ব্যাটারি ১২% এ নাইমা গ্যাছে। ফোন ডেড হইয়া গ্যালে এই জঙ্গলে জিপিএস ছাড়া গাড়িতে ফেরত যাইতাম ক্যামনে? দেখলাম সুন্দরির সাথে বেশিক্ষণ কথা বলা যাবে না। কইলাম পরে কথা কমুনে। তারপর কুনমতে গাড়িতে আইসা বাড়ী আসার পথে একটা আই-হপে থাইমা পাঁচটা প্যান-কেকরে সিরাপে চুবাইয়া মার্ডার কইরা দিয়া আসলাম! তারপর আরামসে বাড়িত যাইয়া ঘুমাইলাম!!!

এরপর প্রথম দুই সপ্তাহে সুন্দরির সাথে মনে হয় সপ্তাহে দুইদিন কইরা কথা কইলাম। কথা কইয়া বেশ ভালোই লাগতেছিল। তারপর থিংস স্টারটেড টু এক্সেলারেট। কথা বলার পরিমাণ বাইরা গেল। কি নিয়া কথা কইতাম নিজেই বুঝতেছিলাম না। ক্যামনে যে সময় যাইতেছিল বুঝতেই পারতেছিলাম না। সব মাথার উপ্রে দিয়া যাইতেছিল।

আমার ফিলসফি ছিল, আন্ধাভাবে ডিসিশন নেওয়ার চেয়ে ইনফরমড ডিসিশনগুলা স্ট্যাটিস্টিক্যালি অনেক বেটার হয়। এইজন্য আমার কাছে সুন্দরিদের সাথে কথা বইলা, জাইনা শুইনা চিন্তাভাবনা কইরা ডিসিশন নেওয়াটা জরুরি। তারপর আরেকটা ব্যাপার আমার কাছে ইম্পরট্যান্ট ছিল যে যারে বিয়া করমু তার এক্সপেকটেশন ম্যানেজ করা। সুন্দরি যেন আমার সম্পর্কে যাইনা শুইনা তারপর ডিসিশন লইতে পারে। যেন মনে না করে যে আমি আম্রিকায় থাকি বইলা আমার জেফ-বেজোসের মত টাকা। বিয়া কইরা এইখানে আসবে, বিশাল একটা ম্যানশনে থাকবে, মিলিয়ন ডলারের ইয়টে কইরা লাফাইতে যাবে, চাকর-বাকর সব কইরা দিবে, পুলে বিকিনি পইড়া সাঁতার কাটবে, বেন্টলি, রোলস রয়েস আর অন্য সব দামি ব্রান্ডের কনভারটিবল স্পোর্টস কার হাঁকাবে এইরকম যেন মনে না করে। লাইফটা মোটেও সেরকম নাহ।

সুন্দরির কাছে বহুত রকম গল্প শুনলাম। ফ্যামিলির সম্পর্কে জানলাম, বন্ধুবান্ধব সম্পর্কে জানলাম। শুনলাম তার পিছনে নাকি বহুত ছোটবেলা থেইকাই বহুত পুলাপাইন ঘুরাঘুরি করছে। সেও নাকি অনেকরে নাকে দড়ি দিয়া ঘুড়াইছে। ব্যাপারগুলা আমারে কিছুটা চিন্তিত করে নাই তেমন না। চিন্তার এক কারণ হইল সুন্দরির পিছনে যদি এত পুলাপাইন ঘুরে তারমানে সুন্দরি বহুত গেইম দেখছে। আমার কোন কথাই তার কাছে এক্সাইটিং মনে হবে না। আরেকটা ব্যাপার হইল আমি সুন্দরিদের প্রতি বেশি এটেনশন দেই না। ব্যাপারটা ইচ্ছা কইরা না, ডেভেলপ হইয়া গ্যাছে। আমি যদি অনেক বেশি এটেনশন দেইও, সেইটা সুন্দরির কাছে এনাফ মনে নাও হইতে পারে। আরেকটা কারন হইল সুন্দরি আমারে জেলাস করার ধান্দায়ও থাকতে পারে। একবার সুন্দরি যদি মনে করে যে আমি কোন কারণে জেলাস ফিল করি, তাইলে সমস্যা। শেষ পর্যন্ত মনে হইছিল দুইটাই ভ্যালিড চিন্তার কারন।

যাইহোক কথা কথায় কথায় বহুত কথা হইছে। বহুত কথা কইলাম, বহুত কথা শুনলাম। মেলা কিছু জানলাম, ম্যালা কিছু জানাইলাম। সুন্দরিরে আমার ফ্যামাইলি সম্পর্কে রিলেভেন্ট সবকিছু কইলাম, সুন্দরি আমারে তার ফ্যামিলি সম্পর্কে তার কাছে যেইগুলা ইম্পরট্যান্ট মনে হইছিল সেইগুলা বলছে। কিছু কিছু ব্যাপার ইচ্ছা কইরা চাইপা গ্যাছে। আমিও কুনদিন বলি নাই যে আমি জানতাম। দেখতেছিলাম, সুন্দরি নিজে থেইকা বলে কিনা।

যাইহোক কথায় কথায় একদিন সুন্দরি কইল তার এক ক্লাসমেট আরেকটা দুরের দেশে থাকে, তারে বিয়া করতে চায়! কিন্তু সে তারে বিয়া করতে চায় না। সে তারে ফ্রেন্ড হিসাবেই দ্যাখে। মনে হইল, উপ্স… রিয়াল লাইফ ফ্রেন্ডজোন্ড! কিন্তু শুইনা চিন্তা করলাম, শিট ম্যান!!! সুন্দরি কি আম্রে কম্পিট করাইতে চায় নাকি? কিন্তু চিন্তা কইরা দেখলাম দ্যাটস ফাইন। সুন্দরির যেইটা মনে হয় সে ওইটা করবে। আমি খালি নিজের এক্সপেক্টেশনটা একটু কমাইয়া দিলাম। কারন আল্টিমেটলি, আমরা দুইজনই “ভাইব”টা নেওয়ার চেষ্টা করতেছি। কেউ তো কমিট করি নাই কিছুতে।

এইখানে সুন্দরির দুইটা পসিবল কারণ থাকতে পারে আমারে এই কথা বলার। একঃ সিম্পল ডিসক্লোজার, নিজের সম্পর্কে আরেক পিস ইনফরমেশন দুইঃ সুন্দরি আমাদের দুইজনরে একজন-আরেকজনের সাথে কম্পিটিশনে লাগাইয়া গ্যালারিতে বইসা মজা লইতে চায়। আমি এখনো পর্যন্ত কুনো সুন্দরির পিছনে দৌড়াইয়া তেমন মেজর কুনো ডাম স্টাফ করি নাই। সিদ্ধান্ত লইলাম এই সুন্দরির পিছনেও করতাম না।

মজার ব্যাপার হইল সে এই ছেলেরেও আমার কথা কইছে। কিন্তু এই ছেলেটা তার কিউরিসিটিরে সামলাইতে পারে নাই। হি রিচড আউট টু মি। সুন্দরির ফান্দে ধরা দিল। একটু ফেইসবুকে চ্যাট কইরা একদিন ফুনে কথা হইল। সে আসলে আমার টেম্পারেচার রিড করতে চাইতেছিল। আর আমি চাইতেছিলাম কোন ইউজফুল ইনফরমেশন না দিতে। কিছু কিছু ব্যাপারে আমি ব্যাফুক বেত্তমিজ আছি। নাইস থাইকা পাক্কা স্টোন-ওয়ালিং মোডে ছিলাম। কনভারসেশন আর বেশিদূর গড়ায় নাই। তবে এইটা বলতেই হবে ছেলেটা নাইস আছে। আমি তার সাথে অনেকটা রিলেট করতে পারি। হি ইজ ট্রাইং তো বিল্ড এ নিউ লাইফ দেয়ার, এন্ড ইটস নট ইজি ইন দি বিগিনিং। যদি পারসিস্টেন্স আর হার্ড ওয়ার্ক থাকে তাইলে সে ডেফিনিটলি নিজের জন্য একটা বেটার লাইফ বানাইতে পারবে। আই উইশ হিম লাক।

এইভাবে কইরা আস্তে আস্তে কথা আগাইতে থাকল। আর আমার ক্যাল্কুলেশন মোতাবেক ব্যাপারটা বিয়া পর্যন্ত গড়ানোর সম্ভাবনা আস্তে আস্তে বাইরা যাইতে লাগলো। ইনিশিয়াল কনভারসেশনের প্রায় মাস-খানেক পর এক দিন হঠাত কইরা শুনলাম আমার ফ্যামিলির লোকজনরে নাকি ঘটক বলছে যে সুন্দরির বাসা থেইকা বইলা দিছে যে আমারে মাইয়া দিবে না। আমি তো শুইনা শকড!!! সুন্দরির সাথে তার আগেরদিন কথা হইল কিন্তু সুন্দরি আমারে কিছু কইল না!!! নাকি আমার মাথা এতটাই বিলা হইয়া গ্যাছে যে আমি ব্যাপারটা ক্যাচ করতেই পারি নাই?

সুন্দরিরে কইলাম যে নতুন কোন ডেভেলপমেন্ট হইছে কিনা? সুন্দরি কইল যে নাহ। আমি কইলাম যে তাদের বাসা থেইকা নাকি আমাদের বাসায় জানাইছে যে ব্যাপার নাকি আগাইত না। সুন্দরি কয় কই… নাতো! আমি কইলাম যে কথা যদি সত্য হয় তাইলে আমাদের কথা বলা বন্ধ করা লাগবে। আমি আমার/সুন্দরির সময় নষ্ট করতাম চাই না। তারপরে ঠিক হইল যে সে আমারে তার বাসায় কথা কইয়া জানাবে। যদিও আমি চাইতেছিলা যে ব্যাপারটা আগাক।

এরপরে যখন কথা হইল তখন সুন্দরি আমারে কইল তার আম্মা নাকি তার নানীর বাসায় গেছিল তাঁদের এক আত্মীয়কে দেখতে। ওইখানে নাকি আমার ব্যাপার লইয়া আলাপ হইছে, তখন সুন্দরির এক আত্মীয় তার আমারে কইছে যে একটাই বেটি বিদেশে কেন পাঠাইয়া দিবি? আমি মইরা গ্যালে তো আমার মড়ামুখটাও দেখা পাবি না। এইখানে নাকি সুন্দরির আম্মার মন খারাপ হইয়া গেছিল তাই ওই কথা বলছে। কিন্তু এখন নাকি আমার ঠিক হইয়া গ্যাছে। আমিও তো হাফ ছাইড়া বাঁচলাম। ম্যালা টাইম অলরেডি ইনভেস্ট হইয়া গ্যাছে বইলা কথা।

এরপর আবার আগের মতই কথা বলা শুরু হইল। আস্তে আস্তে ব্যাপারটা ডীপ হওয়া শুরু হইল। একটা সময় আইসা পড়ল যে সুন্দরির সাথে কথা কইলে মুড ভালো হইয়া যাইত। চিন্তা করলাম যেহেতু ফ্যামিলি থেইকা মেজর কুনো সমস্যা নাই, আর আমারো কথা কইতে ভালোই লাগতেছে তাইলে ব্যাপারটারে আরও একটু এক্সেলারেট করি। লাইফে সুন্দরিরে প্রিভিলেজড এক্সেস দিলাম। নাথিং টু হাইড এনি-মোর। সুন্দরির বিয়া লইয়া পিলান কি জানতে চাইলাম। সুন্দরি ম্যালা পিলেন কইল। টিপিক্যাল সুন্দরি স্টাফ। নাথিং সারপ্রাইজিং। আমি খালি চিন্তা করতেছিলাম যে আমার ফাইন্যান্সিয়াল ড্যামেজটা কিরকম হবে। সুন্দরি তেমন বেশি কিছু চায় নাই। বেশি কিছু চাইলে কইতাম তুমার আব্বারে কিন্না দিতে কইবা! আর আমার সাইড থেইকা আমি কইলাম, আমার একটাই চাওয়া, ওইটা হইল আমি একটাকা দেনমোহর দিয়া বিয়া করতাম!!!

(চলতে থাকপে...।)






মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ছব পরিকল্পনা ঠিক আছে বাহে,কিন্তুক এক টাহা দেনমোহর এইডা মনে হয় মানব না সুন্দরী।এ ইজজত কা সওয়াল বাহে। কমছে কম ত B-)) অর্ধ কোরর হোনা চাইয়ে।
তারপরে কি অইল , জানবার মুনচায়।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৪২

বিপ্লব06 বলেছেন: আপনে লোক সুবিধার না।

আপনার মত দুষ্ট-লোকের জন্য এই দেশের যুবসমাজ শাদি করার সাহস কইরা উঠতে পারে না। এই ভুয়া ইজ্জত বাঁচাইতে যাইয়া পুলাপাইন বাদ্য হইয়া ডাবল বেড্রে করাত দিয়া কাইট্টা সেঙ্গেল কইরা ফালায়। অর্ধ ক্রোর... হাহ...।

নেক্সট ইন্সটল্মেন্ট আস্তাছে সুন...।

২| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: পোষ্ট এ ভাষা ব্যবহার করেছেন তা সুন্দর।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৩

বিপ্লব06 বলেছেন: অনেকে কমপ্লেইন করবে কিন্তু আপনার কাছে সুন্দর লাগছে শুইনা ভাল্লাগছে!

ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরাই চমকায়া দিলেন
খালি এক টাকা দেন মোহর!!!!!!!!


অপেক্ষা করি... তারপর কি হইল জানার জন্যি :)

+++

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৭

বিপ্লব06 বলেছেন: ব্যাপারটা বুঝতে হবে!!!



খুব সুন নেক্সট পার্ট আসতেছে। এক হপ্তা ম্যাক্স।

৪| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: অনেকদিন পর দিলেন । অসাধারণ ।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৮

বিপ্লব06 বলেছেন: লাইফ নিয়া একটু বিজি ছিলাম!

ধন্যবাদ! ভালো থাকবেন!

৫| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: া হা হা.।। পরের পর্ব আনুন।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১০:২৮

বিপ্লব06 বলেছেন: পরের পর্ব খুব তাড়াতাড়ি আসতেছে!!!
ভালো থাকবেন!

৬| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:১৮

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া তোমার বিয়ে ঘটনা এত এনজয় করেছো লাইফে!!!

অনেক মজা লাগে পড়তে।রম্য স্টাইল! মেয়েটাকে একটা গান শুনাওনি??

১৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৪

বিপ্লব06 বলেছেন: গানা-বাজানার ব্যাপারে আমারে হারিকেন দিয়া খুঁজলেও পাওয়া যাবে না। একবার গানা শুনতে চাইছিল মনে হয়। আমি পিছলাইয়া বাইর হইয়া গেছিলাম!

আপনার মজা লাগছে শুনে আমারো ভালো লাগছে।

ভালো থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.