![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
হয়তো স্রোতে গা ভাসিয়ে দিতাম,
অন্য অনেকের মতো।
তুমি অন্যরকম সেই গুটিকয়েকের একজন
যে ভেসে যেতে দেয়নি আমায়
ধরে রেখেছো বীরের মতো।
শুধু আমায় নয়, বিশ্বজুড়ে অনেককেই
প্রতিহত করেছো পণ্যদাস বুদ্ধিদাস হওয়া থেকে।
''রজার ওয়াটার্স''
সংগীত যে কতবড় অস্ত্র, তুমিই চেনালে।
©somewhere in net ltd.