![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
আমি কোন অদৃশ্য শক্তিকে বিশ্বাস করি নাহ, যে অদৃশ্য শক্তি এসে রাতারাতি সমাজ ও শ্রেণীহীন মানুষের ভাগ্য পাল্টে দিবে। আমি এই হালজামানার কোন রাজনৈতিক দলের মতাদর্শে ও গঠনতন্ত্রে বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি একদিন খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক তাদের অধিকার আদায়ে সক্ষম হবে। আমি বিশ্বাস করি একদিন পৃথিবীতে কোনো দারিদ্র থাকবে নাহ, পুজিবাদীরা হারিয়ে যাবে ডাইনোসরের অস্তিত্বের মত। আমি বিশ্বাস করি একদিন পৃথিবীর প্রতেকটি ঘরে কার্ল মার্কস, ভ্লাদিমির লেনিন, চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ত্রো, নেলসন মান্ডেলা, মহাত্মা গান্ধী'র মত শ্রেণীহীন মানুষের অধিকার, বর্ণবাদ বিরোধী এবং মানব মুক্তির নেতারা জন্ম নিবে। ......সাগর।™
- বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় অনিবার্য ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০০
রেসিমিক সিরামিক বলেছেন: কথায় অনেক ঝাঝ আছে।