![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই সবুজ ,শ্যামলী,সোনা ফসল ফোলা ছোট দেশ ,বাংলাদেশ।নানা বিপর্যায় দুর্দিনের সাথে সংরাম করেই এ দেশের মানুষের জীবন চলছে তো চলছেই।জীবনের এই পথগুলো কখনো,কখনো ঘনিয়েছে রাতের আধারে কথনো মেঘের আবরনে,আবার কখনো বা কুয়াসার চাদরে।তবুও সংরামী এই প্রানগুলো কখনো নেচে উঠেছে একটু বিজয় আনন্দে,কখনো বা আধারের মাঝে একটু আলো পেয়ে,কখনো বা কুয়াসার মাঝে একটু সূয্রের দেখা পেয়ে।
কিন্তু তা খনিকের,
অল্পকিছু সময়ের মধ্যেই জীবনের সকল স্বাধ সপ্ন ধুলোই মিশে যায়।
রয়ে যায় শুধু চোখ ভরা জল।সে জলটুকু আর সুকায়্না কখনো।কখনোই আর শেষ হয়্না প্রিয়হারা প্রানের কন্দন।
আমি দেখেছি সেই হাহাকার!আমি দেখেছি!
দেহখানি পরে আছে,নেই শাস চুপচাপ,নিরব,রক্তমাখা রাস্তার পাড় ।
সকল সপ্ন যেন এখানেই শেষ।
ছোট খোকা নাছিম ,পথ চেয়ে আছে,
নতুন ব্যাগ হাতে বাবা আসবে,
নতুন জামা প্যান্ট খেলনা নিয়ে।
সন্ধা গরিয়ে যায়,তার প্রশ্ন,মা বাবা কখন আসবে।
রাত ১২ঃ৩০ মিনিট এলোনা খোকার জামা প্যান্ট খেলনা,
প্রশ্ন শুধুই তার ,মা বাবা কথা বলছেনা কেনো?বাবা কি রাগ করছে মা?মা নির্বাক চেয়ে থাকে!
তার বাবা আর কথা বললোন।
ঢাকাগামী সেই টাকের চাকার তলে পিসে গেলো ছোট খোকার সকল সপ্ন,আসা!
©somewhere in net ltd.