![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠান্ডা ঠান্ডা আর না আর না
ঠান্ডা-কে করবো মোরা জয়।
শাট-টা খুলে পুকুরে নামবো করবনাকো ভয়।
সকালে নামলে রাতে উঠবো,
রাতে নামলে সকালে।
দেখবো কত ঠান্ডা আছে
ভাগ্য রেখা কপালে।
হে প্রবীন,হে নবীন,হে কৃষক প্রান।
এসো সবাই হাত টা মিলাই,
গাহি ঠান্ডা জয়েরী গান।
খালি গায়ে বাতাস বহে,ঠান্ডা ধুলি,কুয়াসা রহে,
এমনি খোলা একটা স্থান।
সারিতে বাধিয়া সারি ধরি সেই গান।
কোথায় ঠান্ডা এস দেখি,
নিশ্বাসে বিশ্বাসে মিশো দেখি।
আজ হয় যাবে প্রান,
না হয় ঘটাব তোমার অবসান।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
বিরাজ বলেছেন: অভিযান করেছি তাই।
ঠান্ডা গেছে পালাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
েমজাজ গরম বলেছেন: আজকে ঠানডা একটু কম