নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Bangladesh my home

বীরেনদ্র

Nothing much to say about

বীরেনদ্র › বিস্তারিত পোস্টঃ

পশ্চিম বাংলা এবং বাংলাদেশ। (West Bengal and Bangladesh)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৪১



বাংলাদেশের কিছু ব্যাক্তি মনে করেন ভারতের বাংলাভাষাভাষী রাজ্য পশ্চিমবংগ পরাধীন। কারন হিসেবে তারা উপস্থাপন করেন যে ভারতের এই রাজ্যে বাংলা ভাষা এবং বাঙ্গালীরা বঞ্চনার স্বীকার। তারা আরো দাবী করেন বাঙ্গালী হিসেবে পশ্চিমবঙ্গকে দিল্লীর শাসনমুক্ত করা তাদের দায়িত্ব। তারপর পশ্চিমবংগ এবং বাংলাদেশ মিলে গড়ে উঠবে শক্তিশালী বাংলা ভাষাভাষীদের রাস্ট্র।আমাদের এবং পশ্চিমবঙ্গের ভাষা , খাদ্য খাবার পোষাক, সংস্কৃতি সবই এক। তাদের সাথে একমাত্র পার্থক্য হল ধর্মের, পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যা গুরু (৭৭%) এবং বাংলাদেশে মুসলমানেরা( ৮৮%)। সভ্যতার শুরু থেকে ১৯৪৭ সাল পর্যন্ত একই দেশ ছিল। ১৯৪৭ সালে লর্ড মাউন্টব্যাটেনের ভারত বিভাগের পরিকল্পনা অনুযায়ী অন্য বড় রাজ্য পাঞ্জাবের মত তদানীন্তন বাংলা ভাগ হয়ে হল পূর্ববংগ এবং পশ্চিমবংগ। ১৯৫৪ সালে পূর্ববংগ হল পূর্ব পাকিস্তান। ভারত ভাগের সময় তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরোয়ার্দি বাংলা ভাষাভাষীদের জন্য অবিভক্ত বাংলা, আসাম এবং উড়িশ্যার কিছু এলাকা নিয়ে বাংলাভাষী স্বাধীন দেশের যে প্রস্তাব রাখেন তা তৎকালীন দুই বড় দল কংগ্রেস এবং মুসলিম লীগ প্রত্যাখান করে। ৩রা জুন ১৯৪৭ সালে মুসলীম লীগ এবং কংগ্রেসের সাথে বৈঠক শেষে ভারত বিভক্তির পরিকল্পনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ২০ জুন তৎকালীন অবিভক্ত বাংলার প্রাদেশিক পরিষদের যৌথ অধিবেশনের ৩ টি প্রস্তাবের উপর ভোট হয়। ১) অবিভক্ত বাংলা এবং ভারতে যোগদান- পক্ষে ভোট পড়ে ৯০ এবং বিপক্ষে পড়ে ১২৬ ভোট। ২)অবিভক্ত বাংলা এবং পাকিস্তানে যোগ দান- মুসলিম প্রতিনিধিদের মধ্যে পক্ষে ১০৬- বিপক্ষে ৩৫। ৩) বাংলাকে ভাগ- অমুসলিম প্রতিনিধিরা যে ভোট দেন তাতে ৫৮ জন ভাগের পক্ষে এবং ২১ জন ভাগের বিপক্ষে ভোট দেন। মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠ মতামত যদি ভাগ করার পক্ষে পড়ে তাহলে সে প্রদেশ ভাগ করা হবে। সুতরাং বাংলা ভাগ হল। এপ্রসঙ্গে বলে রাখা ভাল যে লখনৌতে আল্লমা ইকবাল মুসুলমানদের পৃথক আবসভূমির যে রুপরেখা দেন তাতে কিন্ত তৎকালীন পূর্ববঙ্গের উল্লেখ ছিল না। লন্ডনে ব্যারিস্টারী অধ্যয়নরত চৌধুরি রহমত আলী পাকিস্তানের যে প্রস্তাব করেন সেখানেও কিন্তু তৎকালীন পূর্ব্ব বঙ্গের উল্লেখ ছিল না।পরে ১৯৪০ সালে লাহোর প্রস্তাবে পূর্ব বাংলাকে এবং মুসলিম দেশগুলো বা স্টেটস হিসেবে উল্লেখ করা হয়।



অচিরেই বাংলাদেশের মানুষ বুঝতে পারলো ধর্ম একমাত্র যোগসূত্র হতে পারে না। ভাষা আন্দোলন থেকে শুরু হয়ে ২৪ বছরের আন্দোলন শেষে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম নিল স্বাধীন রাস্ট্র বাংলাদেশ। তার পর ৪০ বছরের বেশী কেটে গেছে।

পশ্চিমবঙ্গের অধিবাসীরা কেমন আছে ? দিল্লী থেকে বেরিয়ে এসে বাঙ্গলাদেশের সাথে একই রাস্ট্র গড়া সম্ভব কিনা এ প্রশ্নে পশ্চিমবঙ্গের মানুষেরা কি মনে করে?



পূর্ব পাকিস্তানের মত পশ্চিমবঙ্গে কোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে ওঠেনি। বাংলাদেশ ২৪ বছরের মাথায় স্বাধীন হল অথচ পশ্চিমবঙ্গে সামান্য আন্দোলন ও গড়ে উঠলো না। কারন গুলো হতে পারে ১) পশ্চিমবংগের অধিবাসীরা সচেতন নন। ২) ভৌগলিক- পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ১০০০ মাইলের দুরত্ব ছিল কিন্ত পশ্চিমবংগ ভারতের মূল ভূখন্ডের অংশ। ৩) বাঙ্গলাদেশের উপর পশ্চিমাদের যে শাসন শোষন ছিল তেমন কোণ শাসন শোষন পশ্চিমবঙ্গের উপর নেই, ৪) স্বাধীন হয়ে বাঙ্গলাদেশের সাথে একীভূ্ত হতে তারা আগ্রহী নন।

কারন যাই হোক না কেন পশ্চিমবংগের অধিবাসীরাই তাদের সিদ্ধান্তের মালিক। পশ্চিমবংগ ভারতের অনান্য রাজ্য থেকে অবহেলিত, অবিচারের শিকার, ইত্যাদি অভিযোগ করে এসেছেন পশ্চিবঙ্গের বাম ফ্রন্ট সরকার, যারা ৪০ বছর ধরে সে রাজ্য শাসন করেছেন। কিন্তু কখনই তারা বিচ্ছিন্নতা ,স্বাধীনতা বা সায়ত্বশাসনের দাবী জানান নি। তারা সব সময়েই বলে এসেছেন ভারতীয় সংবিধানের মধ্যে থেকেই তাদের সমস্যার সমাধান করতে।



পশ্চিমবঙ্গের অধিবাসীদের উন্নয়ন , অর্থনৈতিক বা সামাজিক অবস্থা কেমন? তারা কি বাংলাদেশী দের চেয়ে ভাল আছেন বা খারাপ আছেন? আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসঙ্ঘ, ইউ এন,ডি,পি তাদের প্রতিবেদনে সারা পৃথিবীর জনগোষ্ঠীর সার্বিক অবস্থা তুলে ধরেন। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, পশ্চিমবংগ ভারতের একটা রাজ্য মাত্র, বাংলাদেশ ২৪ বছর পাকিস্তানীদের দ্বারা শাসিত এবং রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হওয়া দেশ। পশ্চিমবঙ্গকে সে তুলনায় খুব বড় দুর্যোগ মোকাবেলা করতে হয় নি। ১৯৪৭ সালেই কোলকাতা ছিল ভারত বর্ষের মধ্যে সবচে’ উন্নত। সমস্ত কারন বিবেচনায় না এনে উন্নয়নের সূচক গুলোর তুলনা মূলক আলোচনাতে যা পাই তা হল-

১) হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স অনুযায়ী ভারত এবং পশ্চিমবঙ্গের অবস্থান হল “মধ্যম” শ্রেনীতে যা বাংলাদেশের জন্য হল “ নিম্ন”।

২) শিক্ষা- শিক্ষার হার- পশ্চিমবংগ- ৭৭.৮ বাংলাদেশ ৫৬.৫

৩)লোক সংখ্যা- বাংলাদেশ- ১৫ কোটি/ পশ্চিমবংগ ১০ কোটি, জনসংখ্যার ঘনত্ব- পশ্চিমবংগ – ১০২৯/ বর্গ মাইল, বাংলাদেশ- ৯৬৪/ বর্গ মাইল।

৪) আয়তন- বাংলাদেশ ১৪৭, ৫৮০ বর্গ কিলোমিটার, পশ্চিমবংগ – ৮৮, ৭৫২ বর্গ কিলোমিটার।

৫) জি,ডি,পি (নোমিনাল) বাংলাদেশ- মোট-১০৪.৯ বিলিয়ন ডলার, মাথাপিছু- ৬৩৮( ২০১০), পশ্চিমবংগ ৮৪.৪ বিলিয়ন ডলার মোট, ৯৫৬.৪ , মাথাপিছু (২০০৯) ।

৬) বিদ্যুৎ উৎপাদন প্রতিদিন- পঃবঃ- ৮,৩১৬ মেগাওয়াট , বাংলাদেশ – ৬,০০০ মেগাওয়াট।

আরো তথ্যের প্রয়োজন ছিল। আমি শুধু তৃতীয় পক্ষ থেকেই তথ্য সংগ্রহ করেছি।

সমস্ত তথ্যের ভিত্তিতে বলা যায় পশ্চিমবংগ বাংলাদেশের থেকে সব দিক দিয়েই এগিয়ে। এ অবস্থায় তারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের সাথে এক হয়ে অভিন্ন বাঙ্গালী দেশ গড়বে কিনা তা চিন্তার বিষয়।













মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩২

শাহনেওয়াজ লতিফ বলেছেন: "হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স অনুযায়ী ভারত এবং পশ্চিমবঙ্গের অবস্থান হল “মধ্যম” শ্রেনীতে যা বাংলাদেশের জন্য হল “ নিম্ন”।"

আপনার দেওয়া তথ্য গুলোর সুত্র উল্লেখ করুন ।।

আমি পঃ বঙ্গ ৭বার গিয়েছি । কোন সেক্টরে তাদের আমাদের থেকে ভাল অবস্থানে দেখি নি । শিক্ষা, জনসাস্থ্য, সাস্থ্যসেবা , শিল্প , জীবন যাত্রা মান কোন ক্ষেত্রে আমি আপনার সাথে একমত হতে পারলাম না ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪২

বীরেনদ্র বলেছেন: হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হল ইউ এন ডি,পি'র প্রতিবেদন।
wikipedia.org/wiki/List_of_countries_by_Human_Development_Index। ওখানে দেখুন।

সমস্ত তথ্য কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৫

বীরেনদ্র বলেছেন: দেখতে না চাইলে দেখবেন কি করে?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বীরেন্দ্র বাবু, পশ্চিমবঙ্গের সিংহভাগ জনগণ যদি অখন্ড ভারতে থেকে খুশী থাকে তাতে আমার কোনই আপত্তি নেই! তবে আপনার এই পোষ্ট দেখে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন পশ্চিমবঙ্গ ও এর জনগণ দিল্লীর অধীনে নয়?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৫

বীরেনদ্র বলেছেন: অধীন এবং পরাধীন শব্দ দুটো কিন্তু আলাদা।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৪

লিঙ্কনহুসাইন বলেছেন: আমার মনে হয় আমাদের চেয়ে অনেক ভালো আছে পশ্চিমবঙ্গের মানুষ । তাই বাংলা ভাষী হলেও আমাদের সাথে একত্রিত হওয়ার স্বপ্নও তাড়া দেখে না

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৫

অথঃপর আমি বলেছেন: সবই ঠিক আছে। তবে কঞ্জুস। আসলে ঠিক কঞ্জুস না ওদের পকেটে পয়সা থাকলেতো খরচ করবে। হ্যাঁ অর্থ আছে তবে সেটা গুটি কয়েকের মধ্যে পুঞ্জিভূত। কোনমতে ব্ন্যা হলে সবাই না খাইয়া মরে। সরকারী সাহায়্যের দিকে হ্যাঁ করে তাকিয়ে থাকে। মোদ্দাকথা মৌলিক মানবিকতা অনুপস্থিত।

সেদিক থেকে বাংলাদেশ সম্পূর্ণই ব্যাতিক্রম।

আর আপনার তথ্যের জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি যতদূর জানি ভারতীয় ফেডারেল কাঠামোর মধ্যে পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য অথবা প্রদেশ। সেক্ষেত্রে সে নিশ্চয়ই স্বাধীন নয়। অনেক গুরুত্বপূর্ণ ইস্যুই তাকে দিল্লীর অনুমোদন নিতে হয়। কেন্দ্রীয় শাসনও একটা ফ্যাক্টর। তাই অধীনতার এই অর্থে সে দিল্লীর উপর নির্ভরশীল যা পরাধীনতাই। সেক্ষেত্রে ঢাকা কিন্তু দিল্লীর উপর নির্ভরশীল নয়। সে এই দেশের জনগণ যা সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১১

বীরেনদ্র বলেছেন: সেটা শুধু মাত্র পশ্চিমবংগ নয় ভারতের সমস্ত প্রদেশকেই কেন্দ্রের অনুমোদন নিতে হয়।

সিলেটীরা যদি বলে তারা পরাধীন কারন সিলেটের অনেক উন্নয়নের ব্যাপারে ঢাকার অনুমোদন নিতে হয়। সিলেটের চা কিন্তু সিলেটে বিক্রি না হয়ে বিক্রি হয় চট্টগ্রামে। আমি এমন ও শুনেছি সিলেটের নেতারা বলছেন " আমার সিলেটের পাথর দিয়ে খুলনার রাস্তা বানানো হয় "

আপনি নিশ্চয়ই একমত হবেন যে সিলেট পরাধীন এবং তার স্বাধীনতার প্রয়োজন আছে।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৪

বীরেনদ্র বলেছেন: মৌলিক মানবিকতার কথা বলতে আপনি কি বুঝাচ্ছেন তা আপনি ই ভাল বলতে পারবেন। ভারতীয়রা কৃপন এ ব্যাপারে আমি আপনার সাথে একমত। সম্পদের সমান বন্টন কিন্তু বাংলাদেশেও নেই ফলে বাংলাদেশেও ধনী এবং গরীবের মধ্যে পার্থক্য প্রকট।

। "মানুষ মানুষের জন্য" ভারত বা পশ্চিমবঙ্গের তূলনায় বাংলাদেশে অনেক বেশী।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৯

তানভীরএফওয়ান বলেছেন: বাংলাদেশের কিছু ব্যাক্তি মনে করেন ভারতের বাংলাভাষাভাষী রাজ্য.......???

we r fine dada.nobody want 2 join with u.visit B'desh.we buy 1kg sweetmeat 2kg fish while u buy 1/2 piece.

In 2006, the state of Maharashtra, with 4,453 farmers’ suicides

In April 2009, the state of Chattisgarh reported 1,500 farmers committed suicide due to debt and crop failure.[13]

At least 17,368 Indian farmers killed themselves in 2009

wiki

Every 30 Minutes an Indian Farmer Commits Suicide link

while Bdeshi farmer use solar elec,color tv etc
brother so visit bd to see ur own eyes.

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২২

বীরেনদ্র বলেছেন: Dear Sir,
May I draw your attention to the fact that I am a Bangladeshi by birth. Next I found the arguments for liberation of west bengal and unification with Bangladesh right here in somewherein blog. And that very arguement prompted me to look into the different aspects of Bangladesh and west Bengal.

For your kind information try not to exaggerate your claim. I am Bangladeshi and know every aspects of Bangladeshi life.

So my humble request to you, dear sir please refrain from giving me suggestions.

Thank you very much

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বীরেন্দ্র বাবু, তার অর্থ দাড়াল এই পশ্চিমবঙ্গ সহ ভারতের সব রাজ্যই পরাধীন। তাদের এক পরিচয় তারা ভারতের নাগরিক। তারা আলাদা ভাবে নিজ রাজ্যকে বা একে ভিত্তি করে একটি স্বাধীন দেশ বলতে পারে না।

আপনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উদাহরণের মধ্যে সিলেট টানছেন কেন? এটা কি আপনার পোষ্টের মূল বক্তব্যে পড়ে? আমি কি বলেছি চব্বিশ পরগণা অথবা বীরভূম জেলা কোলকাতার অধীন তথা স্বাধীন নয়? আপনি বাবু মচকাবেন কিন্তু ভাঙবেন না! :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২৬

বীরেনদ্র বলেছেন: আপনি একটু শুধরে নিন। কথাটা পরাধীন না হয়ে অধীন হবে। প্রথমেই তা আমি উল্লেখ করেছি।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২১

গাজী সালাহউদ্দিন বলেছেন: আপনি ভারতের অধিবাসী না বাংলাদেশের ? আপনার পশ্চিমবঙ্গ এবং ভারতের প্রতি এত টান কেন ? সব সময় দেখে আসছি ভারতের পক্ষে কথা বলেন । অথচ উপরে লিখে রেখেছেন -- বাংলাদেশ আমার বাড়ি ।

বর্ডারে যাইয়া কন আমার বাড়ী বাংলাদেশ ..তারপর কিন্তু বিএস এফ জিগাইবনা আপনার ধর্ম কি ? পিছন দিয়া কন্চি ঢুকইয়া দিব সোজা । তখন এই বাংলাদেশের জনগণই একটু চিল্লাইব ... ভারতের কেউ কিছু কইব না ।

আপনাগো বাংলাদেশে বড় হইয়া ভারতের গীত গান । নিমক হারাম আর কারে কয় ?

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩১

ডিগবাজি বলেছেন: আমি ভারত কে মনে প্রানে ঘৃনা করি তাদের সামন্তবাদী মনোভাবের কারনে, যদিও আমার জন্ম পশ্চিম বঙ্গে, তবে তাদের অবস্থা যে আমাদের চেয়ে খারাপ তা আমি মানতে পারিনা। তারা কৃপণ হয়ত আপনার জন্য, তবে নিজেদের জন্য তারা অবশ্যই খরচ করে, তাদের রাস্তায় বের হলে দেখবেন অজস্র মোটরসাইকেল , গাড়ি , সুন্দর পোশাক পরা লোকজন, হয়ত তারা ১৪ ইঞ্চি সাদা কাল টিভীর জন্য প্লাস্টিকের কভার লাগায়( সত্যি কথা আমি ৬ মাস আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম, এটার একটা ছবি তুলে আমার এক কাজিনকে দেখিয়ে বলেছিলাম, তোদের দেশে তোদের কোন কাভার নেই কিন্তু ১৪ইঞ্চি টিভির কাভার আছে) কিন্তু আমাদের দেশে ঘরে ঘরে তা নেই।

আর ভারত যদি টুকরা টুকরা হয়ে ১০০ ভাগ হয় আর ভারত নাম মুখে নেয়ার মতো কেউ নাও থাকে তবে পশ্চিম বঙ্গের মানুষেরা এই ভারত নাম বজায় রাখবে, এমনই তাদের মনোভাব,

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩১

বীরেনদ্র বলেছেন: সাহেব ভারতের প্রতি টান বলতে আপনি কি বুঝাতে চাইছেন? এখানে যা বলা হয়েছে তা কিন্তু কারো পক্ষ নিয়ে নয়। ভারত এবং বাংলাদেশের প্রশ্নে যদি আমি ভারতের পক্ষ নি তাহলেই আপনি আমাকে দোষারোপ করতে পারেন।

বাজে কথা না বলে মা বাবার কাছ থেকে একটু ভদ্র ব্যবহার শিখুন। নিমকহারাম আপনি নিজে।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫৯

ইমরান হক সজীব বলেছেন: দেশ ধর্মের মত একটা পাগলামি , একটু উন্নত প্রজাতির পাগলামি।


এক পৃথিবী এক দেশ চাই ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৪

বীরেনদ্র বলেছেন: ভিসামুক্ত বিশ্ব আন্দোলন । যার যেখানে খুশি যাবে যেখানে খুশি থাকবে।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৫

হাছুইন্যা বলেছেন: আপনি নিশ্চয়ই একমত হবেন যে সিলেট পরাধীন এবং তার স্বাধীনতার প্রয়োজন আছে। :-/

একটু বুঝায়া কন দেহি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১০

বীরেনদ্র বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ এর বক্তব্য ছিল যে যেহেতু পশ্চিমবঙ্গকে দীল্লীর অনুমতি নিতে হয় অনেক ক্ষেত্রে তাই পশ্চিমবংগ পরাধীণ। তার পরিপ্রেক্ষিতেই বলা যেহেতু সিলেটের অনেক কাজে ঢাকার অনুমোদন লাগে তাই সিলেটও পরাধীন।

ওটা কথার কথা।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: প্রথম কথা হলো আমরা কখোনোই চাইনা বা চাইবোনা......যে পশ্চিমবঙ্গ ভারত ছেড়ে আমাদের সাথে একীভুত হোক.........তাই তুলনা করাটা অবান্তর.........।
তবে হ্যাঁ আমার হাজারো বন্ধু আছে ওপারের...........কয়েকটা দিকথেকে আমিও মানি তারা আমাদের থেকে এগিয়ে......
.....যেমন চিকিৎসাসেবা(প্রযুক্তিতে নয়....ডাক্তারদের মনোভাবের কারনে)
..... দেশপ্রেম (আমাদের থেকে আসলেই ওরা অনেক এগিয়ে)
.....রাজনীতি(পশ্চিমবঙ্গের কিছু রাজনীতি বিদ যদি আমাদের এদিকে থাকতো, তবে দাদারা শুধুই আমাদের দেখে হাপিত্যেশ করতো......তুলনা নয়)
এই কয়েকটা বিষয় ছাড়া অন্য কিছুতে যতোই তুলনা করেননা কেন.....সেটা আসলে বোকামীই হবে......কারন ওই অর্থনীতি-শিক্ষার হার-মাথাপিছু আয়..........এগুলো শুধুমাত্র দেশ টু দেশই তুলনা হতে পারে.........একটি স্বাধীন দেশের সাথে আর একটা দেশের অঙ্গরাজ্যের সাথে নয়.....।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৩

ঈশান বলেছেন: ভারত পাকিস্তান ভাগাভাগির সময় কিন্তু সিলেট পাকিস্তানের ভাগে পড়েনি। ১৯৪৭ সালে গণভোট এর মাধ্যমে সিলেটিরা বাংলাদেশে(তৎকালীন পূর্ব পাকিস্তানে) যুক্ত হয়। তবে ভারত আমাদের আড়াই থানা আলাদা করে রেখে দিয়েছে। আমরা আড়াই থানা ফেরত চাই। আমরা বাংলাদেশি। দাদাদের সাথে যুক্ত হবার কোন খায়েশ আমাদের নাই। অযাচিত ভাবে সিলেটকে টেনে আনায় আপনাকে ধিক্কার।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৯

ঈশান বলেছেন: In 1947, following a referendum, almost all of erstwhile Sylhet became a part of East Pakistan, barring the Karimganj subdivision which was incorporated into the new Indian state of Assam.[8] The referendum was held on 3 July 1947, there were a total of 546,815 votes cast on 239 polling stations, a majority of 43.8 per cent voted in favour of East Bengal. There were protests regarding bogus votes.[9] However, the referendum was acknowledged by Article 3 of the India Independence Act of 18 July 1947.[10] In 1971, Sylhet became part of the newly formed independent country of Bangladesh.[6]

Source :Wiki

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৬

ঈশান বলেছেন: আপনার ধৃষ্টতা দেখে অবাক হলাম।একটা স্বাধীন দেশের সাথে একটা অঙ্গরাজ্যকে তুলনা করেন! আমি ব্লগে লিখি কম, তবে নিয়মিত পড়ি। আপনি সবসময় ভারতের পক্ষে কথা বলেন। হয় আপনি ভারতীয় নাহয় তাদের দালাল। আপনার এই লেখাতেও ভারতকে উপরে তুলে রেখেছেন। যে বা যারা ২ বাংলা এক করতে চায়, তারা ভারতে চলে গেলেই পারে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

বীরেনদ্র বলেছেন: জনাব ঈশান সাহেব,
আপনাকে ভাল করে একটু পড়তে অনুরোধ করি। পশ্চিমবংগ ভারতের একটা অংগ রাজ্য সে হিসেবে তার সাথে একটা স্বাধীন দেশের তূলনা হয় না এটা আমি প্রথমেই উল্লেখ করেছি। ভারতের পক্ষে বলতে আপনি কি বুঝাতে চান? আমি যে তথ্যগূলো দিয়েছি তা ৩য় কোণ সূত্র থেকেই। সূতরাং আমি ভারতকে উপরে রেখেছি ,আপনার অভিযোগ সত্যি নয়। আপনার দেওয়া উইকিপেডিয়া খুজে দেখুন।
আর আমি কখনই চিন্তা করি না যে ভারতের বা পশ্চিমবঙ্গের সাথে এক হওয়ার। প্রথমেই বলেছি যে অনেকে এই ব্লগেই দাবী জানান বাঙ্গালী ভাষাভাষী পশ্চিমবংগ পরাধীণ এবং তাদেরকে মুক্ত করে এক হয়ে এক স্বাধীণ শক্তিশালী রাস্ট্র গড়ার। তাদের সেই দাবীর পরিপ্রেক্ষিতেই খুজতে চেয়েছি ।

আপনার যদি মনে হয় যে পশ্চিমবংগের অবস্থা বাঙ্গালাদেশের সাথে তূলনা করা মানে দালালী , তাতে আমার কি করার থাকতে পারে।
কে দেশ ছাড়বে বা না ছাড়বে সেটা বলার আপনি কে? দেশ কি আপনার বাবার?

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১০

রামন বলেছেন:
পশ্চিম বঙ্গের বাঙালিরা এদেশের বাঙালির চেয়ে ভোগ আয়াস বেশী করলেও আমার কাছে স্বাধীনভাবে বেঁচে থাকার মজাই আলাদা । ও দেশের মানুষের স্বকীয়তা বলতে কিছুই নেই, জাতীয়ভিত্তিক কোনো পদক্ষেপ নিতে তারা অক্ষম। নিজস্ব পতাকা নেই তাদের । সবকিছুতেই দিল্লির অনুমোদনের জন্য মুখাপেক্ষী হয়ে দিন গুনতে হয় তাদের । এখানে আমি গৌরবের কিছুই দেখি না ।

বিদেশে আমি অনেক কুকুর দেখেছি , প্রভুরা কুকুরদের ভালো ভালো খাবার পরিবেশ করা থেকে শুরু করে গোসল দেয়া , ওদের বিষ্ঠা পরিস্কার করা, শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য গরম কাপড় ওদেরকে দেয়া হয়। কিন্তু তা সত্বেও এত ভোগ আয়াস দেয়ার পর প্রভুরা কুকুরদের গলায় একখানা শিকল বা দড়ি পরিয়ে রাখে । এরা বোধে শুন্য বিধায় গলার শিকল বা রশির মাজেজা বুঝতে পারে না ।

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৩

অনিক আহসান বলেছেন: ইট ইজ বেটার টু কিং ইন হেল দেন এ সার্ভেন্ট ইন হেভেন

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৫

বীরেনদ্র বলেছেন: অবশ্যই ক্ষুদ্রতম স্বাধীনতা ও বৃহত্তম পরাধীনতার চেয়ে মহৎ। পশ্চিম্বং ভারতের বাংলাভাষাভাষী রাজ্য। তারা পরাধীন না স্বাধীণ সে ব্যাপারে সেখাঙ্কার অধিবাসী দের মতামতই চূড়ান্ত।
কেউ যদি এসে বলে পশ্চিমবংগ পরাধীন এবং তাকে মুক্ত করে বৃহত্তর বাংলা গড়তে হবে তা কতটা যুক্তিযুক্ত? এ সম্পর্কে পশ্চিমবঙ্গের লোকেরা কি ভাবে? তাদের আর্থ সামাজিক অবস্থা বাংলাদেশের চেয়ে ভাল না খারাপ?
এই সমস্ত প্রশ্নের উত্তর খুজতে গিয়েই এ রচনা। ভারত ভাল থাকতে পারে পাকিস্তান ভাল থাকতে পারে তাতে তো আমার কিছু যায় আসে না। যদি ভারত বা পশ্চিমবংগ সম্পর্কে সত্যি কিছু লেখা হয় তাতে আমি কেন ভারতের দালাল হব বা আমার দেশপ্রেম নিয়ে কটাক্ষ করা হবে?

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৬

কোডনেম ৬৬৬ বলেছেন: যা হতে পারত কিন্তু হয় নি তা নিয়ে কথা বলে লাভ নেই।ওপার বাংলার মানুষরা স্বেচ্ছায় ভারতে যোগ দিয়েছে।সেই মতকে শ্রদ্ধা করলেই মনে হয় ভালো হবে।আবার আমরা অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি-যাকে আমি বলব উপমহাদেশের একমাত্র স্বাভাবিক রাষ্ট্র। বাংলাদেশ আমার,আপনার -সব বাঙ্গালিদের।ধর্ম নয়, জাতীয়তা আর সংস্কৃতির উপর ভিত্তি করে দেশটি স্বাধীনতা লাভ করেছে,এই অর্জন কম কিসে?

২৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

ডাইস বলেছেন: উইকিপিডিয়ার আপনার দেয়া লিঙ্ক শিরোনাম
List of countries by Human Development Index

আমি চোখে কম না দেখলে এটা দেশের পরিসংখ্যান কোন অঙ্গরাজ্যের নয়...আপনি নিশ্চয়ই কানা না হলে এটা আপনার দৃষ্টিঘোচর হত

২৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

ডাইস বলেছেন: আপনার উল্ল্যেখিত পরিসংখ্যানের সোর্স দিবেন সেটা না পারলে আর ব্লগিং করতে আসবেন না

২৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৩

বীরেনদ্র বলেছেন: এখানে

দেখুন পশ্চিমবাংলা সম্পর্কে আর ভারতেরটা তো পেয়েছেন আশা করি।

ব্লগ যদি আপনার পৈত্রিক সম্পত্তি হত তাহলে আমি আসতাম না।

২৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৭

ক্ষত্রিয় বলেছেন: আপনাদের পশ্চিমবঙ্গের লোকেরা এতো বড় বাংলা ভাষাভাষী অঞ্চল হয়েও একটা ঠিকমতো বাংলাব্লগই তৈরি করতে পারেন না। এই ব্লগিং করতে আমাদের ব্লগ সাইটগুলাতেই আপনাদের আসতে হয়। এর থেকেই বুঝা যায় আপনাদের অবস্থা কি!!!! ইন্টারনেটে এই বাংলাদেশের যতগুলা বাংলাব্লগ সাইট পাইবেন তার সিকিভাগও তো আপনাদের নাই!!! যান গিয়া রাষ্ট্রভাষা হিন্দিতে গিয়া ব্লগিং করেন...এইখানে কেন??? জানি, ওই খানে গিয়া বেইল নাই আপনাগো!!!! গর্বিত ইন্ডিয়ান কিনা আপনারা!! :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৪

বীরেনদ্র বলেছেন: @জনাব পশ্চিমবঙ্গের কি আছে বা কি নেই তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যাথা নেই, কারন আমি বাঙ্গলাদেশী।

তারপর ও বলবেন আমি পশ্চিমবঙ্গের গুনগান গাইছি? মোটেই নয়। শুধুমাত্র পরিসংখ্যান তুলনা করেছি।

২৭| ১০ ই মে, ২০১২ রাত ২:৩১

সাধারন বলেছেন: @কোডনেম ৬৬৬-
বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ শুধু বাঙ্গালীদের নয়,এ দেশে বসবাসকারী সমস্ত জাতিগোষ্ঠির।

@লেখক-
তথ্যসমৃদ্ধ হওয়াতে ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.