নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

ভালো মানুষ, সৎ মানুষ, মহৎ মানুষ !!

০৬ ই মে, ২০১৫ রাত ১২:৫৩

প্রথাগতভাবে ভালো মানুষ, সৎ মানুষ, মহান মানুষ বলতে বোঝায় কতগুলো বিশ্বাসী মানুষ। তারা কি বিশ্বাস করছে তা বিবেচনার বিষয় নয়, তারা বিশ্বাস করছে এটাই মুখ্য বিষয়। মুখ্য বিষয় তারা প্রথাগত ধর্মে বিশ্বাস করছে, ধর্মের ছদ্দাবরণে বিশ্বাস করছে। তারা প্রথাগত ধর্মকর্মে বিশ্বাস করছে; নামাজ পড়ছে, রোজা রাখছে, পূজা করছে, উপবাস করছে, মন্দির-মসজিদ-গিরজা-প্যাগডা বা উপাসনালয়ে যাচ্ছে এটাই বিবেচ্য বিষয়! তাই তারা ভালো মানুষ, সৎ মানুষ, মহৎ মানুষ! টুপি-দাঁড়ি-পাঞ্জাবি-আলখাল্লা; মালা-তিলক-চন্দন-গেরুয়া; ক্রস সাইন ছাড়া কি ভালো মানুষ, সৎ মানুষ, মহৎ মানুষ হওয়া যায়! বিশ্বাসীদের ভাষ্য একটাই-এগুলো তোমাকে মানতেই হবে অথবা তোমাকে বিশ্বাস করতেই হবে। তোমার বিশ্বাসকে আমি বিশ্বাস করি বা না করি সেটা বিবেচ্য বিষয় নয়, তবে আমার বিশ্বাসকে তোমাকে বিশ্বাস করতেই হবে! তাদের অনেকের কাছে সবচেয়ে বড় সত্য হলো, তোমাকে কোন না কোন বিশ্বাসকে মানতেই হবে। আবার কেউ কেউ মাথায় অস্ত্র ঠেকিয়ে বলে- কেবল আমার বিশ্বাসকেই তোমাকে মানতে হবে, অন্য বিশ্বাসগুলো চুলোয় যাক!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.