নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় সম্প্রদায়গত দূরত্বের ফলাফল!!

০১ লা জুলাই, ২০১৫ সকাল ৮:৪১

সম্প্রদায়গতভাবে কোন এক জাতিগোষ্ঠী তার নিজস্ব বিশ্বাস, কৃষ্টি-কালচার, আচার-আচরণ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে যত বেশী কট্টর, স্বাতন্ত্র ও গোঁড়ামীপূর্ণ হচ্ছে; সেই জাতিগোষ্ঠীর সাথে অন্যান্য সম্প্রদায়গত জাতিগোষ্ঠীর মনো-জাগতিক দূরত্বও তত বেশী বাড়ছে! আবার কোন এক ধর্মীয় জাতিগোষ্ঠীর এই কট্টর স্বাতন্ত্র্যবোধ দেখে অপরাপর প্রত্যেক জাতিগোষ্ঠীর মানুষের মাঝেও নিজস্ব কৃষ্টি-কালচার, আচার-আচরণ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে সেইরূপ কট্টর মনোভাবের জন্ম নিচ্ছে। ফলে প্রত্যেক ধর্মীয় জাতিগোষ্ঠীর সাথে অপরাপর প্রত্যেক ধর্মীয় জাতিগোষ্ঠীর মনো-জাগতিক দূরত্ব কেবল বৃদ্ধিই পাচ্ছে ফলে পারস্পারিক আস্থা ও বিশ্বাসের জায়গায় যে গ্যাপ তৈরি হয়েছে ও হচ্ছে তাতে ভবিষ্যতে বড় পরিসরে জাতিগত আগ্রাসী সংঘাত অনিবার্য! যদিও এই দর্শনগত স্বাতন্ত্র্য চিন্তা, ভূল বোঝাবুঝি কিংবা স্বীয় মতবাদ চাপিয়ে দেওয়ার আগ্রাসী মনোভাব অথবা সম্পদ বা অন্য কোন ভোগ্য অনুষঙ্গকে কেন্দ্র করে এরূপ অনেক ঘটনা প্রতিনিয়তো ঘটেই চলেছে! ইতিহাসের পাতা উল্টালেও দেখা যায় – অতীতের সেই সংঘাতের পরিসংখ্যানের অংকটাও অনেক বড়! কোন একটি পপুলেশন বা নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলের প্রাণী সমষ্টিতে আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতায়/বেঁচে থাকার সংগ্রা্মে/যুদ্ধে/সংঘাতে কোন নির্দিষ্ট প্রজাতি জয়ী হয়ে দূর্দান্ত প্রতাপে জীবন যাপন করলেও প্রকৃ্তির নিয়মেই খুব শিঘ্রই সেখানে অন্তঃপ্রজাতিক তথা সেই প্রজাতির নিজেদের মধ্যেই সংগ্রাম বা যুদ্ধ শুরু হয়! যা সেই জয়ী প্রজাতিটিকে আন্তঃপ্রজাতিক সংগ্রা্মের/যুদ্ধের/সংঘাতের থেকেও দীর্ঘ মেয়াদি ভয়ংকর পরিণতিতে ঠেলে দেয়! কাজেই ভিন্ন বা আন্তঃ ধর্মের/জাতিগোষ্ঠীর মাঝে সংঘাতের পর যে ঐ ভৌগলিক পরিবেশে দীর্ঘ মেয়াদি ভয়ংকর অন্তঃ ধর্মীয়/জাতিগত সংঘাত শুরু হবে এটা অবশ্যম্ভাবী! আমরা চাইলে সাংঘর্ষিক কার্যকলাপের দ্বারা এই দূরত্ব যেমন বাড়াতে পারি তেমনি পারি পারস্পারিক সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ আচার-আচরণ দ্বারা দূরত্ব কমাতেও! এই দূরত্ব কমাতে পারলে আমাদের লাভ – আমাদের নতুন প্রজন্ম পাবে এক সংঘাতহীন শান্তিময় পরিবেশ । আর তা না হলে আমরা তাদের জন্য রেখে যাব এক সংঘাতময় পরিস্থিতি কিংবা সংঘাত সৃষ্টির উর্বর বীজ!!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.