![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
আমরা প্রত্যেকেই কমবেশি ভুল করে থাকি। কিন্তু দুঃখের বিষয় হল আমরা অধিকাংশই সেই ভুলের দায়ভার নিতে চাই না বা ভুল স্বীকার করি না কিংবা আমরা নিজেরা নিজেদের সেই ভুলগুলো বুঝতে পারি না। তবে এটা চিরন্তন সত্য যে, আমরা আমদের ভুল স্বীকার করি বা নাই করি এই ভুলের দায়ভার আমাদের স্বাভাবিক জীবনযাপন, কর্ম , জীবনের গতি প্রবাহ ও সাফল্য লাভের উপায়কে প্রভাবিত করবেই। কাজেই আমাদের জীবনযাপনে, কর্মক্ষেত্রে ও সিদ্ধান্তগ্রহণে ভুল হচ্ছে কিনা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে হবে। অতীতে ভুল হয়ে থাকলে তা স্বীকার করতে হবে, ভুলের দায়ভার নিতে হবে এবং যত দ্রুত সম্ভব তা শোধরানোর উপায় বের করে সংশোধনে পদক্ষেপ নিতে হবে। শৈশবের করা ভুলের মাশুল দেয়া লাগে দীর্ঘদিন- মানে কখনো কখনো সারা জীবনব্যাপী। আর যৌবনের করা ভুলের মাশুল দেয়া শুরু হয় যৌবন থেকেই, কিন্তু তা বুঝতে সবাই পারে না- তবে যৌবন পেরিয়ে বার্ধক্যে পৌঁছলে সেই ভুলের মাশুলগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। কিন্ত তখন আর ভুল শোধরানোর উপায় থাকে না থাকে কেবল ভুলের মাশুলগুলোর খেশারত; থাকে কেবল দীর্ঘশ্বাস, হাহুতাশ আর আর্তনাদ!আর প্রৌঢ় ও বার্ধক্যের ভুলের মাশুল তো দিতে হয় তার পরিবার, সমাজ ও রাষ্ট্রকে! আর এই ব্যক্তি গুলো যদি থাকে সমাজ, গোষ্ঠী বা কোন দলের নেতৃত্বে তাহলে তো তাদের করা ভুলের মাশুল দিতে হয় পুরো সমাজ, জাতি ও রাষ্ট্রকে!! তবে জনগণকে হিসেব কষতে হবে তারা সেই ভুলের মাশুল ভোগ করবে নাকি সেই ভুল নেতৃত্বকে প্রত্যাখ্যান করবে, প্রতিবাদ করবে সেই নেতৃত্বের বিরুদ্ধে! নাকি কেবল ভুলের মাশুলে মাশুলে হাহুতাশ করে করে বসে বসে অশ্রু বিসর্জন দেবে!! কারো জীবনে ভুল হওয়া দুঃখজনক, ভুল করাও দুঃখজনক ও সেই ভুল স্বীকার না করা এবং দায়ভার না নেওয়া আরও দুঃখজনক! কখনো কখনো তা মস্তবড় ভুলও বটে!!
©somewhere in net ltd.