নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

শিক্ষিত ছেলেরাও আজকাল নুড়ি পাথরের মতো ধীরে ধীরে ডুবে যাচ্ছে ধর্মান্ধতার চোরাবালিতে!

১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

মাঝে মাঝে খুব আফসোস লাগে সমাজের চারপাশের কিছু ঘটনাপ্রবাহ দেখে! সত্যি অবাক করার মতোই এক একটি ঘটনা! যে ঘটনাগুলোকে আমরা বর্তমান সময়ের আলোকে ঘটনা না ভেবে অপরাধ বললেই বুঝি বেশী। আর অপরাধগুলি অধিকাংশই সংঘটিত হচ্ছে কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া শিক্ষিত ছেলেদের দ্বারা! উদ্বেগ, উৎকন্ঠাটা এখানেই। আজকাল দেখি শিক্ষিত ছেলেরাও নুড়ি পাথরের মতো ধীরে ধীরে ডুবে যাচ্ছে ধর্মান্ধতার চোরাবালিতে! হয়ে উঠছে চরম অপর ধর্ম বিদ্বেষী কিংবা আন্ডার গ্রাউন্ডের জঙ্গীগ্রুপ সদস্য! এরা নিজেরাই নিজেদের জ্ঞান, বুদ্ধি, বিবেক কিংবা ধর্মীয় বই পুস্তক পড়ে এমন অপর ধর্ম বিদ্বেষী কিংবা বিরুদ্ধ মতবাদ অথবা সমালোচক হন্তারক হয়ে উঠছে ব্যাপারটা তাও নয়। মূলতঃ বাহির থেকে নাড়ছেন সেই কলকাঠি যা আমাদের মিডিয়া ও সরকারের গোয়েন্দা বাহিনী টেরও পাচ্ছেন হর-হামেশাই। এমনকি অনেক রাজনৈতিক দলও ইন্ধন ও ফুয়েল যুগিয়েছেন এই শিক্ষিত তরুণ সমাজকে অপর ধর্ম বিদ্বেষী কিংবা বিরুদ্ধ মতবাদ অথবা সমালোচক হন্তারক করে তুলে বিপদগামী করতে। এমনকি অনেক সময় এই সব কর্মকান্ডে এমন সব ব্যক্তি বা ব্যক্তির আত্মীয় স্বজনের সম্পৃক্ততা মিলেছে, যেখানে কেঁচো খুড়তে সাপ বেড়িয়ে আসার মতো অবস্থা! শেষমেষ তদন্ত কার্যক্রমই গোপনে গোপনে শেষ করতে হয় গোয়েন্দা বাহিনীকে! আমরা তো গলা ফাটিয়ে ধর্মকে উচ্চতার সর্বোচ্চ শিখড়ে তুলে ধরছি প্রতিনিয়ত। তাহলে সেই ধর্মের অনুসারী হয়ে কেন আমরা এমন নিষ্ঠুর হন্তারক হয়ে উঠব! আপনার ধর্মের মাঝে মহত্ব থাকলে, মানবতা থাকলে, শান্তির স্নিগ্ধ ছোঁয়ার অনুভব থাকলে সেই মহত্ব, মানবতা কিংবা শান্তির স্নিগ্ধ ছোঁয়ায় অপরকে সেবা দিন, সমাজটাকে, দেশটাকে শান্তিময় করে তুলুন। আপনার সৃষ্টিকর্তা বলে যদি কেউ থেকে থাকে নিশ্চয়ই এটাই তাঁর কাছে আপনার সবচেয়ে বড় প্রার্থনা! হিংস্রতা, পাশবিক আচরণ কিংবা জিঘাংসার মনোভাব নিয়ে অপরের ঘাড়ে চাপাতির কোপ বসাবেনই বা কেন!? এটা কি আপনার মানবিক সত্ত্বা দ্বারা সিদ্ধ? তাছাড়া হিংস্রতা, পাশবিক আচরণ কিংবা জিঘাংসার মনোভাব অপর কারো মাঝে ঢুকিয়ে দিয়েও আপনি আপনার ধর্মকে প্রমোট করবেন কেন? এটা কি প্রকৃতপক্ষেই আপনার ধর্মীয় দর্শন ও নৈতিকতা দ্বারা সিদ্ধ? ঠান্ডা মাথায় একটু ভাবুন! আপনার বিবেক বোধটাকে একটু জাগান! আপনি ধার্মিক হন তাতে তো কারো মাথা ব্যথা নেই; ধার্মিক হয়ে নিজের পরকাল নিয়ে ভেবে ভেবে ইহকাল কাটান, সেটা তো আপনার একান্ত একার নাগরিক অধিকার, সেই অধিকার রাষ্ট্র আপনাকে দিয়েছে। তাছাড়া আপনার মতাদর্শ কারো মতাদর্শের সাথে সাংঘর্ষিক হলে তারও সমালোচনা আপনি করতে পারেন; দ্বিমত পোষণ করতে পারেন সেই অধিকারও আপনার আছে।কিন্তু আপনার সমালোচকদের ঘারে আঘাত করার অধিকার তো রাষ্ট্র আপনাকে দেয়নি। তাহলে এমন রাষ্ট্র নিয়ম বহিঃর্ভূত কাজ তথা অপরাধ করে ফেরারি আসামীর মতো বাকী জীবন ভয়ে ভয়ে কাটাবেন কেন? সমালোচকরা করুক না আপনার সমালোচনা! তাতে কি বা আসে যায়। একজন মানুষ, একজন ধার্মিক মানুষ, একজন ভালো মানুষ হতে পারেন না আপনি!? আপনি সামান্য একজন সমালোচককে শায়েস্তা করতে মুখে অশ্লীল শব্দ তুলে নেবেন কেন!? আপনার সুন্দর হাতে কিছু অশ্রাব্য কুৎসিত শব্দ লিখে আপনার ভাল মানসিকতাকে নষ্টই বা করবেন কেন? আমি শিক্ষিতদের বলি-আপনারারা ভালো থাকার চেষ্টা করুন দেখবেন আপনার পরিবার পরিজন তদুপরি সমাজটাও থাকবে ভাল; ভাল থাকবে আপনার চারপাশের পরিবেশ! আপনি গডফাদারদের ক্রীড়নক হয়ে যদি একবার ধর্মান্ধতার চোরাবালিতে পা দেন, পরবর্তীতে মহা বিপদ টের পেলেও তারা আর আপনাকে টেনে তুলবেন না বরং সেখানেই আপনাকে জোড় করে ডুবিয়ে মারবেন!

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৯

লেখোয়াড়. বলেছেন:
ওই শিক্ষিত ছেলেদেরকে বলুন আমাদের কবিতা, গল্প বা অন্য সাহিত্য পড়তে, দেখবেন ওরা ভাল হয়ে উঠবে।
আর হ্যাঁ, আপনিও পড়বেন।

আর হ্যাঁ, লেখাটি ভাল হয়েছে। ++

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

বীরেশ রায় বলেছেন: ধন্যবাদ আপনাকে!! লেখোয়াড় । কবিতা আমিও খুব পছন্দ করি কিন্তু সময় ও সুযোগের অভাবে কবিতা পড়া হয়ে উঠে না। সময় ও সুযোগ করে আপনার কবিতা ব্লগে ঢুঁ মারবো!!!

২| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধর্মের মধ্যে সহিংসতা ঢুকে গেছে । ধর্মের মাধ্যমে যদি এ দেশে শান্তি আনতে হয়, সুফিবাদের বিকল্প নেই । সুফিবাদ মানবতার গান গায় । মানবতা ছাড়া সভ্যতা ধ্বংস হয়ে যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.