![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
পরিবর্তন প্রকৃতির এক অবশ্যম্ভাবী পরিণতি! এই পরিবর্তনে প্রকৃতি ও জীবনে ভালো কিছুও আসতে পারে আবার আসতে পারে মন্দ কিছুও! সব পরিবর্তন যে আমাদের দৃষ্টির সন্মুখে হবে সেটাও নয়, কিছু পরিবর্তন আমাদের দৃষ্টি ও জ্ঞানের অন্তরারালে ঘটে যাবে কিন্তু তার প্রভাব আমাদের জীবনের দৃষ্টি ও জ্ঞানের সন্মুখে তোলপাড় করা আলোড়ন সৃষ্টি করবে! এখন আপনি আমি প্রস্তুত কিনা সেই পরিবর্তন মোকাবেলা করার জন্য সেটাই মূল কথা!! অভিযোজন বা বিবর্তন কিংবা ধ্বংস হল পরিবর্তনের বিভিন্ন উপায়। কখনো কখনো কিছু কিছু বিষয়, বস্তু বা অবয়বের সংস্কার সময়ের সাথে তাল মিলিয়ে হওয়া অত্যন্ত যৌক্তিক এবং আবশ্যকও বটে। যে বিষয়গুলো বা যে বস্তুগুলোকে সংস্কার করা যায় না, সময় অতীত হয়ে গেলে তা এক সময় হয়ে যায় ভগ্নপ্রায় জরাজীর্ণ কিংবা সভ্যতার অনুপযোগী। তাই সে বিষয় বা বস্তুগুলোর সম-সাময়িক অভিযোজন বা সংস্কার হয়ে পড়ে অত্যন্ত জরুরি।সংস্কার বা অভিযোজন না হলে কখনো কখনো তা হয়ে পড়ে পরিত্যক্তও! মাথা উঁচু করে টিকে থাকার নিরিখেই পরিবর্তিত হতে হয় কিংবা পরিবর্তন করতে হয়! আর এই সংস্কার বা পরিবর্তনের উপায় হতে পারে কখনো আংশিক পরিমার্জন কিংবা পরিবর্ধন অথবা আমূল পরিবর্তন! হোক সে ধর্ম, দর্শন, সমাজ, রাষ্ট্র কিংবা সভ্যতা!!
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১০
স্বপ্নাতুর পুরব বলেছেন: পরিবর্তন আসতেই পারে । তবে সে পরিবর্তনই আমাদের চাওয়া উচিত, যে পরিবর্তনে কেবলমাত্র ব্যক্তিস্বার্থে নয়, সামষ্টিকভাবে উপকৃত হতে পারি ।