নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

খারাপ হতে হয় না এটা অনেকটা স্রোতের অনুকূলে যাওয়ার মতোই! কেবল স্রোতে নিজেকে ছেড়ে দিলেই হল!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

আপনি এখন হয়তো একজন যুবক কিংবা যুবতী; একজন শিক্ষার্থী অথবা অন্য কিছুর সাথে সম্পৃক্ত একজন পূর্ণ বয়স্ক নারী কিংবা পুরুষ। হতে পারে আপনার বাবার অথবা নিজের অঢেল সম্পদ; আপনি ভোগের সব অনুষঙ্গ চাইলেই হাতের মুঠোয় পেয়ে যান মুহূর্তে। আমি আপনাকে শুধু এইটুকু পরামর্শ দেবো- আপনি আপনার ভোগের স্পৃহা একটা সীমিত মাত্রায় রাখুন, ভাল-মন্দ বোধ তৈরি করেই ভোগ করুন, এই জগত সংসার তো ভোগের অনুষঙ্গ দ্বারাই সুসজ্জিত! তাই বলে তার একটা পরিসীমা কিংবা ভালমন্দ বিচার বিশ্লেষণ নেই তা তো নয়। দূর্নিবার এই ভোগের স্পৃহা মানুষের জীবনকে অতিষ্ট করে তোলে! দূর্নিবার ভোগের স্পৃহা মানুষের জীবনকে তিলে তিলে মারে! এমনকি মানুষ টেরও পায় না ধ্বংসের দ্বার প্রান্তে এসেও কিংবা এমন এক সময় বোধ উদয় হয় যখন ফিরিবার পথ কিংবা শক্তি কোনটাই আর থাকে না। আপনি যদি একজন পিতা কিংবা মাতা অথবা অবিভাবক হয়ে থাকেন তাহলে আপনার সন্তানকে বুঝতে চেষ্টা করুন, বোঝাতে চেষ্টা করুন। লক্ষ্য রাখুন আপনার সন্তানের দিকে। তাছাড়া একজন ব্যক্তি নিজেই যদি উৎশৃংখল বেপরোয়া জীবনে ঘুরপাক খান তাহলে সন্তানও সেই পথেই পা বাড়াতে পারে কিংবা পা বাড়াবে-সচরাচর এমনটাই ঘটে থাকে। নিজের জীবনের ভূল পথে নিজের সন্তানকে ঠেলে দেওয়া কারোই কাম্য নয়! ভূল পথে পা বাড়ানো ব্যক্তির উচিত নিজেকে শোধরানোর পুনঃপুনঃ চেষ্টা করা! চূড়ান্ত ভোগ কিংবা ভোগের স্পৃহা, চূড়ান্ত ক্ষমতা, কারো প্রতি হিতাহিত জ্ঞানশূন্য চূড়ান্ত শত্রু ভাবাপন্ন মনোভাব মানুষকে নষ্ট করে চূড়ান্তভাবেই! কাজেই মেধা, প্রজ্ঞা ও জ্ঞান দিয়ে স্থির চিত্তে ভাবুন নিজের বর্তমান ও ভূত-ভবিষ্যৎ। মনে রাখবেন সৎ থাকা, ভালো থাকা, ভালো কিছু করা মানে সর্বদাই স্রোতের প্রতিকূলে তরি বেয়ে যাওয়া যেখানে সর্বদাই সতর্কতা ও চেষ্টা না থাকলে এর বিপরীতে যাওয়া প্রকৃতির নিয়তি। অন্য দিকে খারাপ হতে হয় না এটা অনেকটা স্রোতের অনুকূলে যাওয়ার মতোই! কেবল স্রোতে নিজেকে ছেড়ে দিলেই হল, প্রকৃতি আপনাকে আপনি সে পথে টেনে নিয়ে যাবে। তাই আত্ম সমালোচনায় নিজেকে জানুন, নিজের ভুলত্রুটিগুলোকে খুঁজে বের করুন, করার চেষ্টা করুন; কিংবা ভালো কর্মগুলোকে আরও শৈল্পিক রূপে গড়ে তোলার চেষ্টা করুন!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

আজমান আন্দালিব বলেছেন: সহমত।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪০

বিপরীত বাক বলেছেন: ভোগেই শান্তি।।

ভোগেই স্বর্গ প্রাপ্তি।।

ভোগেই মুক্তি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.