![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
যে সমাজ ব্যবস্থা মানুষের জীবনযাত্রা ও জীবনযাপন প্রণালীকে সহজ করে উপভোগ্য করে তোলে সেই সমাজ ব্যবস্থার প্রতি মানুষ চিরকালই বেশী বেশী আকৃষ্ট হয়েছেন। প্রাগৈতিহাসিক কাল থেকে তাই হয়ে আসছে। আর যে সমাজ ব্যবস্থা মানুষের চলাফেরা, খাওয়া-দাওয়াসহ সামগ্রিক জীবনযাপন প্রণালীকে বিধি-নিষেধের বেড়া-জালে জড়িয়ে জটিল করে তুলেছে সেই সমাজ ব্যবস্থা থেকে মানুষ বরাবরই বেড়িয়ে আসতে চেয়েছেন এবং এসেছেনও। ধর্মের নামে ঈশ্বর/আল্লাহ/গড প্রদত্ত বলেও বিধি-নিষেধের বেড়া-জাল দ্বারা তৈরি নিয়ম-কানুন দিয়ে মানুষের সামগ্রিক জীবনযাপনকে কখনোই বিধিবদ্ধ করে রাখা যায়নি!
কালের বিবর্তনে সভ্যতার বিভিন্ন পর্যায়ে সংগ্রামের পথ পারি দিয়ে পৃথিবীর অধিকাংশ মানুষ চিরকালই সবকিছুর আগে সহজ-সরল উপভোগ্য জীবন ব্যবস্থাকেই বেঁছে নিয়েছিল। কাজেই ধর্মের নামে, পবিত্র গ্রন্থের নামে যত বিধি—নিষেধি-আমরা সমাজে আরোপ করি না কেন সাময়িকভাবে অনেক মানুষ তা গ্রহণ করলেও এক সময় সেই বিধি নিষেধ মানুষের নাভিশ্বাস অবস্থার জন্ম দেয় তখন তা থেকে বেড়িয়ে আসতে উদগ্রীব হয়ে পড়ে। নিয়ম-কানুন ভাল তবে তার যৌক্তিক ও মানানসই সভ্য পরিণতি অবশ্যই থাকতে হবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
বিজন রয় বলেছেন: মানুষ কতটা সচেতন হতে পারে।