নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

ধূর্ত অথচ ব্যর্থ শিয়ালের মতো আঙ্গুর গাছের তলা থেকে ফিরে এসে বলি- আঙ্গুর ফল বড়ই টক!!!

১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৪

পুঁজিবাদী এই বিশ্বায়নের যুগে আমাদের সবকিছুই যেন পণ্য! আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের মন, আমাদের দেহ, আমাদের ধর্ম, আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ, আমাদের গড সব-ই ।পণ্য আমাদের রূপ-যৌবন, হাসি-আনন্দ, সুখ-দুঃখ, কষ্ট-বেদনা; আমাদের রাগ, ক্ষোভ, বিক্ষোভ, হিংস্রতা; আমদের নাচ-গান, লম্ফ-ঝম্ফ; আমদের কথা বলা, আমাদের হাঁটা, আমাদের দৌঁড়ানো, আমাদের উঠা-বসা, ঘুমানো, জেগে থাকা, আমাদের বসে থাকা, দাঁড়িয়ে থাকা; আমাদের আদর-স্নেহ, প্রেম-ভালোবাসা, যৌন কামনা, এমন কি আমাদের যৌন সম্ভোগ! পণ্য বানিয়েছি আমরা আমাদের ভিতর-বাহিরের সব অঙ্গ-প্রত্যঙ্গকে, উন্মুক্ত বক্ষকে, আমাদের সুঢৌল স্তনযুগলকে; দেহের পরতে পরতে সৃষ্টি হওয়া ভাঁজ গুলোকে। পণ্য বানিয়েছি আমরা আমাদের কৃষ্টি-কালচারকে, আমাদের ভাষাকে, আমাদের আচার–আচরণকে, আমাদের পোশাক পরিধানের ধরণ ও উপায়কে। পণ্য বানানোর কত যে অনুসঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে তার ইয়ত্তা নেই, কেবল দরকার আইডিয়া বা ধারণার! কেবল একটা আইডিয়া তৈরি করে তার ভিতর একটা কিছুকে ঢুকিয়ে দিয়ে মার্কেটে ছারলেই হল! হয়তো এটা সময়ের অবশ্যম্ভভাবী পরিণতি যা অস্বীকার করা অনুচিত, করলেও বিড়ম্বনা মাত্র! আমরা কেউ এর সুবিধা নিয়ে এই দর্শন গ্রহণ করি উৎফুল্লচিত্তে আবার কেউ এর সুবিধা থেকে বঞ্চিত হয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি বা করার চেষ্টা করি। অথবা পক্ষে-বিপক্ষের যুক্তি নিয়ে কখনো এক পক্ষের, কখনো অপর পক্ষের সমালোচনা করি। পরিশেষে ধূর্ত অথচ ব্যর্থ শিয়ালের মতো আঙ্গুর গাছের তলা থেকে ফিরে এসে বলি- আঙ্গুর ফল বড়ই টক!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.