নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

এটা তো দিবালোকের মতো সত্য যে পাকিস্থানি শাসক ইসলাম ধর্মকে ব্যবহার করেছে বাঙ্গালি জাতিকে শোষণ করতে, বাঙালি জাতিকে দমিয়ে রাখতে!

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

ধর্মের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়নি বরং যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই পাকিস্থানি শাসক, তারাই ইসলাম ধর্মকে ব্যবহার করেছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য! তারা ইসলাম ধর্মকে ব্যবহারও করেছে বাঙ্গালি জাতিকে শোষণ করতে, বাঙালি জাতিকে দমিয়ে রাখতে! এটা দিবালোকের মতো সত্য জেনেই ১৯৭১ সালে এদেশের মুক্তির চেতনায় উজ্জীবিত বাঙালি অস্ত্র ধরে এদেশকে স্বাধীন করেছেন। তাই ১৯৭২ সালে এদেশের স্বাধীন মানুষের সাংস্কৃতিক চেতনাকে সামনে রেখেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল, ধর্মকে নয়। তাই সে সময় ইসলামকে রাষ্ট্র ধর্ম করার প্রশ্নই ওঠেনি। কিন্তু ১০-১৫ বছর পর কেন ইসলামকে রাষ্ট্র ধর্ম করার প্রয়োজন হল? আর কেনই বা রাষ্ট্রের একটি ধর্ম থাকতে হবে! কাজেই যারা পরবর্তীতে সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্মের কাতারে এনেছেন তারাও একই পাকি মানসিকতায় দুরভিসন্ধি মূলক মনোভাব নিয়ে তা করেছেন! যা ছিল মুক্তিযুদ্ধের চেতনার উপর সবচেয়ে বড় আঘাত, স্বাধীন বাঙ্গালী সাংস্কৃতিক চেতনার উপর আঘাত! আজ যারা ইসলামকে রাষ্ট্র ধর্মের কাতারে এনে গলা বাজাচ্ছেন তারা সেই পাকি চেতনারই প্রেতাত্মা!! সেই উগ্র সাম্প্রদায়িক চেতনার উজ্জীবন পুনরায় কেন? এই রাষ্ট্রের মাঝে কি তারা পাকিস্থান, আফগানিস্থান ও মধ্যপ্রাচ্যের ইসলামি জঙ্গিয়ানা চেতনার বিষ বাষ্প ছড়িয়ে দিতে চান!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ঠিক বলেছেন। ৭২ এর সংবিধানে কেন রাষ্ট্রধর্ম রাখা হয়নি ।

২| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

মিহির সাহা বলেছেন: বালপোসট

৩| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২০

মুসাফির নামা বলেছেন: মুসলিম জাতীয়তার ভিত্তিতেই পাকিস্তান হয়,কিন্তু ইসলামকেতো সংবিধান করেনি। হ্যা, ব্যবহার করেছে।যে কাজটা বর্তমান সরকার করছে,মুক্তিযুদ্ধকে ব্যবহার করে।তাই বলে,পরবর্তীতে কি মুক্তিযুদ্ধ বাদ হয়ে যাবে? আপনারা এগুলোর প্রতি লেগেছেন অন্ধ আক্রোশ থেকে।ইতিহাস বলছে,ধর্মনিরপেক্ষবাদীদের হাতেই সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে।

৪| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: আপনার এই তথ্য এখন অচল। এটা ২০১৬ সাল। ৯৫% মুসলিম। নট মডারেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.